মৌরিতানিয়াঃ রাষ্ট্রপতিকে ব্যঙ্গ করার জন্য টুইটারের ব্যবহার

৬ আগস্ট তারিখে মৌরিতানিয়ার রাষ্ট্রপতি জেনারেল মোহাম্মদ ওউলদ আব্দুল আজিজ জাতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে দৃশ্যমান হন [আরবী ভাষায়]। যখন তার এই অনুষ্ঠান চলছিল তখন পুলিশ একজন সাংবাদিককে অপমান করে [আরবী ভাষায়] , কারণ যে সমস্ত অতিথি এই জেনারেলকে ক্ষমতা ত্যাগ করার জন্য বলছিল, তাদের গ্রেফতার করার [আরবী ভাষায়] এবং তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করার সময় এই সাংবাদিক সে সংবাদ ধারণ করছিল। মৌরিতানিয়ার টুইটার ব্যবহারকারীরা রিয়েল টাইমে এই ঘটনা অনুসরণ করেছে এবং #مسرحية _الجنرال [আরবী ভাষায়] (জেনারেলের খেলা) নামক হ্যাশট্যাগের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

“জনতার মুখোমুখি” নামক এক দীর্ঘ টিভি অনুষ্ঠান চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে, যে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হচ্ছিল। টেলিভিশনে [রাষ্ট্রপতির] এই উপস্থিতি ঘটনাক্রমে ২০০৮ সালের অভ্যুত্থানের বার্ষিকীর সাথে মিলে গেছে, যে অভ্যুত্থানের মাধ্যমে সিদি ওউলদ চেইকি আবদুল্লাহিকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়, যিনি ছিল মৌরিতানিয়ার প্রথম বেসামরিক এবং নির্বাচিত রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিরোধী দলকে অপমান করেছেন এবং অভিযোগ এনেছেন যে তারা বিদেশী দলসমুহের কাজে সাহায্য করছে। একই সাথে তার প্রতি বিরোধী দলের ক্ষমতা ত্যাগের আহ্বানকে বিচিত্র এক দাবী বলে উড়িয়ে দিয়েছেন। জেনারেলের টেলিভিশনে এই উপস্থিতির বিরুদ্ধে দি ইয়োথ মুভমেন্ট অফ মৌরিতানিয়া [আরবী ভাষায়] বেশ কয়েকটি প্রতিবাদের আয়োজন করে এবং তাকে ক্ষমতা ত্যাগের আহবান জানায়। টিভি অনুষ্ঠানে রাষ্ট্রপতির দাস বিরোধী ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করার এ.আই.আর.এ-এর (এ্যাবোলোশনিস্ট মুভমেন্টে অফ মৌরিতানিয়া) বেশ কয়েকজন একটিভিস্ট বিচার মন্ত্রণালয়ের ভবন এবং তথ্য মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করে। তার মনে করে রাষ্ট্রপতির বিবৃতি জনতার সামনে দাস প্রথার অস্তিত্বকে অস্বীকার করার সামিল, বিশেষ করে যখন তিনি বেসরকারী দাস মালিকদের পক্ষে অবস্থান নিচ্ছেন।

Mauritanian President, photo published by alkachiv blog

মৌরিতানিয়ার রাষ্ট্রপতি, ছবি প্রকাশ করেছে আলকাচিভ ব্লগ

একটিভিস্ট আবদেল ফেতাহ হাবিব রাষ্ট্রপতির কম শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়ে উপহাস করছেন:

@afetah لم يتكلم عن إنشاء جامعات عليمة بل يفهم فقط في التكوين المهني. هذا مستواه #مسرحية _الجنرال

@আফেথ: রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা নিয়ে কোন কথা বলেননি, যেন তিনি কেবল কারিগরী প্রশিক্ষণের বিষয়টি উপলব্ধি করেন। আর এই পর্যন্তই তার দৌড়। #مسرحية _الجنرال

একটিভিস্ট বাবা ওউলদ ডিভে একই আবেগের প্রতিধ্বনি করেছেন। এমনকি সর্বনিম্ন পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জনে জেনারেলের ব্যর্থতার বিষয় নিয়ে তিনি টুইট করেছেন:

@babadeye العالم الليلة يتابع حدث نزول مسبار كيوريوسيتي علي #المريخ،ونحن نتابع #مسرحية _الجنرال الذي لا يمتلك شهادة ثانوية #Curiositylands #موريتانيا

@বাবাদিয়ে:বিশ্ব আজ রাতে কিউরিসিটির মঙ্গলে অবতরণের উপর চোখ রাখবে,আর আমরা সেই জেনারেলের খেলা অবলোকন করছি, যার এমনকি হাই স্কুলের সনদ নেই।

লেখক এবং ব্লগার আবু আব্বাস ব্রাহাম জেনারেলের ইতিহাস উল্লেখ করেছেন:

@abbassbraham مازال الذكي يتهم المعارضة بالانتماء للنظام السابق، رغم أنه كان حارسه مدة عشرين عاما.

@আব্বাসব্রাহাম: এই বুদ্ধিমান মানুষটি এখনো প্রাক্তন শাসকের প্রতি বিশ্বস্ত বিরোধী দলের প্রতি অভিযোগ করছেন, যদিও ২০ বছর ধরে তিনি এর অভিভাবক ছিলেন।

রাষ্ট্রপতির মিথ্যা বক্তব্যের বিষয়ে সিদি এত্তেইব ওউলদ মুজতবা মন্তব্য করেছেন:

@mojteba الجنرال يتحدى كل من يقول أن في موريتانيا يوجد بها قمع، ويبدو أنه نسي قضية المشظوفي الذي قتل بدم بارد

@মুজতবা: মৌরিতানিয়া যে কোন ধরনের দমনের কথা যারা বলে, জেনারেল তাদের চ্যালেঞ্জ করেছেন। মনে হচ্ছে তিনি ঠাণ্ডা মাথায় করা মাচদৌফি হত্যাকাণ্ডের ঘটনা ভুলে গেছেন।

আল আরাবিয়ার সংবাদদাতা খালিল ওউলদ জোদুদ একই বিষয়ে মন্তব্য করেছেন:

@KHjdoud مسكين مسيلمة وجدنا من يزايد عليه في الكذب، يستحق العريف دخول الموسوعة العالمية وأن تضرب به العرب المثل

@কেহাইদুদ: অসহায় মুসাইলিমাহ [‘মুসাইলিমাহ’ নিজেকে নবী দাবী করেছিল, যে “মিথ্যুক” হিসেবে পরিচিত], এখন আমরা এমন একজনকে পেয়েছি যে তার চেয়ে বেশী মিথ্যা কথা বলে। এই জ্ঞানী ব্যক্তিটি আর্ন্তজাতিক জ্ঞানকোষে অর্ন্তভুক্ত হবার দাবী রাখে এবং তাকে আরব বিশ্বের আদর্শ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

আহমেদ ওউলদ এননাহুয়ি, উক্ত টিভি অনুষ্ঠানে ফোন করা এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে জেনারেলকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করে:

@nahmedou متصل رائع كذب الجنرال #مسرحية _الجنرال #موريتانيا

@এনআহমেদু: অনুষ্ঠানে ফোন করা বিস্ময়কর এক ব্যক্তি, যে জেনারেলকে মিথ্যুক হিসেবে অভিযুক্ত করে।

মেজদি আহমাদ, জেনারেলের এই টেলিভিশন অনুষ্ঠানের প্রতি তার আগ্রহ না থাকার বিষয়টি তুলে ধরেছেন:

@mejdmr علي العموم أنا لم اتابع #مسرحية_الجنرال ولا أبحث عن إعادتها إطلاقا !!

@মেজদিএমআর:আমি টিভিতে জেনারেলের এই খেলা দেখনি এবং আমি এর পুনঃ প্রচারের জন্য অপেক্ষা করছি না।

টিভি স্টুডিওর সামনে যে সব তরুণ গ্রেফতার হয়েছে, মোহাম্মদ আব্দু তারা ভাগ্য কি ঘটেছে সে বিষয়ে অনুসন্ধান করছেন:

@medabdou شباب هل لديكم خبر حول المعتقلين في #مسرحية_الجنرال البارحة ؟ ماهي أخبارهم هل أطلق سراحهم؟ #موريتانيا

@মেদাআব্দু: জেনারেলের এই খেলা চলার সময় যে সমস্ত তরুণ গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে কোন নতুন সংবাদ আছে কি? তাদের কি ছেড়ে দেওয়া হয়েছে?

একটিভিস্ট বাব ওউলদ হোরমা টিভির উপস্থাপককে নিয়ে মজা করেছেন, যার মাধ্যমে তাকে খোঁচা দিয়েছেন:

@bHourma اللحظة التاريخية يا منت اليلي لم تحن بعد.. يوم تحين تلك اللحظة ستهربين كما فعلت هالة المصراتي!!

@বিহোরমা ওহে মেনতা এলি [অনুষ্ঠানের উপস্থাপক] ঐতিহাসিক মুহূর্তটি এখনো আসেনি… যখন তা আসবে তখন আপনি হালা মিসরাতির মত দৌড়ে পালাবেন।

সাংবাদিক ইয়াকোব ওউলদ মোহাম্মদ সালেমও টিভির উপস্থাপকের মিথ্যার বিষয়ে মন্তব্য করেছেন:

@YacoubBHD أحدهم اتصل عبر الهاتف.. بدأ ينتقد انقطع الاتصال فاعتذر المقدم لأن المتدخل اختار قطع الاتصال بنفسه #مسرحية_الجنرال #موريتانيا

@ইয়াকোববিএইচডিকেউ একজন অনুষ্ঠানে টেলিফোন করেছিলেন, সে রাষ্ট্রপতির সমালোচনা করতে শুরু করে এবং তার লাইন কেটে দেওয়া হয়। উপস্থাপক-এর জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে উক্ত ব্যক্তি নিজে তার ফোন লাইন কেটে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .