কেনিয়াঃ নাইরোবিতে বোমা বিস্ফোরণ, টুইটারে আলোচ্য বিষয়

কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রধান সড়কগুলোর মধ্যে মোই অ্যাভিনিউতে সোমবার বিকেলে একটি বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিক তদন্তে এলাকাটিতে বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ঘটনার আভাস পাওয়া গেছে। কেনিয়ার পুলিশ কমিশনার বোমা হামলার সাথে আল-শাবাবের জড়িত থাকার ঘটনা প্রত্যাখ্যান করেছেন।

সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে কেনিয়ার “অপারেশন লিন্ডা এনচি”(সোয়াহিলি ভাষায় দেশ রক্ষার অপারেশন) নামক সামরিক অভিযানের পর থেকে কেনিয়া সিরিজ বোমা ও গ্রেনেড হামলার শিকার হয়েছে।

টুইটারে, নেট নাগরিকগণ #NairobiBlast (#নাইরোবিব্লাস্ট) #MoiAvenueBlast (মোয়াএভিনিউব্ল্যাস্ট) হ্যাশট্যাগ ব্যবহার করে এই ঘটনার ব্যাপারে আলোচনা ও তথ্য প্রকাশ করেছেন।

নাইরোবিতে বিস্ফোরণের দৃশ্য

নাইরোবিতে বিস্ফোরণের দৃশ্য। টুইটপিকে @JoeWMuchiri কর্তৃক প্রকাশিত।

দয়া করে দূরে থাকুন:

@__RamzZy__(রামজি): আপনি সাংবাদিক না হলে, আপনার ঐ দৃশ্যের কাছে থাকার দরকার নেই। পুলিশ ও উদ্ধারকর্মীদেরকে তাদের কাজ করতে দিন।#MoiAvenueBlast

@cobbo3(কবো৩): মোই ও কিমাথি রোডে বোমাবাজির পর সেখানে লোকজনের জড়ো হওয়া বিপজ্জনক। যদি সন্ত্রাসী হামলা হয়, সাধারণত ভিড়ের মধ্যে আঘাতের জন্য কাছাকাছি দ্বিতীয় একটি বোমা থাকে।

মাধ্যমগুলোর দায়িত্ব:

@jaydab(জেইড্যাব): @mckenziecnn,নাইরোবিতে বোমাহামলা নিয়ে আপনাদের বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। প্রতিবেদন করুন এবং অতিরঞ্জিত করবেন না।

@CyrusNjoroge(সাইরাসএনজর্জ): যখন এই শহরে সামাজিক মাধ্যম এসেছে, আমরা সবাই ‘দক্ষ’ হয়ে গেছি। আমরা কখনোই কিছুর জন্য অপেক্ষা করি না। #Nairobiblast

@saddiqueshaban(সাদিকশাবান): আমি সত্যি আশা করি @MediaCouncilK মাধ্যমকেন্দ্র থেকে নাইরোবি হামলার উপর প্রতিবেদনের জন্য আগ্রহভাবে প্রত্যক্ষ করছে। #nairobiblast. দায়িত্ব অত্যাবশ্যক।

@Kevin2Tek(কেভিন২টেক): #NairobiBlast নাইরোবি বিস্ফোরণ এখন বিশ্বে আলোচ্য বিষয়। দয়া করে লক্ষ্য রাখুন কি টুইট করছেন, ভীতি বা মুখরোচক মিথ্যা ছড়াবেন না!

কেন বিস্ফোরণ ঘটেছিল?:

@iAMneshynsky(আইএমনেসিন্স্কী): জনগণের কোনরকম ধারণায় আসা এবং আল-শাবাবের দায়ভার নিয়ে বলা বন্ধ করা উচিত…এখানে যে কোন কিছুই হতে পারে। #NairobiBlast

@careywinnie(ক্যারিউইনি): ওহ ঈশ্বর, আমি আশা করি আমার ছবি স্টলের বন্ধু ও বাকি সবাই ঠিক আছে!! #NairobiBlast #moiavenue কি হলো?

@jowac50 (জোয়াক৫০): RT #NairobiBlast পুলিশ প্রধান ম্যাথু ইতেরে বললেন বিস্ফোরণ বৈদ্যুতিক ত্রুটির কারণে সংঘটিত – প্রতিবেদন

@Fionaakumu(ফিওনাকুমু): “হামলা” ও “বিস্ফোরণ” শব্দগুলো পুনঃনিরীক্ষণ করা উচিত। কবে থেকে এগুলো একটি অপরটির প্রতিশব্দ হল? #MoiAvenueBlast

সরকারের দায়িত্বহীনতা:

@tonybkaranja(টনিবিকারান্জা): আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রয়োজন কেবল কাগজে কলমে নয়। #nairobiblast

@MisterAlbie(মিস্টার‌অ্যালবি): আবার আমাদের দুর্যোগ অসচেতনতা ও অপ্রস্তুতি আমাদের পেছন থেকে কামড়ে ধরেছে। #Firehydrants etc #MoiAvenueBlast

@TeamKonshens1(টিমকোশেন্স১): দেখলাম আমাদের জরুরি অবস্থার দায়িত্বে নিযুক্ত দলগুলো কতটা অক্ষম!!! টিভিতে সরাসরি সম্প্রচারে ছবির মত মনে হচ্ছে! #NairobiBlast

@iCabway(আইক্যাবওয়ে): #MoiAvenueBlast মোই অ্যাভিনিউ বিস্ফোরণ আরো একবার বোঝালো এই কষ্টের সময়ে কেন অগ্নিনির্বাপক ব্যবস্থা অত্যাবশ্যক। আফ্রিকান শহরগুলো এ ব্যাপারে আশাহত করে।

দুর্ঘটনার মধ্যে লুট:

@iAMneshynsky(আইএমনেসিন্স্কী): লুটেরারাই ভালো জানে তারা মোই অ্যাভিনিউতে কি করছিল #NairobiBlast

@rmunene(আরমুয়েনে): কেনিয়ানরা হামলার কাছের দোকান থেকে জুতা ও কাপড় “টেনে নিচ্ছিল” #nairobiBlast #KTNLiveStream

পুলিশের অদক্ষতা:

@ArybaStacks(আরিবাস্ট্যাকস): আমি জানি না কেন পুলিশ এখনো লোকজনকে মোই অ্যাভিনিউতে ঢুকতে দিচ্ছে…যদি দ্বিতীয় কোন হামলা হয়? #MoiAvenueBlast

@Mwanikih(এমওয়ানিকিহ): পুলিশ জোর করে ভিড় খালি করার চেষ্টা করে খারাপ অবস্থাকে আরো খারাপ করছে। এখন সবাই চিৎকার করছে “লিকুয়া ওয়াপি” [কোথায় ছিলে তুমি?] #NairobiBlast

কেনিয়ান পুলিশ বলেছে হামলায় আহত ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .