মার্কিন যুক্তরাষ্ট্র: মুন্ডোফক্স, একই ধরনের আরো একটি?

১৩ই আগস্ট, 2012 তারিখে নতুন একটি টিভি চ্যানেল মুন্ডোফক্স [স্প্যানিশ ভাষায়] আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেনীয় বিষয়বস্তু সম্প্রচারের পঞ্চম চ্যানেল হিসেবে এটা ইউনিভিশন, টেলিমুন্ডো, টেলিফিউচুরা এবং এজটেকা আমেরিকার সঙ্গে যোগ দিয়েছে। মুন্ডোফক্স হলো ফক্স আন্তর্জাতিক চ্যানেল এবং কলম্বিয়ার চ্যানেল আরসিএন টেলিভিশনের মধ্যে একটি সহযোগিতার ফসল। এই বছরের শুরুর দিকে ২৩শে জানুয়ারি চ্যানেলটি চালুর ঘোষণা দেয়া হয়েছিল এবং এর সম্প্রচার মার্কিন যুক্তরাস্ট্রের ৭০% স্পেনীয় বংশোদ্ভূতদের বাড়িতে পৌঁছাবে।

স্থানীয় (টিভি) কেন্দ্রগুলোর সঙ্গে অন্তর্ভুক্তি প্রক্রিয়া চূড়ান্তকরণের মাধ্যমে মুন্ডোফক্স মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আকাঙ্ক্ষিত ৫কোটি অধিবাসী সমৃদ্ধ ৩৬০কোটি ডলারের স্পেনীয় বংশোদ্ভূতদের বাজারে প্রবেশ করবে। তবে এই নতুন কেন্দ্রটি চালু করার আগে স্পেনীয় বংশোদ্ভূতদের জন্যে আরেকটি টেলিভিশন চ্যানেলের প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। মূল প্রশ্নটি হলো চ্যানেলটি স্পেনীয় বংশোদ্ভূতদের জন্যে টেলিভিশন সম্প্রচারের মানোন্নয়ন করবে কিনা অথবা শুধুমাত্র নিউজ কর্পোরেশন এবং ফক্স আন্তর্জাতিক চ্যানেলের প্রতিষ্ঠাতা রূপার্ট মার্ডকের গ্রেট ব্রিটেনের কুখ্যাত টেলিফোন হ্যাকিং কেলেংকারির দুর্নাম ঘোঁচাতে এর প্রবর্তন করা হয়েছে।

মুন্ডোফক্সকে কিছু বিশেষজ্ঞ লাতিন টেলিভিশনের বিষয়বস্তুর একটি বিকল্প বিবেচনা করলেও অনেকেই সেটা মানতে নারাজ – যেমন প্রতিশ্রুতি রক্ষাকারী হুয়ান ব্লগে প্রকাশিত একটি পোস্টে প্রদর্শিত হয়েছে:

আমাকে বলতে হবে যে আগামী মাসে মুন্ডোফক্সে যে সব “নতুন” অনুষ্ঠানসূচি প্রস্তাব করা  হবে সে সম্পর্কে পড়ার পর আমি অভিভূত… অবশেষে নেটওয়ার্ক কর্মকর্তারা বলছে যে কলম্বিয়া আরসিএনের বিদ্যমান স্টুডিও এবং প্রোডাকশন সম্পদ ব্যবহার করে মূল বিষয়বস্তু উৎপাদন করে আনার পরিকল্পনা করা হয়েছে। মুন্ডোফক্স বাস্তব কোনো প্রতিযোগিতার সম্মুখীন হলে সম্ভবতঃ সেটা আমরা দেখতে পাবো।

জেরি ব্র্যান্টের মতো কিছু কিছু টুইটার ব্যবহারকারী স্পেনীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের আভাষ দেয়ার সাহস পর্যন্ত করেছে:

@মি.টজেরিব্র্যান্ট: ফক্স স্প্যানিশ ভাষার চ্যানেল মুন্ডো ফক্স নিয়ে আসছে। আমার মনে হয় এটা ফক্সের অভিবাসীদের পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেয়ার একটি চক্রান্ত (মাত্র)।

জেনি আন্দ্রেয়া আরসিএন এবং ফক্সের সঙ্গে তাদের অংশীদারিত্বকে সাংবাদিকদের কর্মচ্যুতির জন্যে দায়ী করেছেন:

@জেনএনএগুয়া: আরসিএন মুন্ডোফক্সকে নিয়ে আসার অংশীদারিত্ব সম্পর্কে বড়াই করে। অনেকেই জানেন না এর ফলে অনেক অনেক সাংবাদিক এনটিএন২৪ (নুয়েস্ত্রা টেলিনোটিসিয়াস – আমাদের টেলি সংবাদ)  [স্প্যানিশ ভাষায়] থেকে কর্মচ্যুত হবেন

এদিকে ভেরোনিকা পেরেজের মতো অন্যান্য টুইটার ব্যবহারকারীরা নতুন স্প্যানিশ বিষয়বস্তু দেখতে পেয়ে খুশি:

@ভেরোনিকপিএম: ফক্স এবং আরসিএন টেলিভিশন মার্কিন যুক্তরাস্ট্রের স্পেনীয় বংশোদ্ভুত কমিউনিটির জন্যে একটি চ্যানেল মুন্ডো ফক্স চালু করেছে। হ্যাঁ, আরসিএনের এর অনুষ্ঠান মান সম্পন্ন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .