তিউনিশিয়া: “পার্সিপোলিস” সম্প্রচারে টিভিকেন্দ্র প্রধানের বিরুদ্ধে মামলা

৩রা মে তিউনিশীয় আদালত মার্জানে সাত্রাপি’র অ্যানিমেটেড চলচ্চিত্র পার্সিপোলিস সম্প্রচারের অভিযোগে বেসরকারী চ্যানেল নেসমা টিভির মালিক নাবিল কারুইয়ের বিচারের রায় ঘোষণা করবে।

ফিল্মটির বিভিন্ন দৃশ্যে স্বপ্নে ঈশ্বরকে ভ্রমণ করতে এবং মানুষের আকার নিয়ে আবির্ভূত হতে দেখা যায়। সম্প্রচারটি  প্রচুর ক্ষোভের সঞ্চার করে এবং ১৪৪জন আইনজীবী এবং আরো অনেকে একটি অভিযোগ দায়ের করেন। বিচারটি বহুবার বিলম্বিত হলেও ৩রা মে তারিখে – বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসে – এর রায় ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত হলে কারুই তিন বছর কারাদণ্ড ভোগ করতে পারেন।

এন্নাহাদা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার প্রায় একই সময়ে পার্সিপোলিস সম্প্রচারিত হয় এবং অনেকে এটাকে তিউনিশিয়াকে ইরানের সঙ্গে যুক্ত করে “মধ্যপন্থী এবং সাবধান থাকার “ সতর্কবাণী হিসেবে দেখেছেন।

তিউনিসের বিচারালয়ের সামনে নাবিল কারুই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি, মাছহাদ.কম (সিসি বাই-এনসি-এনডি ৩.০)।

“নেসমা বিচার: ভাগ্যক্রমে হাস্যকরটি হত্যা করে না” [ফরাসী] শিরোনামে একটি ব্লগ পোস্টে ব্লগার এবং এক্টিভিস্ট লিনা বেন মেন্নি বিচারের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করেছেন:

Maître Raja Haj Mansour a été la première avocate de la partie civile à donner un plaidoyer comique dans lequel elle a expliqué que son fils a fait trois nuits blanches successives après avoir regardé le film “Persepolis” et que c'est lui qui lui a demandé de porter plainte contre Nabil Karoui. Par la suite d'autres avocats ont donné des plaidoyers dignes du Moyen-Age.

বাদীর প্রথম আইনজীবি রাজা হাজ মানসুর একটি হাস্যকর আবেদন করেন যাতে তিনি ব্যাখ্যা করেছেন যে তার ছেলে “পার্সিপোলিস” দেখার পর তিন রাত্রি ঘুমাতে না পেরে তাকে নাবিল কুরাইয়ের বিরুদ্ধে মামলা করতে বলেছে। এর অব্যবহিত পরেই অন্যান্য আইনজীবীরা মধ্যযুগীয় কায়দায় যুক্তি প্রদর্শন করেন।

মিরিয়াম মেজিউ কৌতুক করেছেন:

@মিরিয়ামমেজিউ: le fils de Raja mansour a eu une crise car il a vu persepolis!!!! que va-t-il lui arriver qd il regardera son 1er Porno? #nessma

রাজা মানসুরের ছেলের একটি মানসিক সঙ্কট সৃস্টি হয়েছিল পার্সিপোলিস দেখার পর!!!! তাহলে প্রথম পর্ণো দেখার পর কি তার কী হবে? #নেসমা

ডাক্তার এবং রাজনীতিবিদ জেইনেব তুর্কি লিখেছেন:

@জেইনেবতুর্কি: Il est utile de rappeler qu'il ne s'agit pas du procès de #nessma ni de celui de #Persepolis mais celui de la liberté d'expression

মনে রাখা দরকার যে এটা #নেসমা বা #পার্সিপোলিসের বিচারের  বিষয় নয় বরং মত প্রকাশের স্বাধীনতার বিষয়

প্যারিস থেকে আনিসা বি. টুইট করেছেন:

@সুন্দরট্যাঙ্গো৭: আজ #পার্সিপোলিস বিচারের মধ্যে রায়ের দিন। #তিউনিশিয়াতে মত প্রকাশের স্বাধীনতার প্রধান পরীক্ষার দিন। #নেসমাটিভি

নাওয়াত থেকে পাওয়া নিচের ভিডিওটিতে পার্সিপোলিস সম্প্রচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .