পর্তুগীজ সংসদ অবরোধ: “এটা আমাদের বাজেট না”

এই পোস্টটি আমাদের সংকটে ইউরোপ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

গত ১৫ই অক্টোবর, ২০১২ তারিখে পর্তুগীজ সংসদ অবরোধ [পর্তুগীজ ভাষায়] সংঘটিত হয়েছে যেদিন পর্তুগীজ সরকার আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের রাস্ট্রীয় বাজেট [পর্তুগীজ ভাষায়] সংসদের সভাপতির কাছে পেশ করেছে। ৩১শে অক্টোবর তারিখে ভোটে প্রদেয় খসড়া প্রস্তাবটিতে স্বাস্থ্য (-১৭%) এবং শিক্ষার (-১৪.৫%) মতো সরকারী পরিষেবাখাতে ছড়িয়ে পড়েছে ক্রমবর্ধমান কৃচ্ছসাধন এবং ব্যয়কর্তন যা জনগণকে অবশ্যম্ভাবীভাবেই আরো বেকারত্ব [পর্তুগীজ ভাষায়] এবং দারিদ্র্যের দিকে নিয়ে যাবে।

টুইটার, ফেসবুক ও ব্লগে অনেকেই টিভিতে কভারেজের অভাব দেখে অবাক হয়েছেন [পর্তুগীজ ভাষায়] এবং সাও বেন্তো প্রাসাদের (প্রজাতন্ত্রের সংসদীয় আবাসস্থল) সামনে বিক্ষোভ সম্পর্কে পক্ষপাতদুষ্ট ও উত্তেজনাকর সংবাদের সমালোচনা করেছেন [পর্তুগীজ ভাষায়]. এদিকে নাগরিকরা সংবাদটি তৈরী করেছে তাদের নিজেদের মিডিয়া ব্যবহার করে ঘটনাগুলোর সরাসরি (সংবাদ) প্রবাহ  এবং হ্যাশট্যাগ #ওই১৩ (“ওরসামেন্তো দে এস্তাদো ২০১৩” অর্থাৎ ২০১৩ সালের রাজ্য বাজেট থেকে) দিয়ে টুইট করার মাধ্যমে।

ইউটিউবে মিনিস্তারিও দা ভেররদাদে (সত্য সম্পর্কিত মন্ত্রণালয়) কর্তৃক প্রকাশিত একটি ভিডিও অপরাহ্ন ৬টায় শুরু হওয়া অবরোধটির একটি সারসংক্ষেপ প্রদান করেছে:

"Several thousand people gather in front of the Portuguese parliament to demand the resignation of the government following the announcement of a new budget." Photo by Xavier Malafosse copyright Demotix (15/10/2012)

“নতুন একটি বাজেট ঘোষণার পর সরকারের পদত্যাগ দাবি করে কয়েক হাজার লোক পর্তুগীজ সংসদের সামনে জড়ো হয়েছে।” জেভিয়ার মালাফোসে’র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)

হোয়াও পাওলো পেদ্রোসা প্রাসা স্টিফেনস ব্লগে সংসদের সামনে তার দেখা “শান্তিপূর্ণ তরুণ জনগণ” সম্পর্কে তার ধারণা ব্যক্ত করেছেন:

São, todavia, jovens à rasca, à rasca com as dificuldades do momento, o desemprego, a precaridade, a insegurança do presente e, sobretudo, o medo do futuro e é para eles que todos temos que ajudar a encontrar respostas.
Há contudo, bem expressa na barraquinha de comes e bebes que lá foi instalada, uma certa utopia de igualitarismo social que, infelizmente, não faz parte dos nossos tempo cruel e implacável. Vivemos, pois, um tempo péssimo, pena que seja logo o nosso. Mais que felicidade, hoje, a palavra mágica, é esperança.

যৌবনের দ্বারপ্রান্তের এরা এখন বর্তমান দুঃসহ সময়, বেকারত্ব, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা আর সর্বোপরি ভবিষ্যতের ভয়ের দ্বারপ্রান্তে এবং তাদেরকেই আমাদের সবাইকে উত্তর খুঁজে পেতে সাহায্য করতে হবে।

তবে সেখানে স্থাপিত খাদ্য ও পানীয়ের ছোট্ট একটি স্টলে সমানাধিকারবাদের সামাজিক কল্পরাজ্য (ইউটোপিয়া) স্পষ্টভাবে দৃশ্যমান, যা দুর্ভাগ্যবশতঃ আমাদের নিষ্ঠুর ও ক্ষমাহীন সময়ের অংশ নয়। সুতরাং আমরা একটি ভয়ানক সময়ে বসবাস করি, খুব খারাপভাবে সেটা আমাদেরই। আজকে সুখের চেয়েও বাশি কিছু, সেই জাদুকরী শব্দটি (যার নাম) আশা।

"A man wears a mock 'Pinocchio' nose as thousands gathered outside the Portuguese parliament to demonstrate against renewed austerity measures introduced by the Portuguese government." Photo by Violeta Moura copyright Demotix (15/10/2012)

“পর্তুগীজ সরকারের নতুন করে চালু করা কৃচ্ছসাধনের বিরুদ্ধে বিক্ষোভের জন্যে পর্তুগীজ সংসদের সামনে জড়ো হওয়া হাজার হাজার মানুষের একজন ব্যাঙ্গাত্মক ‘পিনোকিও’ নাক পরে আছেন।” ভায়োলেটা মোউরা’র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)

"Don't fuck my job". Photo by Xavier Malafosse copyright Demotix (15/10/2012)

“আমার চাকুরীর সর্বনাশ করবেন না।” জেভিয়ার মালাফোসে’র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)

ভিমিওতে প্রকাশিত আন্দ্রে মাতোস কার্দোসসের অন্য একটি ভিডিওতে বিক্ষোভকারীদের “একতাবদ্ধ মানুষ কখনো পরাজিত হয় না” এধরনের স্লোগান উচ্চারণ করতে শোনা যাচ্ছে:

"Naked demonstrators protest among a couple of thousand who gathered outside the Portuguese parliament to protest renewed austerity measures introduced by the Portuguese government. " Photo by Violeta Moura copyright Demotix (15/10/2012)

“পর্তুগীজ সরকারের নতুন করে প্রবর্তিত কৃচ্ছসাধন ব্যবস্থার বিরুদ্ধে পর্তুগীজ সংসদের বাইরে প্রতিবাদরত কয়েক হাজারের মধ্যে নগ্ন বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছে।” ভায়োলেটা মোউরা’র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)

"Riot police monitor protests as a fire burns in front of the parliament building as demonstrations take place over government imposed austerity measures designed to ease Portugal's economic and financial crisis". Photo by João Caetano copyright Demotix (15/10/2012)

“পর্তুগালের অর্থনৈতিক এবং আর্থিক সংকট কমিয়ে আনার পরিকল্পিত পদক্ষেপ হিসেবে সরকার আরোপিত কৃচ্ছসাধন নিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে সংসদ ভবনের সামনে একটি আগুণ জ্বলার সময় দাঙ্গা পুলিশ বিক্ষোভ পর্যবেক্ষণ করছে।” হোয়াও কায়েতানো’র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)

দার্শনিক এবং গবেষক পোর্ফিরিও সিলভা তার মাশিনা স্পেকুলাত্রিক্স ব্লগে ব্যাখ্যা দিয়েছেন তিনি কেন সংসদ অবরোধের ধারণার বিরুদ্ধে:

Se querem ser realmente imaginativos, façam um parlamento alternativo para um orçamento alternativo. Peguem na proposta do governo (quando existir), discutam alterações concretas e aprovem-nas, façam-nos saber do resultado para alimentar o debate entre os cidadãos. Prometo que nem vou analisar as credenciais “representativas” de tal “parlamento alternativo”: apenas analisarei o orçamento “popular” daí resultante, pelo seu próprio mérito.

আপনারা সত্যিকার অর্থে সৃষ্টিশীল হতে চাইলে একটি বিকল্প বাজেটের জন্যে একটি বিকল্প সংসদ তৈরী করুন। সরকারের প্রস্তাবনাটি নিয়ে (যদি থাকে) নির্দিষ্ট সংশোধনী আলোচনা করে সেগুলো অনুমোদন দিন, আর নাগরিকদের মধ্যে আলোচনা শুরু করিয়ে দেয়ার জন্যে আমাদেরকে ফলাফল জানান। আমি কথা দিচ্ছি যে আমি এমনকি “বিকল্প সংসদ”-এর “প্রতিনিধিত্ব”-এর প্রমাণপত্রাদিও বিশ্লেষণ করবো না: আমি শুধু “জনগণ”-এর বাজেটের নিজ যোগ্যতা পরীক্ষা করবো।

১৫ই অক্টোবরের (প্রায় ৪,৫০০ অংশগ্রহণকারীদের নিয়ে) জন্যে তৈরি ফেসবুক ইভেন্টের দেয়ালে প্রতিক্রিয়া এখনো ঢেলে পড়ছে এবং আসন্ন কর্ম পরিকল্পনার জন্যে একটি “অবরোধ সমাবেশ” আহ্বান করে ২৩শে  অক্টোবরের জন্যে নতুন একটি ইভেন্ট তৈরি করা হয়েছে।

এই পোস্টটি আমাদের সংকটে ইউরোপ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .