বাহরাইন: আব্দুলহাদি আলখাওয়াজা কোথায়?

কিছু দিন ধরে ৮ই ফেব্রুয়ারি থেকে অনশন-ধর্মঘটে থাকা কারারুদ্ধ বাহরাইনের মানবাধিকার এক্টিভিস্ট এবং বিরোধীদলীয় নেতা আব্দুলহাদি আলখোয়াজার কোন খবর নেই। যাবজ্জীবন কারাদণ্ডে গতবছরে দণ্ডিত আলখোয়াজাকে হয়তো আটক অবস্থায় শারীরিক এবং যৌন নির্যাতন করা হচ্ছে এবং হয় তাকে জোর করে খাওয়ানো হচ্ছে অথবা তিনি গুরুতর অবস্থায় রয়েছেন বলে আশংকা করা হচ্ছে।

অনশন–ধর্মঘট:

৮ই ফেব্রুয়ারী একটি অনশন-ধর্মঘট শুরু করে আলখাওয়াজা পরিষ্কার করে দেন যে তার মুক্তি না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। তার পরিবারের মতে তিনি তাদেরকে তার মৃত্যু মেনে নেয়ার জন্যে প্রস্তুত করছেন। ২৩শে এপ্রিল থেকে আলখাওয়াজা পরিবারের কাছে তার সম্পর্কে কোন খবর নেই এবং কর্তৃপক্ষ দেখা-সাক্ষাতের অনুরোধগুলো প্রত্যাখ্যান করছে। সরকারের কাছ থেকে অনতিবিলম্বে উত্তরের দাবিতে হাজার হাজার মানুষ হ্যাশট্যাগ #আলখোয়াজাকোথায় ব্যবহার করে টুইট করছেন। ফ্রন্টলাইনডিফেন্ডা্রসসহ সারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা আলখাওয়াজা সম্পর্কে তথ্যের আহ্বানের সঙ্গে যোগদান করেছে।

খাদিজার ভালবাসার টুইট:

আব্দুলহাদি আলখাওয়াজা এবং তার স্ত্রী খাদিজা আলমুসাভি।

আব্দুলহাদি আলখাওয়াজা এবং তার স্ত্রী খাদিজা আলমুসাভি। খাদিজা আলমুসাভি’র টুইটার অবতার (@তুবলানি২০১০)।

আলখাওয়াজার স্ত্রী খাদিজা আলমুসাভি তার স্বামীর উদ্দেশ্য বার্তা পাঠানোর জন্যে তার টুইটার একাউন্ট (@তুবলানি২০১০) ব্যবহার করেন। একটি টুইটে তিনি @এংরিএরাবিয়া হিসেবে টুইট করা এবং পিতার জন্যে এক-নারী বিক্ষোভের পর বর্তমানে আটক তার মেয়ে জায়নাবের কথা উল্লেখ করেন:

@তুবলানি২০১০: প্রিয় হাদি, আজ আমাদের ডাইনিং টেবিল প্রসারিত করার প্রয়োজন নেই। পরিবার সঙ্কুচিত হয়েছে। জায়নাব জেলে আছে। তোমার অনুপস্থিতি এবং অভাব অনুভব করছে।

অন্যান্য টুইটে তিনি বলেন:

@তুবলানি২০১০: প্রিয় হাদি, (সরকারী) কর্মকর্তারা আমাকে বলছে যে তুমি ভাল আছ। কিন্তু আমার এটা তোমার কাছ থেকে শোনা দরকার। তুমি কখনো মিথ্যা বলো না। তারা সবসময় বলে। তুমি কেন আমাকে ফোন করো না?

@তুবলানি২০১০: প্রিয় স্বামী: তুমি যেখানেই থাক না কেন, তোমার বিছানা থেকেই স্বাধীনতার জন্যে যুদ্ধ চালিয়ে যাও। যদি তুমি এখনো এখানে থেকে থাক।

@তুবলানি২০১০: প্রিয় হাদি, আমি ১০০% তোমার পাশে থাকব এবং আমি ১০০% তোমাকে সমর্থন করব। শুধু তোমার অভাব অনুভব করছি। তোমার হাসি, তোমার দয়ার অভাব অনুভব করছি

বাহরাইনী সংহতি
অনেক বাহরাইনী এমনকি এর আগে জায়নাব আলখোয়াজাকে নিয়ে তর্ক করা সুহাইল আলগোসাইবি’র মতো ব্লগাররাও আলখাওয়াজার অবস্থা সম্পর্কে তাদের আশংকা ব্যক্ত করেছেন:

@সুহাইলআলগোসাইবি: আব্দুলহাদি মারা গেলে সেটা #বাহরাইনের জন্যে একটি দুর্যোগ হবে। #আলখোয়াজাকোথায়

বাহরাইনী কার্টুনশিল্পী আলী আল বাজ্জাজ আলখাওয়াজা সম্পর্কে অনেকগুলো কাজ করেছেন এবং গান্ধী এবং ম্যান্ডেলার সঙ্গে আলখাওয়াজাকে দেখানো নিচের কাজটি পুন:টুইট হয়েছে ব্যাপকভাবে।

গান্ধী এবং ম্যান্ডেলার সঙ্গে আলখাওয়াজা।

গান্ধী এবং ম্যান্ডেলার সঙ্গে আলখাওয়াজা। ছবি @বাজ্জাজ৩২

জোর করে খাওয়ানো?
নির্বাসিত জীবন যাপন করা আব্দুলহাদির আরেকটি মেয়ে মারিয়াম আলখাওয়াজা তার আশংকা ব্যক্ত করেছেন যে হয় তার পিতার অবস্থা গুরুতর নয় তো তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। তিনি বলেন, “আমি জানি যে আমার বাবার স্বেচ্ছায় কোন কিছুই পান করবেন অথবা খাবেন না, যদি না তাকে তারা জোর করে কিছু একটা দেন।”

বাহরাইনের প্রধানমন্ত্রীর একটি সাম্প্রতিক সাক্ষাৎকার আলখাওয়াজার পরিস্থিতির উপর বিতর্কে ঘৃতাহুতি দিয়েছে। তিনি বাহরাইনের বিক্ষোভকারীদেরকে সন্ত্রাসী অভিহিত করে, বাহরাইন সংক্রান্ত বিষয়ে পাশ্চাত্য হস্তক্ষেপ সহ্য না করার উপর জোর দিয়ে বলেন যে আলখাওয়াজা ভাল আছেন এবং তরল (খাদ্য) গ্রহণ করছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .