সিরীয় সৃষ্টিশীলতাঃ ইন্টারনেটের মাধ্যমে রেডিও সোরিয়ালির অনুষ্ঠান প্রচার

এই পোস্টটি সিরিয়া আনটোল্ড থেকে নেওয়া একটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়া লেখা এবং গ্লোবাল ভয়েসেস আরবির জন্য একটি অনুবাদ।

যেমনটা আরব প্রবাদ বলা আছে, প্রয়োজনীয়তাই সকল উদ্ভাবনের চাবিকাঠি, সেহেতু সিরীয় নাগরিকরা তাদের প্রতিদিনের জীবনে যে সমস্ত বাঁধার মুখোমুখি হচ্ছে সেগুলোর মোকাবেলা করার জন্য এমনকি প্রচণ্ড দমনের মধ্যেও, সৃষ্টিশীল এবং উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণ করছে। বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা একদল তরুণ রেডিও সোরিয়ালি প্রতিষ্ঠা করেছে যা প্রয়োজনের বাস্তবতায় গঠিত অন্য অনেক প্রকল্প এবং উদ্যোগের মধ্যে অন্যতম এবং জাতিগত অবস্থান, বুদ্ধিবৃত্তিক চিন্তা ও ধর্মীয় প্রেক্ষাপটের উর্ধ্বে সকল সিরীয় নাগরিকের কাছে পৌঁছার এক প্রচেষ্টা।

সোরিরিয়ালিয়া ( যার অর্থ হচ্ছে পরাবাস্তববাদ), এবং সোরিয়া লী (আরবী ভাষায় যার মানে হচ্ছে আমার সিরিয়া) নামক দুটি মিলিত শব্দ থেকে সোরিয়ালির আগমন, যার উদ্দেশ্য সিরিয়ার বিশৃঙ্খল অবস্থার ব্যাপারে সচেতনতা তৈরী, যা কিনা এখন পরাবাস্তবতায় পরিণত হয়েছে, আর এখন নিজস্ব এক সিরিয়া গঠনের ব্যাপারে সিরিয়ার সকল নাগরিককে এর সাথে যুক্ত করা প্রয়োজন।

অক্টোবর ২০১২ থেকে ইন্টারনেট ভিত্তিক রেডিও স্টেশন হিসেবে সোরিয়ালির যাত্রা শুরু হয়, নিজেদের সীমাবদ্ধ সম্পদ সত্ত্বেও সেন্সরশীপ এড়িয়ে যাওয়া এবং দেশে ও বিদেশের বিশাল সংখ্যক সিরীয় কাছে পৌঁছানোর প্রচেষ্টায় এই উদ্যোগ। বাস্তবতা হচ্ছে এই প্রকল্প হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ক্রমাগত প্রচার চালিয়ে যাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ, আর কোন সীমাবদ্ধতা তাদের রুদ্ধ করতে পারেনি। সিরিয়ার ভেতরে তাদের যে ওয়েবসাইট ছিল, সিরিয়া সরকার বার বার তা বন্ধ করে দেয়, যার মধ্যে ছিল সার্চ ইঞ্জিনে সোরিয়ালি শব্দটি খোঁজা, যার ফলে এর শ্রোতারা তাদের লেখা পড়ার জন্য বিকল্প উপায়সমূহ ব্যবহার করে। এছাড়াও, যেহেতু সোরিয়ালি দলটি সিরিয়ার অভ্যন্তরে কাজ করে, সে ক্ষেত্রে বার বার বিদ্যুত বিচ্ছিন্ন হতে থাকা এবং ইন্টারনেট সংযোগ হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাদের দৈনন্দিন কাজকে ক্রমশ কঠিন করে তুলছে।

Radio Souriali

রেডিও সোরিয়ালি

কোন প্রতিবন্ধকতা তাদের কোন প্রচারণা থেকে বিরত থাকতে পারেনি। এর অন্যতম এক প্রতিষ্ঠাতার ভাষায়:

“আমরা কথা বলি আর আমরা সচল রাখি। আমরা সকলের জন্য কথা বলি ও সকলের কথা শুনি। আমরা যা হতে চাই, তা হওয়ার আগ পর্যন্ত আমরা ইতিবাচক থাকার চেষ্টা করব।”

তিনি এর সাথে যোগ করেছেন:

“আমরা বিশ্বাস করি যে, আমাদের সমস্যা হচ্ছে আমরা একে অন্যের কথা শুনতে চাই না। আমাদের বার্তার উদ্দেশ্য হচ্ছে অন্যকে বাদ দিয়ে একটি বিশেষ গ্রুপের প্রতি নয়, তার বদলে আমরা প্রতিটি সিরীয় নাগরিকের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করছি, বিশেষ করে তাদের কাছে, যাদের আমরা বলছি “নিশ্চুপ সংখ্যাগরিষ্ঠ”।

সোরিয়ালি দলটি সিরীয় সমাজের ভেতরে তৈরী হওয়া ভিন্ন ভিন্ন দলের উদ্দেশ্যে বার্তা প্রদান করার চেষ্টা করেছে, আর তারা বিভিন্ন বিষয়ে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে- যার মধ্যে শিল্প, সংস্কৃতি হতে ঐতিহ্য থেকে নারী অধিকার এবং কুর্দি সংখ্যালঘু নাগরিকদের অধিকারের মত বিষয় রয়েছে।

সোরিয়ালি হচ্ছে সিরিয়ায় ন্যায় বিচার, স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মত স্বপ্নযাত্রার পথে এক অন্যতম পদক্ষেপ।

এই পোস্টটি সিরিয়া আনটোল্ড থেকে নেওয়া একটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়া লেখা এবং গ্লোবাল ভয়েসেস আরবির জন্য একটি অনুবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .