বুলগেরিয়া: সোফিয়াতে বন আইনের বিরুদ্ধে প্রতিবাদ

এই সপ্তাহে, সোফিয়ার কাছে ভিটোসা পাহাড়ে স্কি রিসোর্ট কোম্পানির চাপের কারণে অস্পষ্ট বন আইনের সংশোধনী যা “সংশোধনী ভিটোসা-স্কি” নামে পরিচিত, এর বিরুদ্ধে অননুমোদিত প্রতিবাদের মাধ্যমে রাজধানী সোফিয়াতে দুইদিন, ১৩ ও ১৪ জুন, চলাচলে বাঁধা সংক্রান্ত প্রতিবাদ হয়েছে। প্রায় ৫০০০ জন (প্রথমদিন ২০০০ এবং দ্বিতীয় দিন ৩০০০ জন) এই প্রতিবাদে অংশগ্রহণ করে।

ভূমির অবস্থা অপরিবর্তিত রেখে স্কির সুবিধা ও যন্ত্রপাতি স্থাপনের অনুমতি বন আইন পূর্বেই দিয়েছে। অনেকেই মনে করেন যে “অলিগার্চ” সংসদে তাদের প্রতিনিধিদের মাধ্যমে এই জমি প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য চায়।

ফেসবুক [বুলগেরিয়ান], টুইটার এবং শব্দ বার্তার মাধ্যমে পরিবেশবাদী ও অন্যান্যরা নিজেদের প্রচেষ্টায় সংগঠিত হন।

১৩ জুন, প্রতিবাদের প্রথম দিন, সন্দেহ করা হয়, বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বইকো বরিসভ এর জন্মদিনে “অলিগার্চের” সাথে সম্পর্ক স্থাপিত হয়।

১৩ জুনের র‌্যালির ভিডিও পোস্টিং এর মাধ্যমে, বুলগেরিয়ার সাংবাদিক ইভান বেডরভ তার ব্লগে [বুলগেরিয়ান] লিখেছেন “শুভ জন্মদিন, প্রিয় বইকো” :

ডোরেইড আল হাফিড, ইউরোপীয় সাংবাদিক সংগঠন-বুলগেরিয়া এর একজন কর্মী ও সদস্য তার ফেসবুক পেজে ১৩ জুন এই ছবি পোষ্ট করেছেন:

বইকোর পতন! ছবি ডোরেইড আল হাফিড, অনুমতিসহ প্রকাশিত।

পুলিশ দুইদিনের প্রতিবাদে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে এবং ৩ জন আহত হয়েছেন।

এই পোষ্টের লেখক নীচের ভিডিওটি ধারণ করেছেন, যাতে ১৩ জুন এর গ্রেপ্তারের শুরু দেখা যাচ্ছে:

১৪ জুন র‌্যালির পরে, জনতা স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতির কার্যালয়ের বিষয়ে উৎসাহিত হয়। এই ভিডিওতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে:

প্রতিবাদকারীদের নিকট থেকে আরও ভিডিও এখানে এবং এখানে

ফেসবুক পেজ “বুলগেরিয়া দখল করো” (১৪,০০০ বেশী সদস্য সংখ্যা) ১৪ জুন প্রতিবাদ থেকে ৪৪টি ছবি পোষ্ট করেছে

আভাজে একটি আবেদন: “বুলগেরিয়ার রাষ্ট্রপতিকে নতুন বন আইন বাতিল করতে এবং অলিগার্চকে অবিবেকবান সরকারী সাহায্য বন্ধ করতে বলুন”।

আজ, ১৫ জুন, তৃতীয় প্রতিবাদের জন্য নির্ধারিত। এর জন্য ফেসবুকের ইভেন্ট [বুলগেরিয়ান] এর শিরোনাম “অর্লভ সেতু ৩ এ চলাচল বন্ধ করুন”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .