আরব উপসাগরীয় ইউনিয়ন প্রস্তাবে উদ্বেগ

উপসাগরীয় সরকারগুলো বর্তমান উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-কে ইইউ’র মতো একটি ইউনিয়নে রূপান্তরিতকরণের আলোচনা করছে। আরব উত্থানে সৃষ্ট অনিশ্চয়তা এবং উত্তেজনার আবহ এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাবের সময়ে পদক্ষেপটি এসেছে। প্রথম পদক্ষেপ হিসেবে সৌদি আরব এবং বাহরাইন ঘনিষ্টতর ইউনিয়ন চাইতে পারে।

বিষয়টি নিয়ে পরিপূর্ণ আলোচনা ডিসেম্বর পর্যন্ত বিলম্বিত করা হয়েছে।

জিসিসিভুক্ত সুশীল সমাজের দলগুলো তাদের সরকারগুলোকে পদক্ষেপটি মুলতবি করে একটি গণভোটের মাধ্যমে নিজ নিজ জনগণকে যুক্ত করতে অনুরোধ করেছে। ইরান সৌদি আরব এবং বাহরাইনের প্রস্তাবিত ইউনিয়নের বিরুদ্ধে সমাবেশের আহবান জানিয়েছে এবং এটিকে বাহরাইনের দখল অভিহিত করেছে।

উপসাগরীয় এলাকা জুড়ে ইউনিয়ন পরিকল্পনা সংক্রান্ত উৎকণ্ঠা প্রকাশিত হয়েছে।

জিসিসি রাস্ট্রসমূহ। চিত্র, উইকিমিডিয়া কমন্স থেকে।

সৌদি ব্লগার ও উদ্যোক্তা আইয়াহ সায়হাতি পরিকল্পনাটির সমালোচনা করেছেন:

ইরান – যা কোন হুমকি নয় – তাকে প্রতিহত করার উদ্দেশ্যে  একটি ইউনিয়ন তৈরি করার সৌদি প্রচেষ্টা শুধু সাম্প্রদায়িক আখ্যানটিকেই উন্নত করবে মাত্র। গল্পটি গণতন্ত্র থেকে একটি সাম্প্রদায়িক ছকে সরিয়ে নেয়াতে সম্ভাব্য বিক্ষোভগুলোকে মোকাবেলার ধরনটিকে পাল্টাবে শুধু। ছোট দেশটি অপেক্ষাকৃত বেশি ঘন সম্পদ নিয়ে উন্নয়নের অনেক দিক থেকেই সৌদির চেয়ে এগিয়ে রয়েছে এবং ইতোমধ্যে সেখানে আংশিকভাবে এবং শীঘ্রই সম্পূর্ণরূপে নির্বাচিত সংসদ রয়েছে। সৌদির সঙ্গে একতা মানে শুধু তার সমস্ত মতবাদ-বিশ্বাস এবং সমস্যার উত্তরসূরী হওয়া। যদি মনে করে থাকেন যে আল-সৌদ পূরো এলাকাটিকে শাসন করবেন তবে তার মানে হলো  ঘন সম্পদকে বৃহত্তর সমস্যাসংকুল এলাকাতে এবং সেই সাথে ক্ষমতাকে প্রতি বর্গ এলাকাতে ছড়িয়ে দেয়া। আমি কাতার হলে, কেন আমি ডুব দিব?

কুয়েতি ঘাশান এল-ওয়াগায়ান টুইট করেছেন:

@ঘাশানডাব্লিউ: আপনাকে ধন্যবাদ তবে নাআআআআআআ ধন্যবাদ

বাহরাইনে আলী আল সায়ীদ জিজ্ঞেস করেছেন:

@আলীআলসায়ীদ: ওহ না, #বাহরাইনে মহিলা্রে (গাড়ি) চালায়? (তাহলে)# সৌদি’র সঙ্গে ইউনিয়ন কীভাবে হতে পারে? নারী চালক নিষিদ্ধ?! #জিসিসিইউনিয়ন

কুয়েতি মিশাল আল মুতাইর তার উদ্বেগ প্রকাশ করেছে্ন:

@মিশালআলমুতাইর: اكثر ما اخشاه من هذا الاتحاد كل صاحب راي بالمنامه .. يُحاكم بالرياض ! ‎‫#اتحاد_خليجي‬‏
এই ইউনিয়নের যেটি আমি সবচেয়ে বেশি ভয় পাই সেটা হলো [সম্ভাবনার অর্থে] মানামা’র কারো মতামতের জন্যে তার বিচার রিয়াদে করা যাবে!

বাহরাইনের সাংবাদিক ওয়াফা’আলাম লিখেছেন:

@ওয়াফা’আলাম: من يعتقد أنني ضد قيام اتحاد خليجي فهو مخطأ/ الاتحاد الخليجي مهم ولكن ولادته بدولتين فقط لظرف معين يفقده قيمته لانه يصبح معاق ‎‪‎‪#বাহরাইন‏ ‎‪#জিসিসি‬‏
কেউ আমাকে উপসাগরীয় ইউনিয়নের বিরুদ্ধে মনে করে থাকলে তিনি ভুল করবেন; উপসাগরীয় ইউনিয়ন জরুরী, তবে মাত্র দুটি রাষ্ট্র [থেকে সাড়া] নিয়ে এর জন্ম এটিকে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এটিকে মূল্যহীন করে দেয়, কারণ এটি বিকলাঙ্গ।

সাংবাদিক মোহাম্মদ আলবাঘলি পদক্ষেপটির সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন করেছেন:

@আলাবাঘলি৭৪: دول الخليج صار لهم 9 سنوات مو عارفين يتفقون على مشروع بسيط مثل الاتحاد الجمركي ،، اليوم يبون اتحاد خليجي شامل بين دول الخليج !! تتغشمرون ؟!
নয়টি বছর ধরে উপসাগরীয় রাষ্ট্রগুলো কাস্টমস ইউনিয়্নের মতো একটি সহজ পরিকল্পনাতে সম্মত হতে পারেনি…  আজ তারা (আবার) পরিপূর্ণ একটি উপসাগরীয় ইউনিয়ন চায়! তারা কী মস্করা করছে?

সামাজিক নৃবিজ্ঞানের সৌদি অধ্যাপক মাদাওয়ি আল রশীদ টুইট করেছেন:

@মাদাওয়ি ড.: الوحدة الخليجية ليست عملية مصاهرة بين البنين و البنات بل مستقبل شعوب تطمح لوحدة من نوع اخر ‎‫#اتحاد_خليجي‬
উপসাগরীয় একতা ছেলে এবং মেয়েদের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠার মতো কিছু নয়, তবে সেটা অন্যরকম একতা প্রত্যাশী জনগণের ভবিষ্যত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .