শিল্পীদের সঙ্গে ভিডিও কথোপকথনে সমসাময়িক ভারতীয় শিল্পকলা অন্বেষণ

দ্যা রিগার্ডিং ইন্ডিয়া প্রকল্প হচ্ছে ভারতীয় শিল্পীদের সঙ্গে তাদের কাজের বিষয়ে ভিডিও সাক্ষাৎকারের একটি সিরিজ। প্রকল্পটি কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের চিত্রশিল্পী এবং শিল্প অধ্যাপক ক্যাথরিন ম্যাইয়ার্স দ্বারা পরিচালিত হচ্ছে।

ম্যাইয়ার্স মূলত: ভারতের শিল্প ও সংস্কৃতির উপর গবেষণা করছেন। ২০১১ সালে একটি ফুলব্রাইট ফেলোশিপের সময় তিনি প্রকল্পটির কাজ শুরু করেন। শিল্পকলার একজন শিক্ষার্থী থাকা অবস্থায় একটি সাক্ষাত্কার দেখে তিনি রিগার্ডিং ইন্ডিয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছিলেন। তখন তিনি ভারতীয় শিল্প ও জনপ্রিয় সংস্কৃতির উপর শিক্ষা দেবার জন্য একটা কোর্সের ডিজাইন করেন। সমকালীন ভারতীয় শিল্প সম্পর্কে আগ্রহী যেকোন কারও জন্য এটি একটি সম্পদ।

এ পর্যন্ত ষাট জন শিল্পীর সাক্ষাত্কার নেওয়া হয়েছে এবং ভিডিও সম্পাদনা শেষ হলেই সেগুলো রিগার্ডিং ইন্ডিয়ার ওয়েবসাইটে আপলোড করা হবে।

শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা সারনাথ ব্যানার্জী, যিনি ভারতের প্রথম গ্রাফিক ঔপন্যাসিক হিসাবে পরিচিতঃ

অর্পনা কাউর একজন চিত্রশিল্পী, যার কাজে আধ্যাত্মিক ভাবনা প্রকাশ পায়ঃ

দীনেশ খান্না, একজন সুপরিচিত আলোকচিত্রীঃ

কৃষ্ণরাজ চোনাট একজন ভাস্কর এবং ইনস্টলেশন শিল্পী, যিনি তাঁর কাজে রীতিবিরুদ্ধ উপকরণ ব্যবহার করেন। যেমন, চন্দন কাঠের সাবান ও ই-বর্জ্যঃ

ছোট ছবি:  স্ক্রিনশটটি অর্পনা কাউরের সঙ্গে সাক্ষাত্কার থেকে নেওয়া।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .