তিউনিসিয়া: অনলাইন মঞ্চ থেকে পুলিশী অত্যাচার পর্যবেক্ষণ

ইয়েজ্জি  [তিউনিসিয়ার আঞ্চলিক ভাষায় “যথেষ্ট”] একটি “তিউনিসিয়াতে পুলিশ পর্যবেক্ষণ মানচিত্র” যার উদ্দেশ্য হলো ঘুষ গ্রহণ, শারীরিক বা যৌন নির্যাতন থেকে শুরু করে বর্ণবিদ্বেষ এবং মৃত্যুর হুমকি পর্যন্ত পুলিশী অপব্যবহার নথিবদ্ধ এবং রিপোর্ট করা। ডিজিটাল স্বাধীনতার জন্যে তিউনিসিয়ার সমিতি [ফরাসি নামের আদ্যক্ষর থেকে এটিএলএন নামে পরিচিত] মঞ্চটি চালু করেছে, যারা “তিউনিসিয়াতে একটি গণতান্ত্রিক, মুক্ত ও খোলা সমাজ গড়ে তুলতে সাহায্য” করার জন্যে ইয়েজ্জি’র মতো অনলাইন মঞ্ছ তৈরির নতুন প্রযুক্তির প্রয়োগ করছে।

বিনামূল্যের সফটওয়্যার হিসেবে ইয়েজ্জি জাতীয় প্রতিযোগিতায় প্রথম আবির্ভূত হয় গত এপ্রিলে এবং এই বছর সবচেয়ে উদ্ভাবনী মুক্ত-উৎস প্রকল্প হিসেবে পুরস্কৃত হয়।

এটিএলএন ইয়েজ্জি’কে সংজ্ঞায়িত করেছে এভাবে [ফরাসী ভাষায়]:

Basé sur la plateforme Ushahidi, Yezzi est destiné à collecter les témoignages de violence envoyés par mobile, web, email et SMS, et les placer sur une Google Map. Yezzi utilise le concept de crowdsourcing au service de la cartographie sociale en mobilité, combinaison d’activisme social, de journaliste citoyen et d’information géographique…
Nous pensons que la transparence peut aider à résoudre bien des problème ainsi qu’à mieux les appréhender.

উশাহিদি মঞ্চ ভিত্তিক ইয়েজ্জি মোবাইল, ওয়েব, ইমেইল এবং এসএমএস-এর মাধ্যমে পাঠানো সহিংসতার প্রমাণাদি সংগ্রহ করে সেগুলো একটি গুগল ম্যাপে স্থাপন করে। ইয়েজ্জি গণউৎসায়নের মাধ্যমে  ভ্রাম্যমাণ (মোবাইল) সামাজিক মানচিত্রায়ন পরিষেবার ধারণা এবং সামাজিক সক্রিয়তা, নাগরিক সাংবাদিকতা এবং ভৌগোলিক তথ্যের একটি সংমিশ্রন নিয়োজিত করেছে…

আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা শুধুমাত্র সমস্যার সমাধান করবে না সেগুলো ভাল করে বুঝতেও সাহায্য করতে পারে।

ইয়েজ্জি.ইনফো তিউনিসিয়াতে পুলিশী পর্যবেক্ষণ সহিংসতার বিরুদ্ধে স্বচ্ছতা।

অনেক বছর ধরে তিউনিসিয়া এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে পুলিশের দুর্নীতি এবং অপব্যবহার দৃষ্টি এড়িয়ে যেত – তারা শাস্তি পেতো না। জনগণ এসব অন্যায় কর্ম সম্পর্কে নিজেদের মধ্যে কথা বললেও খুব কম লোকেই এসব নিয়ে প্রকাশ্যে বলতে বা ন্যায়বিচার চাইতে সাহস করতো। পুলিশের নির্যাতনের শিকার অথবা কেউ পুলিশ কর্মকর্তাদের এধরনের অন্যায় কর্ম করতে দেখলে ইয়েজ্জি তাদের এধরনের ঘটনা সম্পর্কে ইচ্ছে করলে বেনামীভাবে অনলাইনে অভিযোগ করার সুযোগ করে দিয়েছে। এই মঞ্চটির ব্যবহারকারীরা পুলিশের নির্যাতন চিত্রায়িত করে ভিডিও এবং আপলোড করতে পারেন।

ইয়েজ্জিকে নেটনাগরিকদের স্বাগত:

তিউনিসিয়ার নেটনাগরিকরা ইয়েজ্জিকে স্বাগত জানিয়েছে। টুইটার মাধ্যমে তাদের কয়েকটি প্রতিক্রিয়া এখানে দেয়া হলো।

@Da7dou7a: tn.yezzi.info Bonne initiative, quoique purement informative : un site pour dénoncer les dépassements de la police, ‪#Police‬ ‪#Enahdha‬

@দা৭দু৭এটিএন.ইয়েজ্জি.ইনফো একটি ভাল উদ্যোগ যদিও সম্পূর্ণভাবে তথ্যপূর্ণ: থেকে পুলিশী লংঘন সম্পর্কে অভিযোগের একটি ওয়েবসাইট ‪#পুলিশ  #এন্নাহাদা

@Azyyoz: J'ai posté “Admin pub SVP tn.yezzi.info/reports ” sur la page du Ministère d'Intérieur => immédiatement bloqué 😀

@আজিয়োজ: আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পৃষ্ঠায় নিচের বার্তাটি পোস্ট করেছিলাম: “অনুগ্রহ করে প্রশাসনিক বিজ্ঞাপন দিন টিএন.ইয়েজ্জি.ইনফো/রিপোর্টস” সঙ্গে সঙ্গেই বার্তাটি ব্লক করে দেয়া হয়েছিল 😀

@JasminTN: Yezzi.info , ça pourrait être utile, enfin, je ne l'espère pour aucun d'entre vous ! tn.yezzi.info/main

@জেসমিনটিএনইয়েজ্জি.ইনফো কাজে লাগতে পারে। তবে আমি আশা করি এটা আপনাদের কারো দরকার হবে না! টিএন.ইয়েজ্জি.ইনফো /প্রধান

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .