‎‪মিশর: টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্কের সময় এখন?

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশর নির্বাচন ২০১১/১২-এর অংশ।

মিশরীয় প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে শুধু মিশর নয় আরববিশ্বের সব স্থান থেকেই টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্কের দাবি উঠছে। ২০০৫ সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় মুবারক এধরনের বিতর্কের আহবান অস্বীকার করেন। কিন্তু বর্তমানে প্রথমবারের মতো একটি সত্যিকারের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মিশরীয় ভোটাররা তাদের দেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানের মতো বিতর্ক দেখার অপেক্ষায় রয়েছে।

২২শে এপ্রিল তারিখে টুইটার ব্যবহারকারীরা “মোনাজারাত” (“বিতর্ক”) ধারণাটি নিয়ে আলোচনা করে এবং টেলিভিশনে মিশরের রাষ্ট্রপতি বিতর্কের আহবান জানায়।

১৯৬০ সালে টেলিভিশনে প্রচারিত প্রথম মার্কিন রাষ্ট্রপতি বিতর্কে সিনেটর জন এফ. কেনেডি এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড এম. নিক্সন।

১৯৬০ সালে টেলিভিশনে প্রচারিত প্রথম মার্কিন রাষ্ট্রপতি বিতর্কে সিনেটর জন এফ. কেনেডি এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড এম. নিক্সন। উইকিমিডিয়া কমন্স থেকে নেয়া ছবি।

বাসেম সাব্রি টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্ক দাবি করে প্রচারাভিযান শুরু করেন এবং টুইটারে হ্যাশট্যাগ (#মোনাজারাত) ব্যবহার করেন।

সাফওয়াত সাফি টুইট করেছেন [আরবী]:

@Safwat_Safi: أعتقد أول مناظرة متلفزة كانت في الستينات بين كنيدي ونيكسون، من الجميل أن نرى ذلك في العالم العربي بعد 50 عاما
@সাফওয়াত_সাফি: আমার মনে হয় প্রথম টেলিভিশনে বিতর্কটি  কেনেডি এবং নিক্সনের মধ্যে ষাটের দশকে হয়েছিল; তার থেকে ৫০ বছর পরে আরব বিশ্বে এটা দেখতে ভালই লাগবে।

সাংবাদিক মোহাম্মদ আবদেল কোদোস তার ব্লগে লিখেছেন [আরবী]:

أتمنى رؤية مناظرات على الهواء مباشرة بين المرشحين لمنصب رئاسة الجمهورية كما يحدث فى الدول المتقدمة، فهل ستجد تلك الأمنية طريقها إلى أرض الواقع أم تظل حلماً فى المشمش؟
আমি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিত্ব নিয়ে ঠিক উন্নত দেশগুলির মতো প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্ক দেখতে চাই। তা কী বাস্তবতা লাভ করবে, নাকি তা শুধু একটি স্বপ্ন হয়েই থাকবে?

ব্লগার সারা লাবিব তার বিস্ময় প্রকাশ করেন [আরবী]:

@SaraLabib: دى اول مرة يبقى قدامنا اكتر من مرشح حقيقى و مش عارفين مين اللى هيكسب، خلينا نرسخ ثقافة الحوار و المناقشة و المناظرات بين المرشحين ‎‪‬‏
@সারালাবিব: এবারই প্রথম আমাদের সামনে একাধিক প্রকৃত প্রার্থী রয়েছে, এবং আমরা জানি না কে জয়লাভ করবে; আসুন প্রার্থীদের মধ্যে সংলাপ, আলোচনা এবং বিতর্কের সংস্কৃতি জোরদার করি

টুইটার ব্যবহারকারী তা৭রিরো বিতর্কের কিছু বিষয় প্রস্তাব করেছেন:

@খেলালি: স্বাস্থ্য, বস্তি, রাস্তার শিশু, সাংস্কৃতিক ঐতিহ্য, উদ্ভাবন

লেখক মারওয়া এলনাগার প্রেসিডেন্ট নির্বাচনে পোস্টার উন্মত্ততার সমালোচনা করে টুইট করেছেন [আরবী]:

@marwame: الشعارات والبوسترات مش هتقوللي حاجة عن المرشحين ولكن المناظرات هتوضح كل واحد بيفكر ازاي وبرنامجه مبني على تخطيط سليم ولا لا
@মারওয়ামি: স্লোগান এবং পোস্টার প্রার্থীদের সম্পর্কে আমাকে কিছু বলবে না, কিন্তু বিতর্ক প্রত্যেক প্রার্থী কী চিন্তা করছেন এবং তার কর্মসূচী বাস্তব পরিকল্পনা ভিত্তিক কিনা তা পরিষ্কার করবে

আয়াদ এলবাগদাদি কৌতুক করেছেন:

@আয়াদ_এলবাগদাদি: অন্ততঃ #মিশর-এর রাষ্ট্রপতি বিতর্ক আমাদের বিদ্যমান কৌতুক অভিনেতাদের কিছু নতুন রসদ সরবরাহ করবে!

হেশাম আলকুরাইনি বিশ্বাস করেন এধরনের বিতর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে [আরবী]:

@heshamq: لو فعلاً تمت هذه المناظرات بين مرشحي الرئاسة المصرية ستكون نقلة نوعية مهمة في التاريخ السياسي العربي يظهر للمرة الأولى ‎‪
@হেশামকিউ: সত্যি সত্যিই মিশরের রাষ্ট্রপতি প্রার্থীদের মধ্যে বিতর্ক হলে তা হবে আরব রাজনৈতিক ইতিহাসে একটি অভূতপূর্ব অগ্রগতি।

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশর নির্বাচন ২০১১/১২-এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .