কাজাখস্তানঃ দৃশ্যত শক্তিশালী, কার্যত দূর্বল?

বহির্বিশ্বে নিজেকে যেভাবে চিত্রিত করে কাজাখস্তান কি আসলে সে রকম শক্তিশালি? রেজিস্ট্রেশন.নেট–এ জোশুয়া ফস্ট ধারণা প্রদান করেছে যে সম্ভবত বিষয়টি সে রকম নয়:

কাজাখস্তানের এখনো গঠন হওয়ার পর্যায়ে থাকা রাজনৈতিক বিরোধীদের উপর খামখা হামলা, ক্রমবর্ধমান, আত্মবিশ্বাস, তারুণ্য, গতিশীল রাষ্ট্রের আচরণ নয়, যা কিনা নিশ্চিতভাবে কাজাখস্তান হতে চায়। এটা হচ্ছে দূর্বল, নিরাপত্তাহীনতায় ভোগা, ভয়াবহ শঙ্কিত শাসকের আচরণ। যা কিনা অদূর ভবিষ্যতে সম্ভাব্য বিপজ্জনক এক ঘটনায় পরিণত হতে পারে… …

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .