কুয়েতি পুলিশের লক্ষ্যবস্তু হয়ে রাষ্ট্রহীন ভিডিও ব্লগারদের সাইবার জগত থেকে প্রস্থান

কুয়েতে রাষ্ট্রহীন প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার দলিল দেখানোর জন্য পরিচিত একজন ভিডিও ব্লগার টুইটার থেকে প্রস্থান করেছেন। তিনি সেখানে লিখেছেন, দলিল প্রকাশের কারনে কর্তৃপক্ষ তাকে মারধর ও নিগৃহীত করেছে।

এই ব্লগার তাঁর সম্প্রদায়ের মধ্যে “حمقان البدون” বলে নিজের নামকরণ করেন, যার অর্থ হচ্ছে “রাগী বেদুইন” (রাষ্ট্রহীনের আরবি প্রতিশব্দ)। এই ডাক নামে তিনি  রাষ্ট্রহীন প্রতিবাদকারীদের বিরুদ্ধে দাঙ্গা পুলিশের সহিংসতার ফুটেজগুলো ব্যবহার করে ভিডিও তৈরী করেন। পরে ইংরেজীতে উপশিরোনাম দিয়ে তা ইউটিউবে ছেঁড়ে দেন। রাষ্ট্রহীন প্রতিবাদকারীদের প্রতি সহিংসতার একমাত্র সহজলভ্য ফুটেজ হওয়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল দলিল হিসেবে তুলে ধরতে তাঁর ভিডিওগুলো ব্যবহার করেছে।

এ্যালান অনলাইন পত্রিকাটিতে সর্বপ্রথম তাঁর গল্পটি নিয়ে “বেদুঈনদের তথ্যমন্ত্রীর পদত্যাগ” শিরোনামে রিপোর্ট করা হয়। সক্রিয় কর্মী আব্দুলহাকিম আল-ফাধলির গ্রেপ্তারের পর শুরু হওয়া আন্দোলনটি প্রায় তিন মাস ধরে চলছে। তিনি বর্তমানে অনশন-ধর্মঘট পালন করছেন। টুইটারের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত ও কার্যকারী করার দায়ে আল-ফাধলিকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

সাইবার সক্রিয়তাকে বিদায় জানাতে ৭এমগান ১১ই ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে নিচের টুইটগুলো করেছেনঃ

لا أود الإسهاب بذكر ما حدث وحصل لي من قمع وضرب بسبب إحدى الجهات الحُكومية وتوقيعي على تعهدات وتبصيمي بعدم تصميم أي فيديو

@৭এমগানঃ শাসকবর্গের এক প্রতিনিধি কর্তৃক নিপীড়ন এবং মারধরের মাধ্যমে আমার সাথে কি আচরণ করা হয়েছে তা আমি বিস্তারিত বলতে চাই না। তারা আমাকে অঙ্গীকারনামায় সই করিয়েছে যেন আমি আর ভিডিও তৈরী না করি।

ويعلم الله بأني غيرت الأرقام السرية لقناة اليوتيوب منذ أسابيع وأنا مُغمض العينين لتبقى شاهدةٌ على ما حل بنا من ظُلم وقمع

@৭এমগানঃ এই কাজে আল্লাহ আমার সাক্ষীঃ আমি চোখ বন্ধ করে এক সপ্তাহ আগে আমার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড বদলে দিয়েছি যেন এটি আমাদের প্রতি করা জুলুম আর অবিচারের একটি প্রমাণ হিসেবে থেকে যায়।

سامحوني يا بدون الكويت ! ويعلم الله أن الضغط فوق طاقتي فلقد وُضعت بزاوية ضيقة جداً وحمقان عاشق المظلومين لن ينساكم أبداً

@৭এমগানঃ আমি আশা করি কুয়েতের রাষ্ট্রহীনরা আমাকে ক্ষমা করবেন। এটা আমার নাগালের বাইরে। আমাকে একটি মর্মান্তিক পরিস্থিতিতে ফেলা হয়েছিল। কিন্তু “রাগী বেদুঈন, নির্যাতিতের প্রিয়” কখনও আপনাদের ভুলে যাবে না।

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .