কেনিয়া: মাউমাউ মুক্তিযোদ্ধারা যুদ্ধটি পৌঁছে দিলেন ব্রিটিশ আদালতে

তিনজন প্রাক্তন মাউ মাউ মুক্তিযোদ্ধা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে কেনিয়াতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে চালানো বর্বরতার ভুক্তভোগীদের কাছে ক্ষমা প্রার্থনার এবং ক্ষতিপূরণের একটি দাবি করেছে।

উপনিবেশ-বিরোধী মাউ মাউ গোষ্ঠী দেদান কিমাথির অধীনে ব্রিটিশদের বিরুদ্ধে ১৯৫২ থেকে ১৯৬০ সাল পর্যন্ত সামরিক সংগ্রামে লিপ্ত ছিল।

দেদান কিমাথির মূর্তি

মাউ মাউ নেতা দেদান কিমাথির মূর্তি – নাইরোবি, কেনিয়া। পাবলিক ডোমেইনে ছবিটি মুক্ত করেছেন উইকিপিডিয়া ব্যবহারকারী মুরুংগারু।

মামলাটি সম্পর্কে #মাউমাউ হ্যাশট্যাগের অধীনে টুইটের বন্যা বয়ে যাচ্ছে:

@হেলেনোতি: ২দিনের পরীক্ষামূলক আপডেটের জন্যে #মাউমাউ ট্যাগ অনুসরণ করুন। বাদি ৩জন কেনিয়ার নাগরিক (১জন মারা গিয়েছেন) ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে #মানবাধিকার লংঘনের অভিযোগ করেছেন। #এজেস্ট্রিম #কেনিয়া

@রাজধানীএফএম _কেনিয়া: #রায়লা বলেছেন যুক্তরাজ্যের বিরুদ্ধে বর্ষিয়ান #মাউমাউ যোদ্ধাদের মামলার টাকা সরকারকে যোগাতে হবে। মামলাটির শুনানি লন্ডনের রাজকীয় বিচারিক আদালতে সোমবারে শুরু হবে

@রোয়েনাসংবাদ: সাব্বাস কেনিয়ার নাগরিকেরা যুক্তরাজ্যকে তাদের ঔপনিবেশিক অপরাধের মুখোমুখি হতে বাধ্য করছে #মাউমাউ http://www.independent.co.uk/news/world/africa/in-a-british-court-after-60-years–the-elderly-kenyans-asking-for-justice-at-last-7946671.html

@ফাতিমামাঞ্জি: ব্রিটিশ গণমাধ্যম # মাউমাউ মামলা এবং এর প্রতি বিভিন্ন মন্তব্যকে কীভাবে কাভার করে সেটা একটা দেখার মতো বিষয় হবে।

@লিন্ডসেএজার্মান: ৫০এর দশকে ব্রিটিশদের সংঘটিত নৃশংসতার জন্যে উচ্চ আদালতে ন্যায়বিচার চাওয়া কেনিয়ার #মাউমাউ নাগরিকদের প্রতি সংহতি। আশা করি এতো বছর পর তারা জয়লাভ করবে।

সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট-এর @জেরোমিটেলর আদালত কক্ষ থেকে সরাসরি টুইট করেছেন:

@জেরোমিটেলর: কেনিয়ার নাগরিকরা মাউ মাউ মামলাটির উপর ঘনিষ্ঠ নজর রাখছে। অতীতে নিজের বাড়াবাড়িকে উপেক্ষা করে ব্রিটেন প্রায়ই মানবাধিকার নিয়ে আফ্রিকার উপর বক্তৃতা শোনায়

@জেরোমিটেলর: জনাব নিয়িঙ্গি’র ভাষ্যমতে ঔপনিবেশিক প্রশাসক জনাব হোয়াইটহাউস লডওয়ার কারা শিবিরের বন্দীদেরকে তাকে “লডওয়ারের ঈশ্বর” নামে ডাকার আদেশ দিয়েছিলেন। #মাউমাউ

@জেরোমিটেলর: জনাব নিয়িঙ্গি বলেছেন স্বাধীনতার পর #মাউমাউ’দের প্রতি “এমনকি আরো খারাপ” আচরণ করা হয়েছে। “এখনো আমরা কারাবন্দী… আমাদের কখনোই মুক্তভাবে কথা বলতে দেয়া হয় না”

@জেরোমিটেলর: জনাব নিয়িঙ্গি  ’৫২ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হয়ে ৯বছর আটক ছিলেন। তিনি “আফ্রিকার মাতৃভূমি রক্ষী বাহিনী এবং ইউরোপীয় সৈন্যরা তাকে পেটায়” #মাউমাউ

@জেরোমিটেলর: সাক্ষ্য বিবৃতিতে জনাব ঞ্জিলি বলেছেন তাকে এম্বাকাসি আটক কেন্দ্রে (নিয়ে গিয়ে) নপুংসক করে দেয়া হয়। বলেছেন তিনি অন্যদেরকে নপুংসক করে দিতে দেখেছেন। #মাউমাউ

@জেরোমিটেলর: জেন মুথোনি মারা’র প্রত্যক্ষদর্শী বিবৃতি অনুসারে গাতিথি স্ক্রিনিং সেন্টারে তিনি গুরুতরভাবে যৌনভাবে অত্যাচারিত হয়েছিলেন #মাউমাউ

@জেরোমিটেলর: জনাব নিয়িঙ্গি’র ভাষ্যমতে ঔপনিবেশিক প্রশাসক জনাব হোয়াইটহাউস লডওয়ার কারা শিবিরের বন্দীদেরকে তাকে “লডওয়ারের ঈশ্বর” নামে ডাকার আদেশ দিয়েছিলেন। #মাউমাউ

@টমটমআইন সরাসরি টুইট করেছেন:

@টমটমআইন: আদালত মধ্যাহ্ন বিরতির জন্যে স্থগিত। ফিরে আসবে জিএমটি ১৪.০০ ঘটিকায়।  #মানবাধিকার #কেনিয়া উচ্চ আদালত থেকে #মাউমাউ মামলাটির উপর সরাসরি টুইট অনুসরণ করুন

@টমটমআইন: ভাল কথা – যুক্তরাজ্য সরকার প্রতিটি বাদীর ঔপনিবেশিক শাসনাধীন নির্যাতন ও খারাপ ব্যবহার নিয়ে তর্ক করেনি। #মাউমাউ #কেনিয়া

@টমটমআইন: এখন পর্যন্ত বিবাদী পক্ষের গাই ম্যান্সফিল্ড এটা পরিষ্কার করেছেন যে আঘাতগুলো নিয়ে কোন বিতর্ক নেই এবং সে সব বিষয়ে বাদীদের প্রশ্নও করা হয় নি।

টুইটারে #মাউমাউ হ্যাশট্যাগ ব্যবহার করে সরাসরি আপডেট অনুসরন করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .