সুদান: দুই মাস আটক থাকার পর টুইটার এক্টিভিস্টের মুক্তি

এই পোস্টটি সুদানের বিক্ষোভ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

সুদানের জাতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা পরিষেবা (এনআইএসএস)  মধ্য জুন থেকে শুরু হওয়া শাসকগোষ্ঠী বিরোধী বিক্ষোভের পর একটি উন্মত্ত ও কঠোর অভিযানে হাজার হাজার প্রতিবাদকারী, একটিভিস্ট, রাজনৈতিক দলের সদস্য ও নেতা এবং এমনকি বিক্ষোভস্থল, বিশ্ববিদ্যালয়, প্রকাশ্য স্থান এবং অনেক ক্ষেত্রে মানুষের বাড়ি থেকে আইন মেনে চলা নাগরিকদের গ্রেফতার করেছে।

তবে দুই মাস পরে #সুদানের বিক্ষোভের প্রতিবাদগুলো একবার স্তিমিত হওয়ার পর থেকে এনআইএসএস বন্দীদের মুক্তি দিতে শুরু করে। ১৭ই আগস্ট, ২০১২ তারিখে (বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের আগে) সবচেয়ে বেশি সংখ্যক বন্দী মুক্তি দেয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে খার্তুমের একটি বিক্ষোভস্থল থেকে ২২শে জুন, ২০১২ তারিখে গ্রেপ্তার হওয়া টুইটার এক্টিভিস্ট উসামাহ মোহামেদ আলী  রয়েছেন।

উসামাহ মোহামেদ আলী সুদানের একজন টুইটার এক্টিভিস্ট যাকে বিক্ষোভের সময়ে গ্রেপ্তার করা হয়েছিল।

উসামাহ মোহামেদ আলী সুদানের একজন টুইটার এক্টিভিস্ট যাকে বিক্ষোভের সময়ে গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তির পর তিনি তার কারাগারের অভিজ্ঞতা টুইট করেছেন

উসামাহকে গ্রেপ্তারের এক মাস পর তার আটককে তুলে ধরে মিমজ একটি ব্লগপোস্ট লিখেছিলেন।

তার মুক্তির একদিন পরে তিনি নিছক দু’টি শব্দ টুইট করেছেন; তবে তার অনুগামীদের কাছে নিশ্চিত করেছেন যে তিনি মুক্তি পেয়েছেন:

@সিমসিমত: সংগ্রাম চলবেই।

আরো যোগ করেছেন:

@সিমসিমত: আমার জন্যে প্রচারাভিযান চালানো সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ! টুইট, আলোচ্য বিষয় এবং সমর্থনের বার্তাগুলো পড়ার সময় বেশ কয়েকবার আমার গলা ধরে আসছিল!

এক সপ্তাহ পরে উসামাহ তার গ্রেপ্তারের অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টুইটের ধারাবাহিক লিখেছেন।

তিনি শুরু করেছেন:

@সিমসিমত: এখনকার মতো আর বেশি বিস্তৃত না করে (বলছি),আমি টুইট করার সময় সাদা পোশাকে #এনআইএসএস-এর একজন চর আমার মুখোমুখি হয়ে আমাকে গ্রেপ্তার করেছিল। #সুদানেরবিক্ষোভ

এবং:

@সিমসিমত: আমি খুবই পরিষ্কারভাবে মনে করতে পারি যে আমি #এনআইএসএস-এর বিক্ষোভের কোন ধরনের প্রমাণাদি সংরক্ষণ করতে না দেয়ার ব্যাপক প্রচেষ্টার বিষয়ে লিখছিলাম। #সুদানেরবিক্ষোভ

উসামাহ ব্যাখ্যা করেছেন যে তিনি তার ফোনের পাসওয়ার্ড দিতে না চাইলে এনআইএসএস কর্মকর্তারা রেগে যায়:

@সিমসিমত: আমার পাসওয়ার্ড সুরক্ষিত ফোনটি আমি লক করে দিলে পরবর্তীতে সেটা আমার অনেক অত্যাচার, নির্যাতন ও জিজ্ঞাসাবাদের কারণ হয়ে দাঁড়ায়, যেগুলো আমি সহ্য করেছি। #সুদানেরবিক্ষোভ

তিনি বলে চলেন:

@সিমসিমত: বিক্ষোভের এলাকায় দাঁড়িয়ে থাকা #এনআইএসএস-এর একটি পিকআপ ট্রাকে নিয়ে গিয়ে আমাকে বেশ কয়েকবার আমার ফোন আনলক করার আদেশ দেয়া হয়েছিল। #সুদানেরবিক্ষোভ

এবং:

@সিমসিমত: আমি সাংঘাতিকভাবে প্রত্যাখ্যান করি। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আমাকে চোখ বেঁধে একাকী একটি পিকআপে করে বাহরি’র #এনআইএসএস প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছিল। #সুদানেরবিক্ষোভ

তারপর তিনি আটককালীন তার সহ্য করা মানসিক এবং শারীরিক নির্যাতনের কথা তুলে ধরেন:

@সিমসিমত: #এনআইএসএস ভবনে আমার ফোন আনলক করে দেয়ার জন্যে আমাকে প্রায় ৪ বা ৫ ঘণ্টা মৌখিক দুর্ব্যবহার, মারাত্মক পিটুনি এবং সব ধরনের হুমকি সহ্য করতে হয়েছে #সুদানেরবিক্ষোভ

আরো যোগ করেছেন:

@সিমসিমত: সেই দিন অসংখ্য বার আমাকে যৌন আক্রমণ/নির্যাতনের হুমকি দেয়া হয়। এক পর্যায়ে এমনকি একজন শীর্ষস্থানীয় #এনআইএসএস কর্মকর্তাও (একই) হুমকি দেন। #সুদানেরবিক্ষোভ

উল্লেখ করেছেন যে:

@সিমসিমত: আমার ফোন তাদের কাছে থাকা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি কল পাওয়ায় আমাকে মাথায় পাথরের তীব্র আঘাত সহ্য করতে হয়েছে। #সুদানেরবিক্ষোভ

এবং:

@সিমসিমত: অত্যাচারকারী আমাকে মারতে মারতে অনেকটা পাগলের মতো উন্মত্তভাবে চিৎকার করছিল “তুই একটা চর, গুপ্তচর, গুপ্তচর!” #সুদানেরবিক্ষোভ

জোর করে তাকে ঘুমাতে না দেয়া সেই সব এনআইএসএস কর্মকর্তাদের কথা ব্যাখ্যা করেছেন:

@সিমসিমত: আবার শেষ পর্যন্ত তারা আমার উপর হাল ছেড়ে দেয়ার পর আমার সামনে একজন কর্মকর্তা আমাকে ঘুমাতে না দেওয়ার আদেশ দেয়। #সুদানেরবিক্ষোভ

উপসংহারে উসামাহ বলেছেন:

@সিমসিমত: আমি আমার সহ্য করা সবকিছুর জন্যে #এনআইএসএস’কে দায়ী করি। আমি আমাকে অত্যাচার এবং অবমাননা করা কর্মকর্তাদের চেহারা মনে রেখেছি। #সুদানেরবিক্ষোভ

এই পোস্টটি সুদানের বিক্ষোভ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .