ব্লগ এ্যাকশন ডে-তে! আসুন আমরা ‘আমাদের মাঝে ক্ষমতাকে’উদযাপন করি

প্রতি বছর, সারা বিশ্বের ব্লগাররা একটি দিনে, একটি বিশেষ বিষয়ের উপর লেখার জন্য একত্রিত হয়, সম্মিলিত লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছাবার জন্য। আজ হচ্ছে সেই ব্লগ এ্যাকশন ডে (১৩ অক্টোবর, ২০১২)। এবারের ব্লগ এ্যাকশন ডে-তে সারা বিশ্বের ব্লগাররা, ‘আমাদের মাঝে যে ক্ষমতা’ [পাওয়ার অফ উই] সে বিষয়ে মনোযোগ প্রদান করেছে- পৃথিবীকে আরো সুন্দর এক স্থানে পরিণত করার জন্য জনতার সম্মিলিত হওয়ার মাঝে যে ক্ষমতা টের পাওয়া যায়। ব্লগ এ্যাকশন ডে-তে অংশগ্রহণ করার জন্য আপনি ব্লগ এ্যাকশন ডে ওয়েব সাইটে গিয়ে আপনার নিজের ব্লগের নাম নিবন্ধন করতে পারেন । তাদের একটি লাইভব্লগ এবং একটি টাম্বলার ব্লগও আছে, যেখানে তারা সকল লেখা অনুসরণ করতে পারে। এই ক্ষেত্রে টুইটারে যে হ্যাশট্যাগের উপর আপনি নজর রাখবেন, সেটি হচ্ছে #বিএডি১২

গ্লোবাল ভয়েসেস-এর প্রতিটি দিন আসলে ব্লগ এ্যাকশন ডে, বিশেষ করে যখন আমরা প্রতিদিন বিশ্বের সকল অঞ্চলের অনলাইন আন্দোলন এবং সাহসী নাগরিকদের সংবাদ তুলে ধরছি। ‘আমাদের মাঝে যে ক্ষমতা’ তার উপর প্রতিফলিত যে কোন দিন এবং যে কোন উদ্যোগ, যার মধ্যে দিয়ে প্রদর্শিত হয় যে সম্মিলিতভাবে ব্লগাররা একটি পার্থক্য গড়ে দিতে পারে, এ রকম ঘটনাকে আমার উষ্ণ সমর্থন জানাই।

#বিএডি১২-তে এ জমা দেওয়া গ্লোবাল ভয়েসেস-এর কন্ট্রিবিউটরদের সকল লেখার লিঙ্ক প্রদানের মাধ্যমে সেদিন সারাদিন আমরা এই পোস্টটি আপডেট করতে থাকব।

  • I Witnessed the Power of We [রিমাইনান্ডার অফ বুদাপেস্ট: ‘আমাদের মাঝে যে ক্ষমতা’, আমি তার প্রত্যক্ষদর্শী]
  • Dialogtexte: Ohne “Wir” kein “Ich”/ Without We there is no I [de, en] [ডায়ালগটেক্সটে: আমারা নেই তো আমিও নেই] [ডেনিশ, ইংরেজি ভাষায়]
  • Zone9: የኛ ኃይል [am] (“The Power of We”) [জোনে৯:( “আমাদের মাঝে যে ক্ষমতা”)] [আমারা ভাষায়]
  • GAZETY_ADALADALA: Ny ‘Herin’ny ISIKA’ na ny #powerofwe [mg]
  • Feather's Project: The #PowerOfWe: Together Let’s Kill Corruption! [ফেদারস প্রজেক্ট #দিপাওয়ারঅফ উই: ‘আসুন সবাই একসাথে মিলে দূর্নীতি দূর করি!’ ]
  • Notes by Noon: Happy Anniversary SupportYemen!  [নোটস অফ নুন: ইয়েমেনকে সমর্থন করার শুভ বার্ষিকী।]
  • Shubert Malbas: Empowering the Future Generation [শুবার্ট মালবাস: ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতায়ন।]
  • Maraison: Thoughts on Ushahidi & Hope[মারিসন: উশাহিদি নিয়ে চিন্তা ও আশা]
  • In My Opinion: A community transformed by a road side scene [ইন মাই অপিনিয়ন: রাস্তার পাশের দৃশ্যের মাধ্যমে একটি সম্প্রদায়ের রূপান্তর]
  • Ampela miblaogy: Une fillette qui ne lutte pas seule contre son cancer [fr] এমপেলা মিবোলজি: একটি বালিকা কেবল একা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না [ফরাসী ভাষায়]
  • From Bulgaria to Middle East: Да припомним силата на обществото [bg] [ফ্রম বুলগেরিয়া টু মিডিল ইস্ট: বুলগেরীয় সম্প্রদায়ের ক্ষমতা পুনরুদ্ধার] [বুলগেরীয় ভাষায়]
  • Dunia Duara: #BAD2012 #ThePowerofWe. My Personal Experience From #Tanzania [দুনিয়া দুয়ারা: #বিএডি২০১২#দি পাওয়ারঅফউই, #তানজানিয়ায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।]
  • Mamisoa: Un chiffre éloquent, grâce au “#PowerofWe” [fr] [মামিসোয়া: এক দৃঢ় চরিত্র “পাওয়ার অফ উই”] [ফরাসী ভাষায়]
  • the sunflower post: Blog Action Day 2012: The SunFlower Post [দি সানফ্লাওয়ার পোস্ট: ব্লগ এ্যাকশন ডে ২০১২: সানফ্লাওয়ারের পোস্ট।]
  • I am a Malagasy in Genève: Bravo Global Voices Malagasy [mg] আই এ্যাম এ মালাগাছি ইন জেনেভা: ব্রাভো গ্লোবাল ভয়েসেস মাদাগাস্কার, দারুণ দেখিয়েছ [মালাগাছি ভাষায়]।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .