বংশধারার রাজনীতি কি পূর্ব এশিয়ায় আবার ফিরে আসছে?

প্রথমে, কিন জং-উন তার পিতার মৃত্যুর পর উত্তর কোরিয়ায় ক্ষমতা গ্রহণ করেছে। পাশাপাশি চীনে কমিউনিস্ট পার্টির প্রখ্যাত রাজনীতিবিদ শি ঝংশান-এর পুত্র শি জিনপিং-কে চীনের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় দেশটির দীর্ঘ সময় ধরে শাসন করা স্বৈরশাসক পার্ক-চুং-হী-এর কন্যা পার্ক গুয়েন –হেই নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে। চীনের নেট নাগরিকরা বিস্মিত যে পূর্ব এশিয়ায় বংশধারার রাজনীতি আবার ফিরে আসছে কিনা। চীনের ওয়েব ব্যবহারকারীদের মন্তব্যের ভিত্তিতে অফবিট চায়না এই বিষয়ে এক বিস্তারিত বিশ্লেষণ করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .