গ্লোবাল ভয়েসেসের ২০১২ সালে সর্বাধিক পঠিত খবরগুলো

গ্লোবাল ভয়েসেসে ২০১২ সালে আমাদের আঞ্চলিক পর্যালোচনা গুলোর তালিকা দেখুন

অনলাইন সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এ বছর আমরা একসাথে সফলতা ও বিফলতা, যুদ্ধ, অবিচার ও বিয়োগান্তক ঘটনা দেখেছি – পাশাপাশি দেখেছি মানুষের সাহসিকতা এবং টিকে থাকার অগণিত ঘটনা। সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য উচ্চ আশা দেখায়।

২০১২ সালে গ্লোবাল ভয়েসেসের ইংরেজী ভার্সনে (আমাদের ৩০টিরও বেশী ভিন্ন ভিন্ন ভাষার ওয়েবসাইটের একটি সাইট) ৬,১৫৯ টি ছোট ও বড় পোস্ট প্রায় ২,৭৪৮,১৫৮ জন স্বতন্ত্র পাঠক পড়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশের জনগণই আমাদের পাঠক।

কোন খবরগুলো পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পাবে তা আগে থেকে বলা খুব কঠিন। মাঝে মাঝে আমরা একটি খবরের শিরোনামের গল্পের দিকে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি। আবার যে খবরটি অন্যরা খুব কম কভার করছেন সেটিতে আমরা ব্যাপক সাড়া পাই। আমাদের প্রতিটি ভিন্ন ভিন্ন ভাষার সাইটের জন্য এই পরিসংখ্যানও বিভিন্ন হয়ে থাকে। লক্ষণীয়ভাবে ২০১১ সালের সাথে তুলনায় বলা যায়- আরব বসন্ত নিয়ে উত্তেজনা কমে এসেছে। এছাড়া এমন কোন বিপর্যয় ঘটেনি যা জাপানের ভয়াবহ ভূমিকম্পের মত সারা বিশ্বের মানুষের আগ্রহ বাড়িয়ে দিতে পারে।

গ্লোবাল ভয়েসেসের ইংরেজী ভার্সনের ২০১২ সালের শীর্ষ ২০ টি খবরের শিরোনাম নীচে রয়েছে। এই তালিকার প্রথম পোস্টটি হচ্ছে ডিসেম্বর মাসের, “ভি ফর ভেনডেটা” এর ওপর থেকে সেন্সরশিপ তুলে নেওয়ায় হতবাক চীন। এই পোস্টটি একদিনে ১৭০,০০০ জনেরও বেশী পাঠক পড়েছেন, যেটি আমাদের অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নামহীন একটি টুইট ও রেডিটে প্রবল আলোচনার জন্য ধন্যবাদ।

বছরের সবচেয়ে আলোচিত পোস্টটির একটি ছবি। ভি দিয়ে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রকে বোঝায়। টুইটার ব্যবহারকারি কুনশোর ফটোশপের ছবি।

  1. “ভি ফর ভেনডেটা” এর ওপর থেকে সেন্সরশিপ তুলে নেওয়ায় হতবাক চীন
  2. দিল্লির গণধর্ষণের ঘটনায় সারা ভারতে ক্ষোভের সৃষ্টি
  3. সুইজারল্যান্ডঃ সবার জন্য ন্যূন্যতম আয় নিশ্চিতকরণের একটি উদ্যোগ 
  4. ইথিওপিয়াঃ মেলেস জেনাবি কোথায়? 
  5. নেপালঃ মিস নেপাল ২০১২ জিতলেন সৃষ্টি শ্রেষ্ঠা 
  6. সৌদি আরব: রাজ্যের প্রথম মহিলা অলিম্পিক ক্রীড়াবিদদের ‘পতিতা’ আখ্যা
  7. উগান্ডাঃ একটি ভাইরাল ভিডিও কি # স্টপকনি হতে পারে?
  8. সিঙ্গাপুরঃ গির্জা অপবাদের ভিন্নমত বিচ্ছুরণ 
  9. ফিলিপাইন্স: মেট্রো ম্যানিলাসহ নিকটবর্তী প্রদেশগুলোতে বন্যা
  10. ইসরায়েল থেকে ইরানে ভালোবাসার চিঠি
  11. পাকিস্তানঃ “দ্যা ইনোসেন্স অফ মুসলিম” চলচ্চিত্রে 
  12. উগান্ডা: অডসের বিরুদ্ধে গে প্রাইড অনুষ্ঠানটি ইন্টাবে অনুষ্ঠিত
  13. পোল্যান্ড: আগামী সপ্তাহে সরকারের এসিটিএ স্বাক্ষরের পরিকল্পনার বিরুদ্ধে নেটিজেনদের বিক্ষোভ
  14. ইথিওপিয়া: টেডি আফ্রো’র নতুন অ্যালবাম অনলাইনে আলোচনার ঝড় তুলেছে 
  15. সিরিয়াঃ দামাস্কাসে হত্যা বন্ধের আহ্বান জানানোর কারনে সক্রিয়তাবাদী রিমা দালি গ্রেফতার
  16. মিয়ানমারঃ রাখাইন গ্রাম আক্রান্ত
  17. ফিলিপাইনস: ‘এন্টি-সাইবারক্রাইম আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ’
  18. ভারত: আসাম দাঙ্গা – সত্য বনাম প্রতারণা
  19. “গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে”
  20. ফিলিপাইনস: যেভাবে “আমি একজন মিথ্যাবাদী?” #আমালেয়ার হ্যাশট্যাগ হয়ে উঠল

ইন্টারনেট একটি নোংরা মাধ্যমও হতে পারে। তাই লিঙ্গ ভিত্তিক অনুসন্ধান অথবা “কোরিয়ান রক্ত অনুযায়ী ব্যক্তিত্ব” জাতীয় বিদ্ঘুটে জনপ্রিয় শব্দগুলো আমরা শালীনভাবে উপস্থাপন করেছি। 

গ্লোবাল ভয়েসেসে ২০১২ সালে আমাদের আঞ্চলিক পর্যালোচনা গুলোর তালিকা দেখুন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .