তিন রাজার নিউ ইয়র্ক ভ্রমণ

তিন রাজা এলেন আর গেলেন, কিন্তু তা ৪ জানুয়ারি, এক সাধারণ রৌদ্রোজ্জ্বল সকালে নিউ ইয়র্কে মিউজিও ডেল ব্যারিও কর্তৃক আয়োজিত প্যারেডে শত শত শিশুদের সাথে উদযাপন না করে নয়। ক্রিসমাসের উৎসব, যার ইতিহাস ও ধর্মীয় ভাবধারা যথেষ্ট জটিল (খ্রিস্টবাদের মতই), সেটি কয়েক শতাব্দী ধরেই ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকান সংস্কৃতি ঐতিহ্যের অংশ।

পুয়ের্তো রিকোতে, উদাহরণস্বরূপ, তিন রাজার আগমনের পূর্বে, শিশুরা একটি জুতার বাক্সে পরবর্তী দিনের উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে মেলকর, গাসপার, আর বালতাসারের ঘোড়ার জন্য ঘাস ফেলে রাখে। প্রকৃতপক্ষে, বছরের পর বছর ধরে এই ঐতিহ্যটি সৃজনশীল ধারায় পরিবর্তিত হয়েছে। যেমন, তিন রাজা ঘোড়ার পিঠে চড়ে পৌছান, উটের পিঠে নয়, এবং তাদের নিয়ে সান্তেরোসরা (ধর্মীয় চিত্রের কারিগর) প্রতিশ্রুতির [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে উদযাপন করে যা উৎসাহ ও আনন্দের উৎস।

নিঃসন্দেহে পুয়ের্তো রিকান আর ল্যাটিন আমেরিকান সমাজ যারা নিউ ইয়র্কের মত নগরে জীবিত ও সক্রিয় তারা বিশেষ করে শিশুরা কখনোই অত্যন্ত উৎসাহের মাধ্যমে দিনটিকে উদযাপন করতে কখনো থেমে থাকে নি। এতই বেশি যে পূর্ব হারলেমের সড়কগুলো ঘোড়ার গাড়ির চলন, পেরুভিয়ান নাচ, ক্যাপোইরা, দৈত্যাকার পুতুল আর এমনকি দুটো উটের পদচারণায় অচল হয়ে গিয়েছিল যেগুলো নিউ জার্সির একটি পবিত্র স্থান থেকে আগত।

এখানে আমরা পুয়ের্তো রিকান শিল্পী জোসে গুয়ারিওনেক্স কর্তৃক তোলা কিছু ছবি দিয়েছি যেখানে এ উৎসবের মাঝে কিছু মুখ তুলে ধরা হয়েছে।

Jesús "Papoleto" Melendez, poeta nacido y criado en El Barrio, fue elegido como rey emerito de la parada.

পূর্ব হারলেমে জন্মগ্রহণকারী ও বসবাসকারী এক কবি, জেসাস “পাপোলেতো” মেলেন্ডেজ প্যারেডে রাজা হিসেবে নির্বাচিত হয়েছেন।

Los danzantes de música tradicional peruana.

নৃত্যশিল্পীদের ঐতিহ্যবাহী পেরুভিয়ান সঙ্গীত পরিবেশনা।

Osvaldo Gómez nos deleitó con su hermosa presencia.

অসভালদো গোমেজ তার অপূর্ব উপস্থিতির মাধ্যমে আমাদের আনন্দিত করেছেন।

Casi podemos sentir la energía de esta banda en esta foto.

আমরা এই ছবিতে বাদকদের শক্তি অনুমান করতে পারি।

Cientos de niñas y niños desfilaron con sus coronas de papel desde la calle 106 hasta la calle 116 y la avenida Park.

১০৬ থেকে ১১৬তম সড়ক ও পার্ক এভিনিউতে কাগজের মুকুটধারী শত শত ছেলেমেয়ে।

La destacada reportera María Hinojosa, así como la activista Angie Rivera, fueron elegidas como las reinas magas para esta ocasión.

ছদ্মবেশী সাংবাদিক, মারিয়া হিনোজোসা এবং কর্মী, অ্যাঞ্জি রিভেরা এই উৎসবের রানী নির্বাচিত হয়েছেন।

Fátima Shama, comisionada de la Oficina de Asuntos del Inmigrante de la ciudad de Nueva York, fue elegida como una de las reinas magas.

নিউ ইয়র্ক অভিবাসন অফিসের কমিশনার ফাতিমা শামাও রানীদের একজন নির্বাচিত হয়েছেন।

anya Torres, artista puertorriqueña radicada en El Barrio, fue una de las madrinas de la parada junto a Nadema Agard, Cecilia Gastón, Christine Licata y Sandra Morales-De León.

পূর্ব হারলেমে বসবাসকারী পুয়ের্তো রিকান শিল্পী তানিয়া তোরেস প্যারেডে দেবীদের মধ্যে ছিলেন, এছাড়া নাদিমা অ্যাগার্ড, সিসিলিয়া গ্যাস্টন, ক্রিস্টিনে লিকাটা এবং স্যান্ড্রা মোরালেস- ডি লিওন ছিলেন।

Caminar en las calles de Nueva York junto a tantos niños es un tremendo regalo.

নিউ ইয়র্কের রাস্তায় এত শিশুর সাথে হাঁটা একটি অভাবনীয় উপহার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .