গ্লোবাল ভয়েসেস সম্প্রচারঃ কেনিয়া থেকে জাম্বো! গ্লোবাল ভয়েসেস সম্মেলন

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

কেনিয়া থেকে জাম্বো ও বিশ্বকে সম্ভাষণ !

গ্লোবাল ভয়েসেসের পডকাস্ট সম্প্রচারে স্বাগতম। অনলাইন সিটিজেন মিডিয়ার ভবিষ্যৎ কি? অনলাইনে আমরা ভবিষ্যতে কিভাবে কাজ করব সে সম্পর্কে এই পর্বে আপনারা নাইরোবি থেকে ২০১২ গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সম্মেলনের সম্পাদক, লেখক, সহ-প্রতিষ্ঠাতা এবং অন্যান্য অংশগ্রহণকারীদের আলোচনার কথা জানতে পারবেন।

গ্লোবাল ভয়েসেস সম্মেলন প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয় এবং একটি মাত্র সম্প্রচারে অসংখ্য বিভিন্ন বিষয়ে কথা বলা অসম্ভব।

প্রথমে, পেছনে ফিরে যাই, ইন্টারনেট বর্ষের লম্বা সময়ে ও গ্লোবাল ভয়েসেসের আদি উৎসে। সহ-প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান ব্যাখ্যা করেন গ্লোবাল ভয়েসেস কিভাবে এল, সম্মেলনে কি কি হয়, এবং এর ভবিষ্যৎ নিয়ে তিনি কি ভাবেন।

#গ্লোবাল ভয়েসেস ২০১২ সম্মেলন এমন একটি জায়গা যেখানে সারা বিশ্বের লেখক, সম্পাদক ও অংশগ্রহণকারীদের ব্যাপারে জানার সুযোগ থাকে। সবাই উৎসাহিত ছিল, কিন্তু সবচেয়ে উৎফুল্ল অংশগ্রহণকারীদের মধ্যে কিউবার হাভানা থেকে ইলেনে ডায়াজ একজন। এখানে, তিনি কিউবায় অনলাইন নাগরিকদের নিয়ে একটু ব্যাখ্যা করেন।

গ্লোবাল ভয়েসেস সম্মেলন স্বতঃস্ফূর্ত ও বাগ্মী মানুষ ছাড়া অসম্ভব। আন্দ্রেয়া আরজাবা মেক্সিকোর একজন সাংবাদিক এবং তিনি এই সম্মেলন পর্যবেক্ষণ করে, তার মতামত দিয়েছেন।
দাউদি ওয়েরে একজন কেনিয়ান ব্লগার যিনি মেন্টালঅ্যাক্রোব্যাটিকস নিয়ে লিখেন। তিনি ৩০০ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত জনসম্মেলনে বিনোদন দিয়েছেন। তিনি গ্লোবাল ভয়েসেসের সাথে তার যোগসূত্র এবং কিভাবে কেনিয়ান প্রযুক্তি বিশেষ করে মোবাইলের দিক দিয়ে পরিবর্তিত হচ্ছে সে সম্পর্কে ব্যাখ্যা করেন।

GV2012 Group Photo

কেনিয়ার নাইরোবিতে গ্লোবাল ভয়েসেস সম্মেলনের একটি সম্মিলিত ছবি

সিটিজেন মিডিয়ার প্রভাব

গ্লোবাল ভয়েসেসের মাধ্যমে অনেক উপেক্ষিত মানুষেরই চিন্তাধারা ও প্রতিবেদন মানুষের কাছে পৌছেছে।
লেইলা নাশাওয়াতি রিগো স্প্যানিশ ও সিরিয়ান মানবাধিকার কর্মী। তিনি স্পেনে কার্লোস দি থার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। আমরা অনলাইন সিটিজেন মিডিয়ার বিস্তৃতি সম্পর্কে আলোচনা করেছি।

একটি সমাপ্তি, কিন্তু বিদায় নয়

গ্লোবাল ভয়েসেস সম্মেলন থেকে কিছু অম্ল-মধুর খবরও রয়েছে। তিউনিশিয়া থেকে সামি বেন ঘারবিয়া আমাদের বলেছেন যে তিনি গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসির পরিচালকের পদ ছেড়ে দিচ্ছেন। তাই, স্বাভাবিকভাবে তিনি কি কাজ করেছেন এবং পরবর্তীতে তিনি কি করবেন তাই এখন দেখার বিষয়।

সবসময়ের মত, আমাদের সকল অংশগ্রহণকারী, প্রযোজক, নেপথ্য সঙ্গীতে যারা ছিলেন তাদের ধন্যবাদ যারা আমাদের সাহায্য করেছেন। টুইটার হ্যাশট্যাগ #জিভি২০১২ এবং সম্মেলন পাতার মাধ্যমে আপনি সম্মেলনের আরো তথ্য খুঁজে পাবেন।

দি গ্লোবাল ভয়েস পোডকাস্ট। বিশ্ব কথা বলছে। আমি আশা করি আপনি শুনছেন।

আবহ সঙ্গীত
সম্প্রচারে আপনি অনেক সৃষ্টিশীল সঙ্গীত শুনতে পারবেন। মার্ক কটনকে তার অসাধারণ সৃষ্টির জন্য ধন্যবাদ এবং সকল সুন্দর উপস্থাপনকেও ধন্যবাদ যা এই সম্মেলনকে একত্র করতে সাহায্য করেছে।

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .