ভারতঃ ললিতকলা প্রদর্শনীর এক অনলাইন আর্কাইভ

সংস্কৃত ভাষায় শব্দ মানে হচ্ছে উচ্চারিত ধ্বনি অথবা কথা এবং অনলাইনের অনন্য ভিডিও আর্কাইভের এই নামটি প্রদান করা হয়েছে। এই সমস্ত ভিডিওতে ভারতীয় ললিতকলার বিভিন্ন ধারার উপর বক্তৃতা প্রদান করা হয়েছে।

তিনজন সঙ্গীতজ্ঞ দিয়ে এর যাত্রা শুরু যার, যারা হলেন টি এম কৃষ্ণাণ, ভেঙ্কটরাম এবং শ্রীরাম কুমার। শব্দের উদ্দেশ্য হচ্ছে ভারতীয় শিল্প এবং সংস্কৃতিকে আর বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া।

টেড টক-এর রীতিতে অনুপ্রাণিত শব্দের নির্মাতারা সঙ্গীত, নৃত্য অথবা মঞ্চনাটক বিশেষজ্ঞদের নিজেদের পছন্দের একটি বিষয়ের উপর ২০ মিনিট ভাষণ প্রদানের জন্য আহ্বান জানান।

শব্দের একটি ইভেন্টে ছয় থেকে আট জন বক্তা রয়েছে। পণ্ডিত এবং সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে যাদের তেমন একটা জ্ঞান নেই, উভয়ের জন্য এই সমস্ত বক্তারা তাদের বক্তব্য প্রদান করছে। এর প্রতিষ্ঠাতারা আশা করছেন যে এই সাইট তথ্যের উৎসের পাশাপাশি,গঠনশীল, মিথস্ক্রিয় সম্প্রদায়ের সাইটে পরিণত হবে।

এর সবগুলো বক্তৃতা ইংরেজিতে, যেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। শব্দের প্রথম আলোচনায় লক্ষী বিশ্বনাথন প্রদর্শন করছেন, একজন ভারতনাট্যম শিল্পী তার নৃত্যশিল্পের মান আরো বিবর্ধিত ও সমৃদ্ধ করার জন্য কিভাবে সঙ্গীতের ব্যবহার করতে পারে।

অধ্যাপক ভি.ভি সুব্রমনিয়ম একটি বক্তৃতায় উপস্থাপন করছেন কি ভাবে বেহালায় সঙ্গীতের স্বরের রূপান্তর ঘটানো এবং পরিবেশন করা যায়।

একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী কি ভাবে তার প্রকাশভঙ্গির ধরন ব্যবহার করে, ব্রিঘা ব্যাসেল সে বিষয়টি প্রদর্শন করছে

থাম্বনেইল এবং ফিচার ছবিতে ভারতনাট্যম নৃত্য শিল্পী রামা বিদ্যানাথন। ছবি ফ্লিকার ব্যবহারকারী ডালবেরা-এর (সিসি বাই ২.০)।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .