মিশরীয় রাষ্ট্রপতিকে গোসল করিয়ে দাও!

মিশরীয় রাষ্ট্রপতি টুইটারে এক দুর্গন্ধ রেখে গেছেন। ব্লগার এবং একটিভিস্ট নাওয়ারা নেজাম [আরবি ভাষায়] এই হ্যাশট্যাগটি চালু করেছে, যার মানে হচ্ছে “রাষ্ট্রপতিকে গোসল করিয়ে দাও,” এই হ্যাশট্যাগটি তৈরী করা হয় লেবাননের এক সংবাদপত্র পাঠের পর,যে সংবাদে উল্লেখ করা হয় যে জার্মানির কয়েকজন কর্মকর্তা মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মোরসির গায়ের গন্ধ নিয়ে অভিযোগ করেছে।

ভদ্রমহিলা টুইট করেছে [আরবী ভাষায়]:

الرئيس لما راح المانيا بعض المسئولين بلغوا الخارجية المصرية انها لازم تنبه مرسي ان ريحته مش حلوة

@নাওয়ারনাজেম : যখন রাষ্ট্রপতি জার্মানি ভ্রমণে গিয়েছিলেন, সে সময় জার্মানীর কয়েকজন কর্মকর্তা, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করে দেন এই বলে যে মোরসির শরীরের থেকে যে গন্ধ নির্গত হয়, তা মোটেও সুন্দর নয়।

এই টুইটটি ১১০ বার পুনরায় টুইট করা হয়, একই সাথে রাষ্ট্রপতির শরীরের গন্ধ নিয়ে আলোচনার সূত্রপাত ঘটায়।

আল আখবার-এর সংবাদ অনুসারে :

اشتكى رؤساء دول قابلوا الرئيس المصري محمد مرسي أنه ليس نظيفاً وان الرائحة التي تصدر عنه هي كريهة، ولذلك أبلغوا مدير المراسم في القصر الجمهوري ليلفت نظر الرئيس مرسي الى الموضوع.

বেশ কয়েকটি রাষ্ট্রের প্রধান যারা মিশরের রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসির সাথে সাক্ষাত করেছেন, তারা অভিযোগ করেছেন যে তিনি পরিচ্ছন্ন থাকেন না এবং তার শরীর থেকে দুর্গন্ধ নির্গত হয়। এ কারনে তারা রাষ্ট্রপতি ভবনের প্রোটোকল প্রধানের কাছে অভিযোগ করেন, যাতে রাষ্ট্রপতি এই বিষয়ের প্রতি মনোযোগ দেয়।

রাষ্ট্রপতিকে নেজামের উপদেশ:

هو ممكن يكون بخيل، طب يعني ده فص شبة وليفة وصابونة نابلسي وكلونيا خمس خمسات حتى.. بدل الفضيحة الدولية دي

@নাওয়ার নেজাম : তিনি হয়ত বাজে গন্ধের শিকার কিন্তু তিনি অন্তত শাব্বা ( সংকোচক ওষুধ), লুফা (স্পঞ্জ), নাবুলুসি সাবান, অথবা ৫৫৫ কোলন নামক সুগন্ধি ব্যবহার করতে পারেন এবং এই আন্তর্জাতিক কেলেঙ্কারি এড়াতে পারেন

আলেয়া গাদ এই আলোচনায় যুক্ত হয়েছেন, তিনি মোরসিকে বাড়তি ওজন কমানোর পরামর্শ প্রদান করেছেন।

زيادة الوزن والكرش يعطل وظائف الكبد وأهمها قدرته على تخليص الجسم من السموم- اللي ريحتها معفنة- فيسافر عبيرنا المهبب عبر القارات!

@আলেয়া গাদ: ওজন এবং ভুড়ি বৃদ্ধি লিভারের কার্যক্রমের উপর প্রভাব তৈরী করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরের থেকে বের হওয়া বিষ বাজে গন্ধ ছড়ায়। আর এ কারণে এর দুর্গন্ধ মহাদেশ জুড়ে পরিভ্রমণ করছে।

এদিকে, টুইটারে এই নিয়ে রসিকতা চলছে .

@মাজ্জাহ টুইট করেছে:

صاحي من النوم كسلان ومش قادر اقوم اخد دش الصباح, الظاهر عندي أعراض #مرسي! #حموا_الرئيس وحمووووني :))

মাজ্জাহি: সকালে উঠে গোসল করতে আমার দারুন বিরক্তি লাগে মনে হচ্ছে আমার মধ্যে মোরসির লক্ষণ দেখা দিচ্ছে। রাষ্ট্রপ্রতি এবং আমার দুজনকে গোসল করিয়ে দেওয়া প্রয়োজন!

এলহাম-এর সাথে যোগ করেছে:

حموا_الرئيس الجدع دا اكثر واحد اتهزأ في سبعة شهور ياحرام

@ইনসপিরেসন_কে: গত সাতে মাসে এই মানুষটি অন্য যে কারো চাইতে সবাইকে এমন হাসিয়েছেন। হায় বেচারা !

এবং ওমার মিটকিস জিজ্ঞাস করেছে:

حموا_الرئيس و لا لسه?

@ও_ মিটকিস:তারা কি রাষ্ট্রপতিকে গোসল করিয়ে দিয়েছে, নাকি দেয়নি?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .