মালয়েশিয়া: বেরশিহ ৩.০ অবস্থান ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে

মালয়েশিয়ার নির্বাচনী সংস্কার আন্দোলন বেরশিহ (পরিষ্কার) ২৮শে এপ্রিল মালয়েশিয়ার দাতারান মারদেকায় একটি বেরশিহ ৩.০  দুদুক বান্তাহ (অবস্থান-ধর্মঘট) আয়োজন করেছে। সমাবেশটির দাবি তিনটি:

১. দায়িত্ব পালনে ব্যর্থ এবং জনগণের আস্থা হারানোর কারণে নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
২. ১৩তম সাধারণ নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী প্রক্রিয়া পরিষ্কার করতে হবে।
৩. ১৩তম সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাতে হবে।

ফেডারেল (যুক্তরাষ্ট্রীয়) সংবিধানে আমাদের সংরক্ষিত অধিকারের বলে বেরশিহ ৩.০ এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমাদের মতামত একত্র এবং প্রকাশ করে পরিষ্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

সংসদীয় বাছাই কমিটির সুপারিশগুলোকে বেরশিহ অপর্যাপ্ত হিসাবে প্রত্যাখ্যান করেছে, আর এই আয়োজনটি গোষ্ঠীটির সেই প্রতিক্রিয়া:

বেরশিহ ২.০ বিশ্বাস করে যে সংসদীয় বাছাই কমিটির অনেকগুলো সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করা সম্ভব। বাস্তবায়নের জন্যে আমরা দীর্ঘ সময় দেয়ার প্রয়োজন দেখি না। আমরা বারবার বলছি যে ১৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বেরশিহ ২.০ এর দাবি করা সংস্কারগুলো বাস্তবায়ন করা উচিৎ।

বেরশিহ ২.০ এর দৃষ্টিতে বর্তমানে মালয়েশিয়াতে সংঘটিত নির্বাচনী জালিয়াতি ও অন্যান্য অনিয়মগুলো – যা সভ্য, ন্যায়পরায়ণ এবং শান্তিকামী মালয়েশীয়দের অব্যহত উদ্বেগের কারণ – খুব সম্ভবত  অপ্রতিরোধ্যভাবে চলতে থাকবে। মালয়েশীয়দের মন্দগুলোকে ঠিক করার এবং বর্তমান এবং ভবিষ্যত উপকারের একটি সুবর্ণ সুযোগ দুঃখজনকভাবে ছুটে গেল।

গত বছর বেরশিহ ২.০ সমাবেশে কুয়ালালামপুরের রাস্তায় অর্ধ লক্ষের বেশি মানুষ জড়ো হয়েছিল । এটা সরকারকে ব্যাপক নির্বাচনী সংস্কারের দাবি স্বীকার করতে বাধ্য করেছিল।

গত বছরের শান্তিপূর্ণ সমাবেশটিকে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তা সহিংস হয়ে উঠে। নীচে বেরশিহ ৩.০ এর জন্যে একটি ভিডিও টিজার রয়েছে যেখানে গত বছরের বেরশিহ ২.০ সমাবেশের কিছু দৃশ্যও দেখানো হয়েছে:

ডালিয়া মার্টিনও সংসদ উপস্থাপিত নির্বাচনী সংস্কার সুপারিশগুলো নিয়ে বেরশিহর হতাশা সংক্ষেপে তুলে ধরেছেন:

…. প্রতিবেদনের অনেক সুপারিশে সময়সীমা ছিল না – তার মানে হলো প্রস্তাবিত সংস্কারগুলো পরবর্তী সাধারণ নির্বাচনের জন্যে হয়তো যথাসময়ে বাস্তবায়িত না হওয়াই সম্ভব।

বেরশিহ ২৮শে এপ্রিল বিশ্বব্যাপী একটি প্রতিবাদ আহ্বানের মাধ্যমে  তাদের মতে মালয়েশিয়ার সর্বকালের “নিকৃষ্টতম” নির্বাচনের প্রতি দ্রুত সাড়া দেয়।

ড. অং কিয়াং মিংয়ের একটি সমীক্ষা ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছে:

সবশেষে ২০১০ সালের ৪র্থ ত্রৈমাসিকের, ১ম থেকে ৩য় ত্রৈমাসিক আপডেটের এবং ২০১১ সালের ৩য় ত্রৈমাসিক ভোটার তালিকার বিস্তারিত বিশ্লেষণে দেখা যায় যে জনসমক্ষে প্রদর্শন ছাড়াই এক লক্ষ ছয় হাজার ভোটারকে বাদ দেয়া এবং সাত হাজার ভোটারকে যুক্ত করা হয়েছে।

খু কে পেং নির্বাচন কমিশনকে বেরশিহ উত্থাপিত অভিযোগসমূহের জবাব দেয়ার উপদেশ দিয়েছেন:

নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের আগে অবিলম্বে এবং দ্রুতগতিতে নির্বাচনী ভোটার তালিকার অসামাঞ্জস্যতাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, কমিশনের চেয়ারম্যান এবং তার কমিটি সরে দাঁড়ানোর ক্রমবর্ধমান চাপ এড়াতে পারবে না।

এটির নেতিবাচক প্রতিক্রিয়াই এপর্যন্ত বেরশিহ ৩.০-এর বিশ্বাসযোগ্যতা এবং প্রাসঙ্গিকতা তৈরী করেছে। বিশেষত ডিবিকেএল-এর মতো কর্তৃপক্ষের এই শান্তিপূর্ণ প্রতিবাদটিকে একটি রাজনৈতিক প্রচারাভিযানের চেহারা দেয়ার চেষ্টা করা উচিৎ নয়। এটি পুনর্গঠনের গতি এবং ক্ষমতাসীন শাসকগোষ্ঠী ও এর নিয়োগপ্রাপ্তদের আন্তরিকতাহীনতার প্রতি জনগণের হতাশার একটি প্রদর্শনী মাত্র।

নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী ভোটার তালিকা পরিষ্কার করার পরিকল্পনা ঘোষণা করার অথবা তাদের অদক্ষতা এবং অসঙ্গতির বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদের সম্মুখীন হওয়ার জন্যে ৪৮ ঘন্টার কম সময় আছে।

"Election Fraud by Numbers"

সংখ্যা দিয়ে নির্বাচনী জালিয়াতি

জ্যাকুলিন এন সুরিন বেরশিহ উদ্যোক্তাদের বিরুদ্ধে কিছু সমালোচনা  সামলেছেন:

কেউ বেরশিহ ২.০ এবং বর্তমানে বেরশিহ ৩.০ সমর্থন করুন বা নাই করুন, সংখ্যাটিই প্রমাণ করে নাগরিকদের বর্তমান নির্বাচনী ব্যবস্থাটির প্রতি তাদের অসন্তুষ্টি প্রকাশের প্রয়োজনীয়তা রয়েছে।

…আমার মতে এসব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সাহায্য প্রত্যাশা একটি দায়িত্বশীল বিবেচনা, বিশেষ করে যখন অতীতে রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় শক্তিগুলো দায় মুক্তিসহ শান্তিপূর্ণ নাগরিকদের প্রতি সহিংসতার হুমকির প্রতিটি চিহ্ন প্রকাশ করেছে।

ফেসবুকে ডিকি বোয় বেরশিহ ৩.০-কে সমর্থন করে বলেন:

আমার স্ত্রী এখন আর মালয়েশিয়ান না হলেও আমরা ‘নিকটতম’ বেরশিহ অনুষ্ঠানস্থল থেকে অনেক দূরে।

তবে আমাদের শেকড় এখনো আমাদের সবার মধ্যেই প্রোথিত বলে, যারা আমাদের অধিকারের পক্ষে তাদের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা রয়েছে। আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই। তাই নিরপরাধ নাগরিকদের উপর ভয়াবহ এবং নির্মম পুলিশী বর্বরতা দেখে খুবই দুঃখিত।

@এড্রিয়ানে টুইটারে সহযোগী নেটনাগরিকদের জন্যে একটি বার্তা রেখেছেন:

অনেক বছর পর আপনার নাতি-নাতনীরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি #বেরশিহ ৩.০-তে ছিলেন কিনা। আপনি কি তাদের বলতে চান যে আপনি শুয়ে থেকে শনিবারের কার্টুন দেখেছেন? 😉

বেরিশ ৩.০ এখনো সমাবেশ স্থলের জন্যে পুলিশের সঙ্গে সমন্বয় করছে। ১৪টি দেশের ৪১টি শহরে এর সমর্থনে কর্মসূচী আয়োজনের কারণে বেরশিহ ও একটি বৈশ্বিক ঘটনা হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .