ভিডিও: ইসলাম সম্পর্কিত জ্ঞান নিয়ে উন্নত সাহায্য ও উন্নয়ন আলোচনা

ইসলাম সম্পর্কিত জ্ঞানের অভাব এবং মুসলমান সম্প্রদায়ের সঙ্গে সাহায্য এবং উন্নয়ন সংস্থাগুলো সম্পর্কের ধরন এ দু’টোর মধ্যে সম্পর্ক নিয়ে আনকালচার্ড প্রকল্পে একটি আলোচনা চলছে। সাহায্য পেতে পারে এমন একটি বৃহৎ জনগোষ্ঠীকে ভালভাবে বোঝানোর পথ প্রশস্ত করার উদ্দেশ্যে ইসলাম কী তা ব্যাখ্যা করে শন আহমেদ একটি সহজ ও স্বল্পদৈর্ঘ্য ভিডিও তুলে ধরার প্রয়াস পেয়েছেন।

শন আহমেদ তার ৭ই এপ্রিল, ২০১২ তারিখের অন্য একটি পোস্ট সাহায্যসম্পর্কিত কাজ, সন্দেহবাতিকতা এবং ইসলাম-এ একজন মুসলমানের পক্ষ থেকে ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছেন এবং এতে অন্যদের সন্দেহবাতিকতার পাশাপাশি শ্রদ্ধাও অনুপস্থিত।

আমি আশা করি সাহায্য কর্মীরা (বিশেষত প্রচুর পরিমাণ মুসলমান আছে এমন দেশে কর্মরত সাহায্য কর্মীরা) বেশি করে এটা বুঝবেন। কারণ বিশেষ করে সাহায্য এবং উন্নয়ন সম্পর্কে অনলাইন আলোচনায় সন্দেহবাদিতার প্রতি একটি প্রবণতা রয়েছে।

তিনি নভেম্বর, ২০১২ তারিখের একটি পোস্ট ইসলাম এবং অনলাইন সাহায্য ও উন্নয়ন আলোচনাতে উল্লেখ করেছেন এই সংখ্যালঘুরা সেই আলোচিত সাহায্য উদ্যোগের উদ্দিষ্ট জনগণ হওয়া সত্ত্বেও কীভাবে অনলাইন সাহায্য আলোচনাগুলো সংখ্যালঘুদের উপেক্ষা করছে। এবং তিনি মনে করেন যে কারণ সাংস্কৃতিক মান প্রতিফলিত না করা এসব সাহায্য আলোচনার সুরটি এই বর্জনের একটা কারণ হতে পারে এবং এটা বিশেষ করে বাংলাদেশের মতো মুসলিমপ্রধান দেশে সাহায্য শিল্পের গড়ে উঠা খারাপ চিত্রটিকে প্রভাবিত করছে:

শুধুমাত্র অনলাইন সাহায্য আলোচনায় প্রায়শই ছুড়ে দেয়া খুঁতখুঁতে, বিদ্রূপ, এবং ব্যক্তিগত আক্রমণের কারণেও এই বর্জন হতে পারে… ইতোমধ্যে অনেক বাংলাদেশী আমাকে বলেছেন যে সাহায্য শিল্প এবং আন্তর্জাতিক বেসরকারী সংস্থাগুলো তাদেরকে, তাদের মূল্যবোধকে অথবা তাদের কোন কিছু করার ধরনকে প্রতিফলিত করে না। দরিদ্রদের সাহায্যের জন্যে যারা কাজ করছেন তারা যদি দৃষ্টিভঙ্গিটি মেনে নিয়ে প্রশংসা করতে পারেন… তখন তারা হয়তো সঠিক প্রতিপন্ন হতে পারেন।

অসংস্কৃত প্রকল্পের সর্বশেষ পোস্ট ইসলাম:১০১-এ আহমেদ প্রস্তাব করেছেন সাহায্য প্রতিষ্ঠানসমূহের লক্ষিত কমিউনিটিগুলোর উন্নততর সাংস্কৃতিক বোধবুদ্ধি ঐ একই সাহায্য প্রতিষ্ঠানগুলোকে একটি উন্নততর পরিবেশ দিতে পারে, তখন তারা অজ্ঞতা এবং বৈষম্যের কারণে একটি নির্দিষ্ট দলের সঙ্গে কাজ করতে অস্বীকার করার পরিবর্তে এই জ্ঞানটি থেকে সেই সংস্কৃতি এবং কাজ সম্পর্কে শিখতে পারবে।

তবে ইসলাম কী? একজন ধর্মীয় পণ্ডিতকে উদ্বৃত করার পরিবর্তে, আমি মনে করি আমার বন্ধু জন গ্রীণ ইসলামকে খুব চমৎকারভাবে এই ভিডিওটিতে সংক্ষেপে তুলে ধরেছেন। আপনার কাছে ব্যয় করার মতো ১৩ মিনিট সময় থাকলে, এটা দেখা অবশ্য কর্তব্য:

এই ভিডিওটি বিশ্ব ইতিহাস  এবং জীববিজ্ঞানের সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় ভিডিওভিত্তিক ক্র্যাশ কোর্স নামের একটি অনলাইন ধারাবাহিক থেকে নেয়া।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .