মিশরঃ মুসলিম ব্রাদারহুডের নতুন প্রতীক কি ইঙ্গিতপূর্ণ?

মিশরের মুসলিম ব্রাদারহুড নতুন প্রতীক পেয়েছে। এই দলটি, যাদের সাবেক সদস্য মিশরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মোর্সি, তাদের প্রতি ভাবনা এবং মত প্রকাশ করেছেন নেট নাগরিকগণ।

রামি ইয়াকুব এ কথা প্রকাশ করে টুইটবার্তা পাঠান:

@রামিইয়াকুব: মুসলিম ব্রাদারহুডের নতুন, আধুনিক প্রতীক, আপনি এটিকে তাদের নব্য গঠিত ফেসবুক পাতায় দেখতে পারেন

তিনি নিচের ছবিটি প্রকাশ করেন (নিচে ডানে)।

The new Muslim Brotherhood logo

ব্রাদারহুডের নতুন প্রতীক। @রামিইয়াকুবের সৌজন্যে টুইটারে প্রকাশিত

কন ও’ডনেল খোঁচা মেরেছেনঃ


@কানাফা
: যথেষ্ট উন্নতি! বৃত্তের মধ্যে ক্রুসের উপর কুরআন।

এবং নেভিন হেনিয়েন যোগ করেনঃ

@বিবোহেনিয়েন: ওহ, কি সুন্দর সবুজ শেড! হুমকিস্বরূপ নয়। আমি তাদের কার্যকারিতার ব্যাপারে আর একবার পুরোপুরি নিশ্চিত ও আত্মবিশ্বাসী। #এমবি

রিম আবদেললতিফ অভিযোগ করেনঃ

@রিম_আবদেললতিফ: তরবারি সবসময়ই বিরক্তিকর। #এমবি কেন হানাহানির চিহ্ন ব্যবহার করছে? এবং এটা কি ‘স্বাধীনতা ও ন্যায়ের’ সাথে সামঞ্জস্যপূর্ণ?

এর মধ্যে, মুস্তফা হুসেইন ব্রাদারহুডের জন্য বিকল্প প্রতীক নকশা দেখিয়েছেনঃ

@moftasa: আমি এমবির জন্য এই নকশাটি প্রস্তাব করেছিলাম কিন্তু তাদের পছন্দ হয় নি।

Suggestion for new Muslim Brotherhood logo

টুইটারে মুসলিম ব্রাদারহুডের নতুন প্রতীকের জন্য @মোস্তফা-এর প্রস্তাবিত প্রতীক

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .