সৌদি আরব: শান্তিপূর্ণ বিক্ষোভের শাস্তি বেত্রাঘাত

গত সেপ্টেম্বরে আমরা একটি নজিরবিহীন অভিযুক্ত না হওয়া বন্দীদের পরিবারের ২৪ ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘটের কথা লিখেছিলাম। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে ছলনা করে গ্রেপ্তার করা হয়েছিল। গতরাতে সৌদি সাংবাদিক ঈমান আল-কাহতানি ১৯জন বিক্ষোভকারীর বিরুদ্ধে আদেশগুলোর কপি প্রকাশসহ তাদের উপর আদালতের আদেশটি প্রকাশ করেন (এখানেএখানেএখানে এবং এখানে)।

শুনতে ধর্মীয় ফতোয়ার (ফরমান) মতো আদালতের আদেশটিতে বিক্ষোভকারীদের খাবার সরবরাহকারী ব্যক্তিসহ তাদের ১৪জনের জন্যে (স্থগিত) ৫০-৯০টি দোররা মারা এবং বিভিন্ন মেয়াদী কারাদণ্ড রয়েছে। তারা আবার কোনো বিক্ষোভে শাস্তি কার্যকর করা হবে। বাকি পাঁচজনের বিচার পরে করা হবে।

অভিযোগ ছাড়াই কারাবাস সৌদি আরবে শীর্ষ মানবাধিকারের সমস্যা। স্বাধীন মানবাধিকার সংগঠন সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার সংস্থার হিসাব অনূসারে অভিযোগ ছাড়াই বন্দীদের সংখ্যা ৩০,০০০-এর বেশি, আর সরকার পরিচালিত হিসাবে সংখ্যাটি ৪,৩৯৬। অধিকাংশই ৯/১১ পরবর্তী “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে”র সময় ব্যাপকভাবে গ্রেপ্তার হয়েছিলেন

A copy of one of the judge's rulings against the protesters

বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারকের আদেশের একটি কপি। ছবিটি টুইটারে ভাগাভাগি করেছে @ইমাকিউএইচ

অবস্থান ধর্মঘট সংঘটিত হয়েছিল সৌদী জাতীয় দিবস ২৩শে সেপ্টেম্বর, ২০১২ তারিখে। অভিযোগবিহীন বন্দীদের পারিবারিক সদস্যরা বুরাইদাহ’র কাছাকাছি আল-তুরফিয়া কারাগারের বাইরে অবস্থান ধর্মঘটের মাধ্যমে তাদের মামলা সম্পর্কে সচেতনতা সৃষ্টির সুযোগ নিয়েছিল। রয়টার্স অনূসারে, ৬০জন পুরুষ, ৪৫জন নারী এবং ১৬জন শিশু বিক্ষোভটিতে অংশগ্রহণ করেছিল।

অবস্থান ধর্মঘটের সময় এবং দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে ফেলে খাদ্য ও পানি আটকে দেয়ার পরে এক যুবক খাদ্য নিয়ে কোনমতে প্রবেশ করতে সমর্থ হয়েছিল। সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল:

إعانة المتجمهرين عن طريق إحضار الطعام

খাবার এনে বিক্ষোভকারীদের সাহায্য করা

অভিযোগটিতে এছাড়াও দমন অভিযানে ধর্মীয় পুলিশ নামে পরিচিত পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ কমিটি অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করা হয়:

بقاؤهم في المكان أكثر من يوم رغم مناصحتهم من رجال الأمن وأعضاء هيئة الأمر بالمعروف والنهي عن المنكر

তারা পুলিশ এবং পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ কমিটির সদস্যদের চলে যাওয়ার পরামর্শ সত্ত্বেও সেই স্থানটিতে একটি দিনেরও বেশি অবস্থান করেছিল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .