ইরানঃ “আমাদের অশ্রু দ্বারা বাঁচাই উর্মিয়া হ্রদ”

Protest banner for Lake Urmia in Khoy

ইরানে আন্দোলনকারীরা উর্মিয়া হ্রদকে চিরস্থায়ী পরিবেশ দূষণ থেকে বাঁচানোর উদ্যোগ ছেড়ে দেয় নি। ২০১২ সালের ২১শে মে আরো একবার উর্মিয়ার এবং ইরানের আজারবাইজানের কয়েকটি শহরের জনগণ বিশ্বের সর্ববৃহৎ লবণাক্ত পানির হ্রদগুলোর মধ্যে একটি একটি মৃতপ্রায় উর্মিয়া হ্রদকে বাঁচানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। খয়ে (নিম্নোক্ত ছবি) আন্দোলনকারীরা “হ্রদ উর্মিয়ার মৃত্যু মানে আজারবাইজানের মৃত্যু” শিরোনামে একটি ব্যানার একটি সেতুতে ঝুলিয়ে দিয়েছেদিয়েছে। এক ব্লগার “আমাদের অশ্রু দ্বারা বাঁচাই উর্মিয়া হ্রদ” বলে একটি কার্টুন প্রকাশ করেছেন।

এখানে উর্মিয়ার বিক্ষোভ ছড়িয়ে পড়া নিয়ে ইরানিয়ান নাগরিকদের দ্বারা প্রকাশিত কয়েকটি ভিডিও রয়েছে।

কড়া নিরাপত্তার উপস্থিতি

এবং এক পুলিশের পাল্টা আঘাত

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .