ইরান: “আমার ভোট গণনা করায় এবার আমি খুশি” (ভিডিও)

Happy they read my vote. Source:http://sokot-e-sard1.blogspot.cz/2013/06/blog-post_15.html

‘তাঁরা আমার ভোট গণনা করেছে, আমি খুশি’, সকত-ই-সারদি১ এর মাধ্যমে পাওয়া ছবি

ইরানিরা ওয়েবে এবং সে দেশের রাস্তায় (উপরের ছবি) উল্লাস করে বলেছে [ফার্সী ভাষায়] যে, শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে এবার তাদের ভোট গননা ও লিপিবদ্ধ করা হয়েছে। ২০০৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনের পর জালিয়াতির অভিযোগে সরকারের বিরুদ্ধে সে সময় ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

৬৫ বছর বয়সী ধর্মীয় নেতা এবং সাবেক পরমাণু আলোচক হাসান রুহানি “আশা এবং দূরদর্শিতা”র মঞ্চে নির্বাচনে জয়ী হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ইরানী সংস্কারবাদিদের দ্বারা সমর্থিত রউহানি নির্বাচনে পাঁচ জন রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধিত্ব করে আসছেন।

ইরানীরা বিভিন্ন শহরে হাসান রুহানির বিজয় উদযাপন করছেন। চার বছর আগে বিতর্কিত নির্বাচনের পর সংঘটিত প্রতিবাদ আন্দোলনের সময় নিহত নাগরিকদেরকেও অনেকে স্মরণ করেছেন।

তেহরানে উৎসব

তেহরান: রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে 

নামা জাফরি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে চার বছর আগে একটি প্রতিবাদ সমাবেশে নিহত যুবতি নেদা আঘা সুলতানের কথা উল্লেখ করে “স্বাধীনতার বসন্তে, নেদার জায়গা খালি” বলে মানুষ স্লোগান দিয়েছে।

“বাসিজ একজন তরুণকে আক্রমণ করেছে”

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ তেহরানের ভানাক স্কয়ারে রউহানির বিজয় উদযাপনরত একজন তরুণকে আক্রমন করেছে বলে অন্য একটি ভিডিওতে অভিযোগ করা হয়েছে।

মাশহাদে নৃত্য 

কিছু শহরের উদযাপন তেহরানকেও ছাড়িয়ে গেছে। এই ভিডিওটিতে ধর্মীয় শহর মাশহাদে রুহানির বিজয় উদযাপনে লোকজনদের নাচতে দেখা গেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .