মিশর: মুবারক আরো একবার মৃত্যুবরণ করলেন

এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

মিশর বিপ্লব শুরু হবার পর থেকে অন্তত সপ্তাহে একবার মুবারক মারা যাচ্ছেন, যে বিপ্লব তার ৩২ বছরের শাসনকে উৎখাত করে। তার সাম্প্রতিক মৃত্যুর ধারণার বিষয়ে নেট নাগরিকরা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

লুবনা এফ তার পাঠকদের নিশ্চিত করছে যে মুবারকের স্বাস্থ্যগত অবস্থা এখন নিয়মিত সংবাদে পরিণত হয়েছে। ভদ্রমহিলা লিখেছেনঃ

@ফাতানীল: প্রিয় বিদেশী নাগরিকরা, অনুভব করছি যে আপনারা অনেকে বিভ্রান্ত, যার ফলে আপনাদের বিষয়টি পরিষ্কার করি, মুবারক মারা গেছেন/ জীবিত আছেন-আইএসএইচ। কয়েক সপ্তাহ পর পর এই ঘটনা ঘটছে। কাজে চিন্তা করবেন না।

এবং জোনাথন মোরেমি আরো একবার মুবারকের মৃত্যুর নির্ধারিত সময় টুইট করেছেনঃ

@ জোনামোরেম: তাজা সংবাদ: #মুবারক আজ সকাল ১১.৫৭ মিনিটে মারা যাবেন এবং এরপর আবার বিকেল ৪.১২ মিনিটে। দয়া করে ধৈর্য্য ধারণ করুন। আর তার মৃত্যুর আগামী প্রদর্শনী হবে আগামীকাল সকাল ৭.৪৮ মিনিটে এবং বিকেল ৩.৪৪ মিনিটে।

.
তবে, ১৯ জুন তারিখে আসা মুবারকের মৃত্যুর সংবাদ মনে হচ্ছিল সত্যি।

@হাইয়াতেলইয়ামেনি: তাজা সংবাদ: মুবারক আনুষ্ঠানিকভাবে (ক্লিনিকাল) মৃত #মুবারক

মিশরীয় সরকারি সংবাদ সংস্থা মিডিল ইস্ট নিউজ এজেন্সি এই সংবাদ প্রদান করেছে [এই লিঙ্ক খোলে না এবং সংবাদে জানা গেছে যে ওয়েবসাইটটি মুবারকের সাথে মৃত্যুবরণ করেছে], এবং পরে আহরাম অনলাইন লিখেছে , ” মিশরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনার সংবাদ অনুসারে মাদির কাছে অবস্থিত সামরিক হাসপাতালে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে হোসনি মুবারককে মৃত ঘোষণা করা হয়েছে।”.

মনে হচ্ছে এবার আনুষ্ঠানিক ভাবে তিনি মৃত্যুবরণ করেছেন, ইকরাম ইব্রাহিম এমনটাই টুইট করেছেন।

@ইকরাম ইব্রাহিম : আমি মনে করি মুবারক বাস্তবিক মারা গেছেন#মুবারক#ইজিপ্ট।

কিন্তু আরো একবার, মিশরীয় ( এবং বিদেশী সাংবাদিকরা) মুবারকের মৃত্যুর গুজবের শিকার হলেন। এক ঘন্টা পরে সংবাদ পাওয়া গেল যে মুবারক এখনো জীবিত, অথবা সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, মিজ.এন্ট্রপি যেমনটা টুইট করেছেন:

@ মিজএন্ট্রপি: #মুবারককনেস্পিরেসি। আমি আবার শুরু করব। কপ্ট খ্রিস্টানদের সমর্থন লাভের জন্য, তিনি যীশুকে অনুকরণ করছেন। মৃত্যুর পরে তিনি আবার জীবিত হয়ে ফিরে আসবেন। #ক্রিপিংসেক্টেরিয়ানইজম

মুবারকের একটি প্যারোডি একাউন্ট থেকেও যথারীতি টুইট করা হয়েছে:

@নট মুবারক: গুঞ্জন তৈরী করছেন! আপনারা কোনদিন শিক্ষা লাভ করতে পারবেন না? #মুবারক কোনদিন মারা যাবে না।

মুবারকের জীবন পুনরায় ফিরিয়ে আনার জন্য যে আরক ব্যবহার করা হয়েছে, যশ শাহরিয়ার তার উপাদান আমাদের জানাচ্ছেন:

@ জেশাহরিয়ার: অজানা এক সূত্র আমায় জানিয়েছে, গাদ্দআফির নখ, যুবরাজ নায়েফ-এর বিষদাঁত এবং আসাদের সিং দিয়ে বানানো আরক #মুবারককে আবার বাঁচিয়ে তুলেছে।

মুবারকের বারবার হার্টঅ্যাটাক-এর বিষয়ে ইমরান গার্দার-এর একটি ভিন্ন তত্ত্ব আছে।

@ইমরান গার্দা : মুবারকের হৃদয় সম্বন্ধে যে সমস্ত সংবাদ পাওয়া যায়, মিসরিয় নাগরিকরা সব সময় সে সব সংবাদে সংশয় প্রকাশ করে। তারা কখনো নিশ্চিত ছিল না যে মুবারকের হৃদয় বলে একটি কিছু ছিল।

ওই সমস্ত বিস্ময় সাথে যে কতবার মুবারক জীবিত হবে, অথবা মারা যাবে। বাসেম সাবরি টুইট করেছে :

@বাসেম _সাবরি : যদিও আমি এই সংবাদ যাচাই করতে পারিনি, একটি জনপ্রিয় সংবাদে দাবি করা হয়েছে মুবারকের পিতা ১০৪ বছর পর্যন্ত বেঁচেছিলেন, এবং একটি গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান।

নাথান নেমো শঙ্কিত এই কারণে যে এই ঘটনায় যে কতবার মুবারকের উইকিপিডিয়ার পাতাকে আপলোড করা হয়েছে। মেলিসা রোজ পরামর্শ প্রদান করেছেন যে মুবারক জম্বি কোন একটি ব্যান্ডদলের নাম হবার মত আকর্ষণীয় বিষয়, এবং বুদ্ধাস হাগ টুইট করেছেন:

@বুদ্ধাসহাগ: প্রথম দর্শনে ভালবাসায় আমি বিশ্বাস করি না, তবে আমি প্রথম হার্টঅ্যাটাকের মৃত্যুতে বিশ্বাস করি। কিন্তু আরো একবার মুবারক আমাকে ভুল প্রমাণ করল।

কেবল উইকিপিডিয়া নয়, একই সাথে সংবাদপত্র সমূহ বাধ্য হয় মুবারকের মৃত্যু সংবাদ সম্পাদনা করতে। নিউজডিফস (@নিউজফডিফস), অনলাইনের সংবাদপত্রে সাইটগুলোর গুরুত্বপূর্ণ সংবাদের ভিন্ন ভিন্ন সংস্করণের উপর নজর রাখে, তারা প্রকাশ করে কি ভাবে নিউইয়র্ক টাইমসের প্রবন্ধ আপডেট করা হয়, যখন জানা যায় যে মুবারক এখনো জীবিত।

প্রাক্তন রাষ্ট্রপতির জীবন মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে আসা সংবাদ কেবল একমাত্র সংবাদ নয়, যা বর্তমানে মিশরে নিশ্চিত করা যাচ্ছে না, দেশটির পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সে বিষয়টি নিয়েও রয়েছে এক অনিশ্চয়তা। গত সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনে আহমেদ শফিক এবং মোহাম্মদ মোরসি উভয় প্রার্থী নিজেকে বিজয়ী দাবী করেছে। [অবশেষে সরকারি ভাবে মোরসিকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে]।

@দি_ব্লাকলিস্টেড: শফিক এবং মোরসি নির্বাচনে জিতেছে অথবা হেরেছে। মুবারক জীবিত আছেন অথবা মারা গেছেন। সামরিক বাহিনী মিশের নেতৃত্বে রয়েছে অথবা সরে গেছে। তারপরেও আমি অসুখী।

এবং সবশেষে, যদি আপনি কয়েকদিন পরে এই প্রবন্ধ পাঠ করেন, এবং তখনো বিস্ময়ের ঘোরে থাকেন যে মুবারক আসলে মারা গেছেন নাকি বেঁচে আছেন, চিন্তা করবেন না, এর জন্য একটা দরখাস্ত রয়েছে

এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .