সংসদে বিয়ের আলোচনা নিয়ে সাবেক ক্রোয়েশিয়ান প্রধানমন্ত্রীর টুইটবার্তা

সাবেক ক্রোয়েশিয়ান প্রধানমন্ত্রী এবং ক্রোয়েশিয়ান সংসদের বর্তমান প্রতিনিধি জাদ্রাংকা কসোরদেশের সংবিধান অনুযায়ী বিবাহ আইন নিয়ে সংসদে বিতর্ক নিয়ে মঙ্গলবার টুইটারে তার অসন্তোষ প্রকাশ করেন।

অন্য অনেক ইউরোপিয়ান দেশের মত, ক্রোয়েশিয়ার ক্যাথলিক সমাজে সমকামী বিবাহ তুমুল আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ফেসবুক ও টুইটারের অনেক ব্যবহারকারী জাদ্রাংকা কসোরের টুইট বার্তাকে সমকামী বিবাহের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন, কিন্তু জনাবা কসোরের চিন্তা অন্যরকম।

২৮ মে, সন্ধ্যা ৬ টার দিকে, জাদ্রাংকা কসোর টুইটবার্তা পাঠান:

Kako bi bilo da u Ustav ugradimo zabranu političarima (osobito demokršćanima) da imaju ljubavnice? Onima koji su u braku, jasno.

সংবিধানে রাজনীতিবিদদের জন্য স্ত্রী থাকা নিষিদ্ধ করা হলে কেমন হয়? অবশ্যই তাদের জন্য, যারা বিবাহিত

Jadranka Kosor. Photo by Roberta F., Wikimedia Commons, CC BY-SA 3.0

জাদ্রাংকা কসোর। ছবি রবার্টা এফ এর সৌজন্যে। উইকিমিডিয়া কমন্স, সিসি বিওয়াই-এসএ ৩.০

জনাবা কসোর পরে ক্রোয়েশিয়ান নিউজ সাইট ডিনেভনিককে, তার টুইটবার্তার সত্যতা জানিয়ে এবং “রাষ্ট্রের সংকটপূর্ণ মুহূর্তে সংবিধানে এই পরিবর্তন নিয়ে আলোচনার সময় তার চিন্তাভাবনা” জানিয়ে একটি বক্তব্য দিয়েছেন

তার টুইটবার্তা টুইটারে তার সমর্থন ও বিরোধিতা সৃষ্টি করেছে।

টুইটার ব্যবহারকারী @নিনা_নিক বলেছেন:

@_jadranka_kosor opa jadranka,pravo u centar

@_জাদ্রাংকা_কসোর ওয়াও জাদ্রাংকা, সঠিক জায়গায় আঘাত

ছয় ঘন্টায় ৫০টিরও বেশি পুনঃ টুইট নিয়ে, অনেকেই কসোরের বক্তব্যকে সমর্থন দিয়েছেন, এমনকি যারা কসোরের পূর্ব রাজনৈতিক মনোভাব জানেন তারাও, :

@_Jadranka_Kosor Ne vjerujem sam sebi da cu ovo napisati, ali bravo zastupnice Kosor!

@_জাদ্রাংকা_কসোর আমি বুঝতে পারছি না কি লিখব, কিন্তু সাবাশ প্রতিনিধি কসোর!

ব্যবহারকারী @ইমপ্ল্যান্টোলজিয়া_ বলেন :

@_Jadranka_Kosor pa kad već predlažu blesave izmjene ustava idemo do kraja, stvarno svaka čast na izjavi…………:)

@_জাদ্রাংকা_কসোর যেহেতু তারা ইতোমধ্যে সংবিধানে এই মূর্খতা পূর্ণ পরিবর্তনের পরামর্শ দিচ্ছে তাহলে সেই পথেই চলা যাক, তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে………….:)

অন্যরা অবশ্য এত সমর্থন পূর্ণ ছিল না এবং তারা জনাবা কসোরের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যবহারকারী @আনিকাহান কিছু ব্যবহারকারীর আবেগকে তুলে ধরেছেন:

@_Jadranka_Kosor Vaša ogorcenost sto nemozete biti vise nikome ljubavnica nije dovoljan razlog da mijenjate zakon ili ? Zar se ne sijecate

@_জাদ্রাংকা_কসোর এটা কি নয় যে আইন পরিবর্তনের প্রতি আপনার তিক্ততার কারণ আপনি এখন আর কারো সহধর্মিণী হতে পারবেন না? আপনার কি মনে নেই

টুইটার ব্যবহারকারী @জেলা৯১১ প্রশ্ন তুলেছেন:

@_Jadranka_Kosor Gospođo Kosor, zašto Vama smeta to što će u Ustavu brak biti određen kao zajednica jednog muškarca i jedne žene?

@_জাদ্রাংকা_কসোর সংবিধানে মানব ও মানবীর মধ্যে বিবাহবন্ধনের কথা আপনাকে কেন বিরক্ত করছে?

পরিশেষে, আরো অনেকেই আছেন যারা জনাবা কসোরের টুইটবার্তার বক্তব্যটি আসলে বুঝেছেন, এবং ভাবছেন দেশের অর্থনৈতিক অবস্থার মত বিষয় নিয়ে সংসদে কবে আলোচনা হবে। @কাউন্টেসবিজুহভ প্রশ্ন করেছেন:

@_Jadranka_Kosor Kako bi bilo da se gradjani i političari u Hrvatskoj počnu baviti ekonmskim pitanjima, umjesto što se bave brakovima?

@_জাদ্রাংকা_কসোর ক্রোয়েশিয়ার নাগরিক ও রাজনীতিবিদগণ বিবাহের পরিবর্তে অর্থনৈতিক বিষয়ে কাজ শুরু করলে কেমন হয়?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .