জাম্বিয়াঃ তামার খনি উত্তোলনের নেতিবাচক প্রভাব নিয়ে ইউ টিউব তথ্যচিত্র

ইউ টিউবে জাম্বিয়ার তামার খনি উত্তোলন এবং সমাজে এর নেতিবাচক প্রভাব নিয়ে একটি তথ্যচিত্র পাওয়া যাচ্ছে এবং যেটি এখনও পর্যন্ত ৬,০০০ এর বেশি লোককে আকৃষ্ট করেছে।

“জাম্বিয়াঃ ভাল তামা, খারাপ তামা” ক্লিপটি জাম্বিয়ান অর্থনীতিবিদ প্রথম ব্লগোস্ফিয়ারে রিপোর্ট করে। ব্লগটির উদ্ভাবক চলা মুকাঙ্গা লিখেছেনঃ

জাম্বিয়ার তামার খনি উত্তোলনে অর্থনৈতিক লুঠতরাজ এবং পরিবেশগত ক্ষতির উপর এটি একটি শক্তিশালী তথ্যচিত্র। এই ওয়েবসাইটে বিষয়টি নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। তবে  এই ভিডিও দেখলে বিষয়টি আরও ভাল ভাবে বোঝা যাবে। ২০১২ সালের এপ্রিল মাসে ভিডিওটি তৈরি করা হয়। তবে দুঃখের বিষয়, এই তথ্যচিত্রটি অ-জাম্বিয়ান সাংবাদিকদের দ্বারা তৈরি। আমাদের অনুসন্ধানী সাংবাদিকরা কোথায়?

অনেক নেটিজেনরা এই ক্লিপটিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জর্জ চিসেঞ্জার প্রতিক্রিয়া:

আমি এখনওসত্যিই জানি না যে কি বলা যায় কিন্তু সর্বোপরি বলতে পারি যে আমি ভীষণ ভাবে ক্ষুব্ধ। আমি সত্যিই জানি না আমরা কি করতে পারি এবং এই ক্ষতি পুষিয়ে নিতে জাম্বিয়ান হিসেবে ভবিষ্যতে আমাদের কি করতে হবে।

দ্যাজসক আক্ষেপ করেছেনঃ

আমাদের প্রিয় দেশটি কাঁদছে।

আমরা কেন দরিদ্র থাকছি যখন একটি ঈপ্সিত পণ্য প্রচুর আহরিত হয় স্থানীয়দের স্বাস্থ্য ক্ষয় করে

 তামার খনির আয়তন সম্বলিত জাম্বিয়ার মানচিত্র। ছবিটি ক্রিয়েটিভ কমন্স এর অধীনে উইকিপিডিয়া ব্যবহারকারী আচন্তক্স দ্বারা মুক্তি প্রাপ্ত (সিসি বাই-এসএ ৩.০)

গোগোহাশ্মি২ লিখেছেনঃ

[…] আমিও জাম্বিয়ান এবং এটা দেখার পর আমি মনে করি আমাদের একসাথে কাজ করা ও দেশের জন্য সংগ্রাম করা প্রয়োজন। এই ভিডিওটি শুধু দেখলেই চলবে না বরং চলুন আমরা এর জন্য কিছু করি। আমরা বলছি না যে এমএমডি বা পিএফ এটা করেছে.. আমরা উঠে দাঁড়াতে পারি এবং চলুন আমরা আমাদের কণ্ঠ আরও জোরালো করি ….

জাম্বিয়ার জনগণ অন্তত আশা করতে পারে যে দেশের রাজনৈতিক নেতারা শুধু তথ্যচিত্রটি দেখবেন না বরং পরিস্থিতির উন্নতির জন্য কিছু একটা করবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .