ভেনেজুয়েলাঃ জনতার এক র‍্যালি সহ কাপরিলেস-এর প্রচারণা কারাকাসে এসে পৌঁছেছে

রোববার, ৩০ সেপ্টেম্বর তারিখে, রাষ্ট্রপতি নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় হেনরিকে কাপরিলেস-এর সমর্থকরা বিশাল এক গণ র‍্যালির আয়োজন করে। হেনরিকে কাপরিলেস, আগামী ৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে দেশটির বর্তমান রাষ্ট্রপতি হুগো শ্যাভেজের প্রতিদ্বন্দ্বী।

ড্যানিয়েল ডুকুয়েনাল তার ব্লগ ভেনেজুয়েলা নিউজ এন্ড ভিউজ-এ লিখেছে:

আমি একটি টুইট করেছিলাম, সেটি বেশ কয়েকজন পুনরায় টুইট করে, আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই ব্যাপারে কেউ আমাকে ভুল প্রমাণিত করতে পারবে না যে আমেরিকার নির্বাচনী ইতিহাসে এত বিশাল কোন অনুষ্ঠানের আয়োজন হয়ছে। আমি ঠিক এখনই একে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে অভিহিত করতে রাজি নই, বিশেষ করে যখন কিছু বিভ্রান্তির বিপ্লব বিপুল সংখ্যক নাগরিককে রাস্তায় এনে হাজির করায়। তবে ভেনেজুয়েলার অতীতের অভিজ্ঞতা থেকে আমি একটি বিষয়ে আপনাদের নিশ্চিত করতে পারি, আজ কারাকাসের রাস্তায় কাপরিলেস প্রায় অন্তত প্রায় ১৫ লক্ষ নাগরিককে রাস্তায় এনে হাজির করেছে। […] সারাদিন ধরে নাগরিকরা এই সমাবেশে এসেছে, আবার চলে গেছে, অথবা বিভিন্ন পথে হেঁটে এখানে এসেছে। লিবেরটাদোর, সালোন, মিরান্ডা, সান মার্টিন, এবং এ রকম আরো অনেক অ্যাভিনিউ মানুষে পরিপূর্ণ ছিল। ঘণ্টার পর ঘণ্টা ধরে সেগুলো ভিড়ে পরিপূর্ণ থাকে।

Henrique Capriles presidential campaign closes in Caracas

৩০ সেপ্টেম্বর, ২০১২ তারিখে নির্বাচনী প্রচারণার শেষ দিনে কারাকাসের বলিভার অ্যাভিনিউ-এ হেনরিকে কাপরিলেস-এর সমর্থকরা। ছবি কামিলো দেলগাডো কাস্টিলার। কপিরাইট ডেমোটিক্স-এর।

ভেনেজুয়েলার নাগরিকরা এই র‍্যালির অসংখ্য ভিডিও ইউটিউবে প্রদর্শন করেছে। নোটিশিয়া টিউব, বলিভার অ্যাভিনিউ-এ ধারণ করা নীচের ভিডিওটি আপলোড করেছে:

http://www.youtube.com/watch?v=8Qo3Wx5Ings

কারাকাসের একই অ্যাভিনিউ থেকে ফ্যাশানুটাও একটি ভিডিও প্রদর্শন করেছে। :

http://www.youtube.com/watch?v=xS8Iqdu03vo

এদিকে ডেভিড হার্নানদেজ, হেনরিকে কাপরিলেস আগমনের ঘটনার একটি ভিডিও ধারণ করেছে:

http://www.youtube.com/watch?v=fHCttd8okOM

এক দীর্ঘ ভিডিওতে, লুইস কার্লোস ডিয়াজ ব্যাখ্যা করেছে :

El acto de campaña se realizó en la avenida Bolívar, donde se encontraron 5 marchas que partieron desde distintos puntos de la ciudad. Estuvimos en la olla. Chávez cerrará allí también el 4 de octubre.

এই প্রচারণা অনুষ্ঠিত হয় বলিভার অ্যাভিনিউতে, যেখানে শহরের পাঁচটি ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল এক পর্যায়ে একত্রিত হয়। আমরা ঠিক এর মাঝখানে ছিলাম। ৪ অক্টোবর তারিখে শ্যাভেজ তার নির্বাচনী প্রচারণা ইতি টানবেন।

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .