ছবিঃ পাকিস্তানে শিয়াদের প্রতি একাত্মতা নামক প্রতিবাদ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে

পাকিস্তানের প্রায় ১০০টির মত শহরে অনুষ্ঠিত হওয়া শিয়াদের সাথে একাত্মতা নামক প্রতিবাদ অবশেষে পরিসমাপ্ত হয়েছে ১০ জানুয়ারি, ২০১৩ তারিখে দক্ষিণ-পশ্চিমের শহর কোয়েটায় সংগঠিত বোমা বিস্ফোরণে নিহত ১০০ জনের বেশী হাজারা শিয়া সম্প্রদায়ের নাগরিক নিহত হবার ঘটনায় এই সমস্ত বিক্ষোভের আয়োজন করা হয়।

এই বোমা হামলার ঘটনা পাকিস্তানের দক্ষিণপশ্চিম বালুচিস্তান প্রদেশের ইতিহাসের এক রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গ্রুপ লশকর-এ-জংভি এই ঘৃণ্য অপরাধের দায় স্বীকার করেছে।

এই হামলার পর কোয়েটার হাজারা সম্প্রদায় আলমদার নামক সড়কে সমবেত হয়ে তাদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শুরু করে। ছবিতে দেখা যাচ্ছে তাদের এই অবস্থান ধর্মঘট সংঘঠিত হয় এক শীতল বৃষ্টিপাতের মধ্যে, আর তাদের সাথে ছিল ওই ঘটনায় নিহত তাদের আত্মীয়র কফিন, যা পরে সোশাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে পড়ে, শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদে একাত্ম হওয়ার ঘটনা আগুনের মত দ্রুত পাকিস্তানের সব জায়গায় ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সকল সম্প্রদায় এবং আদিবাসী, ইসলামের নামে সন্ত্রাসের প্রতি নিন্দা জানানোর ঘটনায় যোগ দিয়েছে।
কোয়েটার বিক্ষোভকারীদের আলোচনার বিষয় ছিল কেবল একটি:

” কোয়েটা শহরকে পাকিস্তানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আনা এবং গভর্নরের শাসনজারির আহ্বান । “

এই বিষয়টি সমাধান করতে সরকারের চারদিন লেগে যায়; অবশেষে যা সঙ্কেত প্রদান করে চারদিন ধরে চলা এই অবস্থান ধর্মঘটের ইতি ঘটতে যাচ্ছে। সর্বোপরি, নিহতদের আত্মীয়রা যতক্ষণ না তাদের দাবী পূরণ হচ্ছে, ততক্ষণ তাদের প্রিয় স্বজনদের লাশ দাফন করতে অস্বীকার করে। যেহেতু বিক্ষোভের ইতি টানা হয়েছে, তাই নিহতদের এখন দাফন করা হবে।
সারা পাকিস্তান জুড়ে নাগরিকরা অবস্থান ধর্মঘটের আয়োজন করেছিল। মুলত প্রধান রেললাইন এবং সড়ক পথে এই সমস্ত অবস্থান ধর্মঘটের আয়োজন করা হয়েছিল। সংবাদে অনুসারে পাকিস্তানের ১০০-এর বেশী শহর এবং মফস্বল শহর জুড়ে এই আয়োজন করা হয়। খুরদা নামক শহরেও অবস্থান ধর্মঘটের আয়োজন করা হয়, যেখানে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে। এর লক্ষ্য ছিল খুব সাধারণ:

কোয়েটার বিক্ষোভকারীদের দাবী মেনে নেওয়া।

নীচে পাকিস্তানের কয়েকটি প্রধান শহরে অনুষ্ঠিত বিক্ষোভের ছবি প্রদান করা হল:

করাচী

Protest infront of Bilawal House against Shia Killing.

শিয়া হত্যার বিরুদ্ধে বিলাওয়াল হাউজের সামনে বিক্ষোভ । সুত্র ‏@আরসালানএমখান

Protest infront of Bilawal House against Shia Killing. Source: FacebookSyed Sabih Abbass Rizvi</a>. Copyight: Used with author's permission

শিয়া হত্যার বিরুদ্ধে বিলাওয়াল হাউজের সামনে বিক্ষোভ। কপিরাইটস: ফেসবুকের সাইয়েদ সাবিহ আব্বাস রিজভির. অনুমতির মাধ্যমে প্রকাশ

Protest at Karachi Press Club.

করাচী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ। ছবির উৎস: @‏ফয়সাল্কাপাডিয়া

A child during a protest near Numaish Chowrangi.

শিয়া বিক্ষোভের প্রতি একাত্মতার সময় নুমাইশ চৌরঙ্গিতে একটি শিশু। সুত্র: @আররিফাবাতুলl

এখানে করাচীর, নুমাইশ নামক এলাকায় সংঘঠিত বিক্ষোভের একটি ভিডিও

হায়দ্রাবাদ

Protest near Hyderabad Bypass.

হায়দ্রাবাদের বাইপাসের নিকট অনুষ্ঠিত বিক্ষোভ। সুত্র: ‏@আইএমজিশ

লাহোর

#WeAreAllHazara protests in Lahore.

লাহোরে অনুষ্ঠিত #উইআরঅলহাজারা বিক্ষোভ। সময় দুপুর ২.০০ টা। সুত্র: ‏@খুমারসিরাজ

Protest infront of Governor House Lahore. Time: 11:30 pm.

লাহোরের গর্ভনর ভবনের সামনে বিক্ষোভ। সময়: সকাল ১১.৩০ মিনিট। সুত্র:হায়দারের কোররাত উল (‏@মোজেসমা)

A young Shia girl asking her "Sunni Brothers" to join the protest.

এক শিয়া বালিকা তার “সুন্নি ভাইকে” বিক্ষোভে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। সুত্র: ‏@এ্যানিজায়িদি

Sit in continues all night.

সারা রাত ধরে চলা অবস্থান ধর্মঘট। সুত্র: ফেসবুকের তৈমুর মুবাশ্বর

ইসলামাবাদ

Women and children during a peaceful sit-in.

এক শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে নারী এবং শিশু। সুত্র: ‏@জুলফি২৫

Trying their best to fight the cold climate.

ঠাণ্ডা আবহাওয়ার সাথে লড়াই করার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। সুত্র: ‏@মেহের_শাহ

পেশওয়ার

A youngster participates in the protest.

বিক্ষোভে অংশগ্রহণকারী এক শিশু:সুত্র ‏@খুশহাল

Peshawar Sit-in.

পেশোয়ারের অবস্থান ধর্মঘট। সুত্র: হাসান তুরি (‏@স্পিন_ ঘর)

কোয়েটা

People sitting in Quetta with the cadaver of their loved ones.

নিজেদের প্রিয় আত্মীয়র লাশ নিয়ে নাগরিকরা সেখানে অবস্থান ধর্মঘট শুরু করে। সুত্র: হুমায়ুন বেহজাদ (‏@বেহজাদজি)

Hunger strike organized by Hazara Development Party (HDP) in Quetta.

কোয়েটায় হাজারা ডেভলপমেন্ট পার্টি (এইচডিপি) আয়োজিত অনশন ধর্মঘট। সুত্র: হুমায়ুন বেহজাদ (‏@বেহজাদজি )

People sitting firm. Night temperature in Quetta stays below zero degree centigrade.

নাগরিকরা অনড় হয়ে বসে আছে। কোয়েটায় রাতের বেলা তাপমাত্রা শুন্য ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে অবস্থান করছে। সুত্র: হুমায়ুন বেহজাদ (‏@বেহজাদজি )

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .