আমীরকে অপমান করায় কাতারী কবির যাবজ্জীবন কারাদণ্ড

কাতার আজ মোহামেদ বিন রশিদ আল-দীব’কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে.. একটি কবিতা লেখার জন্যে। আরবিতে লেখা কবিতাটিতে অন্যান্য দেশের মতো একনায়কতন্ত্রের অধীনে নিগ্রহের জীবন যাপনের সঙ্গে তুলনা করে আরব বসন্তের প্রশংসা করা হয়েছে বলে জানা গিয়েছে।

কাতারী সাংবাদিক আব্দুল্লাহ আল আথবাহ’র মতে, আল-দীবের কবিতাটিকে কাতারী আমীরের [শাসক] জন্যে অপমানজনক এবং তার শাসনের উৎখাতের আহবান বিবেচনা করা হয়েছে।

তিনি টুইট [আরবী] করেছেন:

محكمة “الدرجة الأولى” في #قطر تصدر حكمها بالسجن المؤبد بحق محمد بن راشد الذيب بعد قصائد اعتبرتها تطاولا على الذات الأميرية وتدعو لقلب الحكم

.

@এ_আলআথবাহ: কাতারের প্রথম উদাহরণ আদালত কবিতাটিকে আমীরের জন্যে অপমানজনক এবং এতে তার শাসন উৎখাতের আহবান জানানো হয়েছে বিবেচনা করে মোহামেদ আল-দীব’কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।

লকারজ-এ মায়সা আলামুদি তার কবিতার একটি অনুলিপির ছবি ভাগাভাগি করেছেন যেটা কবিকে আইনগত সমস্যায় ফেলেছে বলে জানা গিয়েছে।

A copy of a poem by Al-Deeb

আল-দীবের একটি কবিতার একটি অনুলিপি

জাইদ বেঞ্জামিন মামলার রায়টি পোস্ট করেছেন:

@জাইদবেঞ্জামিন: ছবি: আজকে মোহামেদ বিন আল-দীব আল-আজমী’র মামলার রায়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন #কাতারে pic.twitter.com/VDvyde9R

Mohamed Al-Deeb's life sentence

মোহামেদ আল-দীবের যাবজ্জীবন কারাদণ্ড। টুইটারে ছবিটি ভাগাভাগি করেছেন @জাইদবেঞ্জামিন

আরবি ভাষার হ্যাশট্যাগ #محمد_بن_الذيب_مؤبد – যার মানে মোহামেদ আল-দীবের যাবজ্জীবন কারাদণ্ড – দ্রুত অনুসরন করা হয়েছে। হ্যাশট্যাগটির অধীনে আরব বিশ্বের নেটাগরিকরা রায়টির সমালোচনা করে এটিকে মত প্রকাশের স্বাধীনতার প্রতি একটি আঘাত বলে অভিহিত করেছে।

সৌদি আরব থেকে মোফারেগ আলশুইয়া রায়টিকে খুবই কঠোর বলেছেন। তিনি [আরবী ভাষায়] টুইট করেছেন:

حكم على #محمد_بن_الذيب_مؤبد ..كنت متوقعاً أن يُحكم عليه لكن بهذا الحكم ولأجل قصيدة…في الحقيقة لم يخطر الحكم هذا على تفكير أكثر المتشائمين.

@মোফারেহআলশুইয়াহ: আমি আশা করেছিলাম যে তিনি দণ্ডিত হবেন, কিন্তু এমন দণ্ড এবং একটি কবিতা জন্যে.. প্রকৃতপক্ষে, এই রায়টি এমনকি সবচেয়ে হতাশ মানুষগুলোর মনেও উঁকি দেয়নি

এছাড়াও সৌদি আরব থেকে সেবা আলহামাদ বলেছেন:

بلد يسجن خوفا من شاعر و اخر خوفا من رسام كاركتير كم هي هشة امبراطوريات الاسلحة امام القلم

@সেবাএইচএমডি: একটি দেশ একজন কবিকে ভয় পেয়ে এর জনগণকে কারাদণ্ড দেয় এবং অন্যটি একজন কার্টুনিস্টকে ভয় পেয়ে এর জনগণকে কারাদণ্ড দেয়। কলমের সামনে কতটা ভঙ্গুর সেসব অস্ত্রধারী সাম্রাজ্য

এবং মিশরীয় মেন্না মন্তব্য করেছেন:

@দিমিনজ: আরব বসন্ত এবং কাতরী আমীর সম্পর্কিত একটি কবিতার জন্যে মোহামেদ বেন এলজিবের যাবজ্জীবন কারাদণ্ড। আরবরা দিশেহারা। #কাতার

ওমানের ওমানলাভার আপীলটি চলাকালীন কাতারের নেতিবাচক ঘটনাবলী কাভার করার জন্যে সমালোচিত কাতারের আল জাজিরা’তে সরাসরি সম্প্রচারের সুপারিশ করেছেন

তবে, ইমাদ সিলাউয়ি জনগণকে রায়ের জন্যে অপেক্ষা করার আহবান জানিয়েছেন:

الى كل المغردين في هذا الموضوع اقول ان قطر دولة قانون وممكن يستأنف الحكم وممكن يطلع عفو أميري ولا تصيدون في الماء العكر

@ইমাদসিলাউয়ি: আমি এই বিষয়ে টুইট করা সবাইকে বলতে চাই যে কাতার একটি আইনের দেশ এবং এই রায়ের আপীল করা যাবে অথবা তিনি আমীরের কাছ থেকে একটি ক্ষমা পেতে পারেন।

এবং আহমেদ আল রাশদী তাদেরকে তাদের নিজেদের চরকায় তেল দিতে বলেছেন:

ينتقدون قطر ب حكم #محمد_بن_الذيب_مؤبد ويصمتون عما يحدث في اوطانهم . البعض اختفى والبعض سحبت جنسيته والبعض سجن . اين انتم من احرار اوطانكم ؟!

@আহমেদ _আলরাশদী: তারা মোহামেদ বিন আল-দীবের রায়ের জন্যে কাতারের সমালোচনা করে এবং তাদের নিজেদের দেশে – যেখানে অনেকে নিখোঁজ, অন্যান্যরা তাদের জাতীয়তার প্রত্যাহার করে নিয়েছে এবং আরো অনেকে জেলে রয়েছে – যা ঘটছে তার ব্যাপারে নীরব থাকে। নিজেদের দেশের মুক্তিযোদ্ধারা আপনারা কোথায় রয়েছেন?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .