চিলিঃ আবারও বিক্ষোভের কারন

[অন্য কিছু বর্ণিত না হলে সকল লিংক স্প্যানিশ ভাষায়]

গত ২৫শে এপ্রিল ২০১২ তারিখে একটি মুক্ত, নিবিড় এবং উন্নত মানের শিক্ষা ব্যবস্থার দাবিতে চিলির ছাত্ররা রাস্তায় প্রতিবাদ করে। কয়েক মাস “নিরব” থাকার পর এবং রাষ্ট্রপতি পিনেরা কর্তৃক উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাহায্য সংশোধন উপস্থাপনের কয়েক দিন পরে ছাত্ররা এ বিক্ষোভ করে।

সংস্কার প্রস্তাব অনুযায়ী ব্যাংক নয় বিশ্ববিদ্যালয় নিজেরাই সাধারণ ছাত্রদের ঋণ প্রদান করবে এবং তাঁদের কাছে রেফারেন্স এবং প্রকৃত শিক্ষাব্যয় জেনে নিয়ে এ দুইয়ের মধ্যকার ব্যবধান কমিয়ে এনে নিম্ন আয়ের ছাত্রদের বৃত্তি আবেদনের জন্য সর্বনিম্ন গ্রেড নির্ধারন করবে।

সংশ্লিষ্ট ভিডিওতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেডারেশনের নেতারা মানুষকে প্রতিবাদ করার জন্য আহ্বান জানান এবং # ইওমারকোয়েল২৫ -নামের টুইটার হ্যাশট্যাগ চালু করতে বলেন। (২৫ তারিখে আমি  প্রতিবাদ করি)

বিখ্যাত ছাত্রনেতা কামিলা ভালেজো (@ক্যামিলা_ভ্যালেজো)ব্যাখ্যা করেন:

Porq no queremos cambiar deuda x deuda, porq necesitamos erradicar el lucro y recuperar la educación pública #YoMarchoel25

আমরা ঋণের সঙ্গে ঋণ বিনিময় করতে চাই না, কারণ লাভের আশা ত্যাগ করে আমাদের গণশিক্ষা পুনরুদ্ধার করতে হবে। # ইওমারকোয়েল২৫

ছাত্রনেতা জর্জিও জ্যাকসন (@জর্জিওজ্যাকসন ) ছিলেন আশাবাদী:

Ojalá mañana seamos varios miles los activistas del pacifismo… ¿Quién marcha mañana?#yomarchoel25

আশা করি আগামীকাল আমরা শান্তি কর্মীরা সংখ্যায় হাজার হাজার হব… কারা আগামীকাল প্রতিবাদ করবে? # ইওমারকোয়েল২৫

স্থাপত্য বিদ্যার ছাত্র পাবলো (@ কাট_কপি_) এই প্রেক্ষাপট সংক্রান্ত তথ্য এভাবে শেয়ার করেন:

#yomarchoel25 porque según la UNESCO, el sistema educativo de Chile fomenta la DESIGUALDAD@javier_alatorrehttp://portal.unesco.org/geography/es/ev.php-URL_ID=15019&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html#yoapoyoalosestudiantes

#ইওমারকোয়েল২৫ ইউনেস্কোর তথ্য অনুযায়ী, চিলির শিক্ষা পদ্ধতিতে অসাম্য বিরাজমান http://portal.unesco.org/geography/es/ev.php- URL_ID=15019&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html#yoapoyoalosestudiantes

মাটিআস গোয়েনেচেয়া (@এমগএনেচেয়া ) এই পরিবর্তন নিয়ে কথা বলার পাশাপাশি তিনি একটি স্বাস্থ্য ব্যবস্থাও দেখতে চান:

Porque en Chile requerimos cambios estructurales:#yomarchoel25 por la educación, voto en el#PlebiscitoSalud

কারণ চিলিতে শিক্ষার জন্য আমাদের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন: #ইওমারকোয়েল২৫ আমি ভোট দেই #প্লেবিস্কিতোসালুদ তে(স্বাস্থ্য সংক্রান্ত গণভোট)

স্টুডেন্ট ফেডারেশন অফ দি ইউনিভার্সিটি অব চিলি( এফ ই সি এইচ) এর প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক  (@গ্যাব্রিয়েলবরিক ) বিষয়টির সারমর্ম করেন ঃ

Porque queremos que en Chile, la calidad de tu educación no dependa de la plata en tu bolsillo,#YoMarchoEl25

কারন আমরা আশা করি চিলিতে শিক্ষার মান পকেটের টাকার উপর নির্ভর করবে না, #ইওমারকোয়েল২৫

ছাত্র আন্দোলন স্পেশাল, ২০১১।

ছাত্র আন্দোলন স্পেশাল, ২০১১। ছবি ফ্লিকার ব্যবহারকারী মুসেও দে আর্তে ক্যালেজেরো (সিসি বাই-এন সি- এস এ ২.০) , ২৫ সেপ্টেম্বর, ২০১১ তে ছবি তোলা হয়।

টালকা থেকে @নাদাপাবলোকিছু পরামর্শ দেন:

Conoce tus derechos en caso de detenciónhttp://www.codepu.cl/documentos/cartilla.pdf(vía CODEPU) #YoMarchoel25#Yoapoyoalosestudiantes

আপনি যদি গ্রেফতার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অধিকার সম্পর্কে জানতে হবে: http://www.codepu.cl/documentos/cartilla.pdf(vía CODEPU) #ইওমারকোয়েল২৫ #ইওপলয়ালেসস্তুদিয়ান্তেস

সঙ্গীত দল ইল্লাপু (@ ইল্লাপু) বলেঃ

Vaaaaamos compañeros hay q ponerle un poco + de empeño salimos a la calle nuevamente la educ chilena no se vende se defiende #yomarchoel25

সঙ্গীসহ এগিয়ে চল, আমাদের আরো শক্তি প্রয়োগ করা প্রয়োজন এবং আবার রাস্তায় নামা উচিত, চিলির শিক্ষা বিক্রির জন্য নয়, এটা রক্ষা করতে হবে। #ইওমারকোয়েল২৫

নেট নাগরিকরা #ইওপলয়ালেসস্তুদিয়ান্তেস (আমি ছাত্রদের সমর্থন করি) হ্যাশট্যাগে ছাত্রদের সমর্থন দিয়ে মন্তব্য করেন

ডিফামেডোরস একাউন্ট (@ডিফামাডরেস) বলেন:

#yomarchoel25 Por que basta de aspirinas, hay que hacer cambios profundos al sistema educacional chileno. #yoapoyoalosestudiantes

#ইওমারকোয়েল২৫ কারণ আমাদের যথেষ্ট এসপিরিন ছিল, চিলির শিক্ষা ব্যবস্থায় আমাদের গভীর পরিবর্তন প্রয়োজন ।#ইওপলয়ালেসস্তুদিয়ান্তেস

পালোমা (@মাইটা_ কলম্বি) এপর্যন্ত সরকারের দেওয়া সমাধানের সমালোচনা করেন:

Porque no queremos “soluciones” parche y queremos educación de calidad, gratuita y laica#yoapoyoalosestudiantes

কারণ আমরা জোড়াতালি “সমাধান” চাইনা এবং আমরা একটি ভাল মানের, বিনামূল্যে এবং নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা আশা করি। #ইওপলয়ালেসস্তুদিয়ান্তেস

টুইটার ব্যবহারকারী জেসিকা তাবিলো (@জেসিকা তাবিলো)বলেন:

Por el derecho de todas las familias a dar a sus hijos una EDUCACION de calidad#yoapoyoalosestudiantes,ahora y siempre!todos a marchar hoy!

প্রত্যেক পরিবার থেকে তাঁদের সন্তানদের উপযুক্ত মানের শিক্ষা প্রদান করার অধিকার সবসময়ই রয়েছে! সবার আজ প্রতিবাদ করতে হবে! #ইওপলয়ালেসস্তুদিয়ান্তেস

সম্প্রতি স্নাতক সমাপ্তকারী লুইস এমিলিও (@ডিয়াজলুইসএমিলিও) পরিশেষে বলেন:

Sólo en la calle se consiguen grandes transformaciones sociales #yomarchoel25

একমাত্র রাস্তায় বড় সামাজিক রূপান্তরগুলো অর্জিত হয়! #ইওমারকোয়েল২৫

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .