মৌরিতানিয়া: পররাষ্ট্রমন্ত্রীর আসাদ সমর্থনে অনলাইনে ক্ষোভ

সিরিয়ার বন্ধুদের সর্বশেষ সম্মেলনে মৌরিতানীয় পররাষ্ট্রমন্ত্রী হামাদি উদ হামাদি [ফরাসী ভাষায়] প্রদত্ত একটি বক্তৃতা মৌরিতানীয় এক্টিভিস্টদের ক্ষুদ্ধ করেছে। ৬ই জুলাই প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে তার ভাষণে তিনি বলেন সিরিয়াতে যা ঘটছে সেটা হলো “সহিংসতা এবং পাল্টা-সহিংসতা।”

অনেকেই তার এই কথাকে বাশার আল আসাদের শাসনের প্রতি সমর্থন বিবেচনা করার ফলে মন্ত্রীর সমালোচনা এবং সিরিয়ার জনগণ ও সিরিয়ার বিপ্লবের কাছে ক্ষমা ভিক্ষা করে টুইটের সাথে সাথে ক্ষুদ্ধ ও বিদ্রুপাত্মক ভিডিও প্রচারিত হচ্ছে।

এখানে লক্ষ্য করতে হবে যে পতনের দাবির মুখোমুখি হওয়া অন্যান্য শাসকগোষ্ঠীগুলোর প্রতি মৌরিতানীয় শাসকগোষ্ঠীর সমর্থনের এই অবস্থান নতুন নয়। পূর্বে এই মৌরিতানীয় শাসকগোষ্ঠী জাইন এল আবেদাইন বেন আলি এবং হোসনি মোবারকের শাসকগোষ্ঠী ছাড়াও আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরাঁ বাগবো এবং জাফরের লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির শাসনকে সমর্থন করেছিল।

ইতোমধ্যে শাসকগোষ্ঠীর কাছে নোয়াকচট (রাজধানী) থেকে সিরিয়ার রাষ্ট্রদূতকে তাড়িয়ে দিয়ে বাশার আল আসাদের শাসকগোষ্ঠীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি করে মৌরিতানিয়াতে অনেকগুলো সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফটোশপে পরিবর্তন করা মৌরিতানীয় পররাষ্ট্রমন্ত্রীর ছবি

“আমি মৌরিতানীয় এবং এই লোকটি আমা্র প্রতিনিধিত্ব করেন না। ফটোশপে পরিবর্তন করা মৌরিতানীয় পররাষ্ট্রমন্ত্রীর ছবি, পোস্ট করেছেন টুইটার ব্যবহারকারী @মোক্তারএমএম

মৌরিতানি ডেমা নামের একটি পৃষ্ঠা মন্ত্রীর বক্তৃতা ব্যবহার করে মূল ফুটেজ পরিবর্তন এবং মন্ত্রীর কথাকে বিকৃত করে একটি বিদ্রুপাত্মক ভিডিও  তৈরী করেছে। এতে মন্ত্রী বলেছেন যে সিরিয়ার শাসকগোষ্ঠীকে মৌরিতানিয়ার সমর্থনের কারণ বাশার আল আসাদকে সমর্থন দেওয়ার জন্যে ইরান মৌরিতানীয় প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ উদ আব্দেল আজিজকে টাকা দিয়েছে।

মৌরিতানীয় এক্টিভিস্ট তাহ উদ হাবিব পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার সমালোচনা করেছেন:

‏@তাহাবিব حمادي ولد حمادي لا يمثل حتى نفسه،‏ لا يمثل إلا الجنرال عزيز.‏ ‏‎‫‎‫‬
এমনকি হামাদি উদ হামাদি নিজেরও প্রতিনিধিত্ব করেন না, তিনি শুধু জেনারেল আজিজের প্রতিনিধিত্ব করেন।

এক্টিভিস্ট আহমেদ আব্দাল্লাহ একই সুরে মন্তব্য করেছেন:

@আহমেদবাহ أنا موريتاني وأدعم الثورة السورية العظيمة.. وهذا القبيح لايمثلني.. لايمثل إلا جنراله المستبد
আমি একজন মৌরিতানীয় এবং আমি সিরিয়ার মহান বিপ্লবকে সমর্থন করি… এই কুৎসিত লোকটি আমার প্রতিনিধিত্ব করেন না… তিনি শুধু স্বৈরাচারী জেনারেলটির প্রতিনিধিত্ব করেন

এবং এলঘুতুব উদ মোহাম্মেদ মোলুদ লিখেছেন:

‏@এলঘুতুব اللهم إني أبرأ إليك مما قاله وزير الخارجية..الإستبداد ملة واحدة..يسقط الجنرال.. يسقط بشار
পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন সেটা নিয়ে আমার হয়তো কিছুই করার নেই… স্বৈরাচারীরা একই গোত্রের… জেনারেল নিপাত যাক… বাশার নিপাত যাক…

সৌদি সাংবাদিক জামাল খাশোগি তার কথা বলার সময় মন্তব্য করেছেন:

@জেখাশোগি موريتانيا بلد غريب، في زمن ما قبل الربيع العربي تفتح مكتب ارتباط لإسرائيل، ما بعد الربيع تنحاز و”تتفهم ” موقف النظام السوري!
মৌরিতানিয়া একটি অদ্ভুত দেশ। আরব বসন্তের প্রাক্কালে এটি ইসরায়েলে যোগাযোগের একটি অফিস খুলেছে এবং আরব বসন্তের পরে এটি একটি পক্ষ নিয়ে সিরিয়ার শাসকগোষ্ঠীর পক্ষে অবস্থান “বুঝে নিয়েছে”!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .