ইন্দোনেশিয়া: রাস্তায় সেনানায়কের মেজাজ গরম

এই মাসের প্রথম দিকে ইন্দোনেশিয়া্র একজন অসামরিক লোকের মুখোমুখি একজন সশস্ত্র লোকের একটি দুই-মিনি্টের ভিডিও ক্লিপ ইউটিউবে প্রচারিত হয়ে টুইটারের একটি বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

“কবয় পালমেরা” ভিডিওটি আক্ষরিক অর্থেই “পালমেরা রাখাল”কে বুঝিয়েছে। পালমেরা হলো পশ্চিম জাকার্তার একটি ব্যস্ত রাস্তা। এতে উভয়ের মধ্যে একটি সংঘর্ষের পর সাদা টি-শার্ট পরিহিত একজন লোককে একজন মোটরসাইকেল চালকের মুখোমুখি হতে দেখা যায়। লোকটিকে একটি পিস্তল ও একটি লাঠি নাড়িয়ে একাধিকবার ফাঁকা গুলি ছূঁড়ে। “কাউবয়” গাড়িটির লাইসেন্স প্লেট একজন ইন্দোনেশীয় সামরিক কর্মকর্তার বলে জানা গিয়েছে

এখানে নেটনাগরিকদের কিছু প্রতিক্রিয়া রয়েছে।রায়হান তার ব্লগে লিখেছেন:

“Setelah bolak-balik memutar Video Koboy Palmerah ini, saya menyangka aparat lieur ini habis nonton film The Raid, berambisi mungkin untuk menjadi pemeran utamanya…”

“…Kalau aparat sudah berlagak koboy begini masihkan bisa disebut Pelindung, Pelayan, dan Pengayom Masyarakat?”

“বহুবার ভিডিওটি দেখে আমার মনে হয় সৈনিকটি  দি রেইড (আক্রমণ) [ইন্দোনেশীয় বক্স অফিসের একটি একশন ধর্মী সিনেমা] দেখে বিভ্রান্ত হয়ে পড়েন, হয়তো তিনি সিনেমাটিতে অন্তর্ভুক্ত হতে চা্ন…”

“… একজন কর্মকর্তা যদি একটি কাউবয়ের মতো আচরণ করেন,  তাহলে আমরা কী এখনো তাকে ‘জনগণের রক্ষক এবং সেবক’ বলতে পারি?”

কিছু কিছু টুইটার প্রতিক্রিয়া:

@dtgbulan yg namanya menembak sipil itu tetap melanggar hukum

@ডিটিজিবুলান অসামরিক লোককে গুলি করার মানে এখনো কিন্তু আইন ভঙ্গ করা”

@budiman_hakim “Kadispen TNI AD: “Tindakan Koboy Palmerah hanya untuk membela diri.” Do you expect people to accept that?

@বুদিমান_হাকিম (ইন্দোনেশিয়ার জাতীয় সেনাবাহিনীর  যোগাযোগ বিভাগের সাইটিং প্রধান): ‘কবয় পালমেরা নিজেকে রক্ষার জন্যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। “আপনি কী আশা করেন যে জনগণ এটা গ্রহণ করেছে?”

@লিটিলমুডিক্যাট পুলিশেরা কী আজকাল এসব করে???

@arisetyo parah, malu-maluin banget kelakuan aparat negara ini..

@আরিসেতিয়ো অসুস্থ করে দেয়ার মতো! কী লজ্জা।”

@আসেপবিএস বন্দুকের পিছনে ভুল মানুষ, ভুল জায়গায়

@FadjarArianto jika bertemu dgn Kapten Arluthfi (Koboy Palmerah), mari kita sama2 pukul kepalanya dgn pentungan! #ArogansiTNI

@ফাদজারআরিয়ান্তো আমাদের সঙ্গে  ক্যাপ্টেন আরলুৎফি’র (কবয় পালমেরা) দেখা হলে, আসুন আমরা তার মাথায় লাঠি দিয়ে একটি আঘাত করি! #অহংকারীসেনা”

ঘটনার একদিন পর পুলিশ স্বীকার করেছে যে ভিডিওটিতে দেখানো জায়গাটিতে একটি গাড়ি চলাচল করেছিল। টেম্পো অনলাইন পত্রিকা অনুসারে গাড়িটির চালক ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং মোটরসাইকেল চালক একজন অসামরিক ব্যক্তি। দুর্ঘটনাটির কারণে সামরিক পুলিশ এসে ক্যাপ্টেনটিকে তাদের থানায় নিয়ে যায়। সামরিক পুলিশ তদন্তটির পর্যবেক্ষণ করবে।

ইতোমধ্যে সৈনিকটি তার সংস্করণটি নিয়ে হাজির হন। ইন্দোনেশীয় জাতীয় সেনাবাহিনীর যোগাযোগ প্রধানের দেয়া একটি বিবৃতিতে তিনি বলেন তার ব্যবহার করা বন্দুকটি নকল বন্দুক ছিল। মোটরসাইকেল চালকটি তার দিকে চিৎকার করে তার জানালায় ধাক্কা মেরেছিল বলে তিনি তার মেজাজ হারিয়েছিলেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .