বাহামা: নির্বাচনী আলোচনা

বাহামাবাসী দেশের ২০১২ সাধারণ নির্বাচনে ৭ই মে ভোট দিবে। ব্লগাররা ইতোমধ্যে এই ব্যাপারে কথা বলতে শুরু করেছে। এই পোস্টে আলোচনা চলতে থাকে…

একজন টুইটার ব্যবহারকারী ভোট দিবেন কি দিবেন না সে বিষয়ে উত্তর দেয়ার জন্যে ব্লগওয়ার্ল্ড ১৫ই এপ্রিল ২০১২ তারিখের একটি পোস্টের জন্যে তার সাপ্তাহিক টুইটার আপডেটসমূহের সারসংক্ষেপ করেছেন:

@নিকোবেট: পুণঃটুইট @নোয়েলসএশ আমি কি ভোট দিবো? সমস্ত ৩টি দলকেই অপর্যাপ্ত মনে হয় আমার উভয়সঙ্কটটি ঠিক এটাই। যদিও আমাদের এখনও একটি নথি বাকী আছে #পিএলপি #

আসলে পোস্টে তার গুরুত্ব দেয়া বেশিরভাগ টুইটগুলো আসন্ন নির্বাচনের দলীয় ইশতেহার থেকে শুরু করে রাজনৈতিক বিতর্কের প্রয়োজন পর্যন্ত জন্যে প্রতিটি বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। একজন শিক্ষাবিদ হিসেবে এছাড়াও তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে হ্যাশট্যাগ #বিতর্কদাবি ব্যবহার করে মনোযোগ সৃষ্টি করতে আগ্রহী। নির্বাচনী প্রতিযোগিতা কীভাবে হবে সে সম্পর্কে ব্লগ বিশ্বে অন্যান্য যেসব পর্যবেক্ষণ তৈরী হচ্ছে তার মধ্যে রয়েছে:

@নিকোবেট: হতাশ হয়েছি। জনগণের প্রতি কোন বাস্তব আস্থা প্রকাশিত হয় নি। যখন আমাদের সুদূরপ্রসারী দৃষ্টি প্রয়োজন তখন ইশ্তেহারগুলো রক্ষণশীল এবং হিসেবী। নাগরিকদের ভৃত্য না হতে শিখানো দরকার #

@নিকোবেট: অর্থনৈতিক জগতে সত্যিকার কিছু বিকল্প খুঁজতে গিয়ে একইরকম আরও কিছু দেখছি। সৃজনশীলতায় নয় বশ্যতায় বিনিয়োগ। #বিতর্কদাবি #

@নিকোবেট: আমরা কী আগামীতে সারাক্ষণ রাজনৈতিক সাফল্য হিসেব করে না এমন কোন শাসন দেখতে পাবো না? আরম্ভটা অনুকূল হলো না #বিতর্কদাবি #

@নিকোবেট: #ডিএনএ কথা বলার বিষয়। #এফএনএম ইশ্তেহার দিয়েছে। #পিএলপি আমরা অপেক্ষা করছি – #বিতর্কদাবি #

এটা আমাদেরকে এমন তিনটি রাজনৈতিক দলের কাছে নিয়ে এসেছে যারা এতে যুদ্ধ করে আসন্ন ৭ই মে’তে বিজয়ী হিসেবে আবির্ভূত হওয়ার আশা করে। সংসদীয় গণতন্ত্রের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন মুক্ত জাতীয় আন্দোলন এবং বিরোধী প্রগতিশীল উদারনৈতিক দল। কিন্তু এই বছর জাতীয় গণতান্ত্রিক জোটকে নিয়ে কেউ এর ধরনটি পছন্দ করুক বা নাই করুক মনে হচ্ছে এটা শুধু ত্রিদলীয় প্রতিযোগিতা হিসেবে অন্ততঃ মনযোগ আকর্ষন করতে পারে। বাহামা পন্ডিতেরা এখানে কিছু নির্বাচনী পূর্বাভাস দিয়েছেন, তবে যেহেতু ভোটের দিনের মাত্র কয়েক সপ্তাহ রয়েছে বলে দেখা যাক সবকিছু কীভাবে শেষ হয়।

ইতোমধ্যে ব্লগাররা আলোচ্য বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করেছেন। বাহামা ওয়েবলগে রিক লো বিরোধীদলের অপরাধ মোকাবেলা করার ক্ষমতা সম্পর্কে বিস্মিত হয়েছেন:

আমি সাধারণতঃ সতর্ক হই যখন রাজনৈতিক শ্রেণী তাদের পরিকল্পিত একটি সফল কর্মসূচী বারবার গ্রহণ করতে থাকে, যদিও দেশের শুধু এরকম আরো অনেকগুলো দরকার। আমাদের সব সমস্যার সমাধান করতে আমলাতন্ত্রের শুধু দরকার আরো বেশী সম্পদ (করদাতাদের অর্থ)।

আর পিএলপি’র শহুরে নবায়ন ২.০-এর ক্ষেত্রে এই ঘটনাটিই ঘটেছে।

আমি সমাজবিজ্ঞানী বা মনোবিজ্ঞানী নই, কিন্তু আমি জানি যেসব বাগাড়ম্বর চলছে তা সমাধান নয়। রাজনৈতিক দলগুলো যদি অবশ্যই জড়িত হতে চায় তাহলে তাদের যা করতে হবে তা হলো সব বাহামাবাসী, এফএনএম এবং একইভাবে পিএলপিকে ভোগানো অপরাধকে একটি জাতীয় সমস্যা গণ্য করে সম্ভাব্য সমাধানের জন্যে একসঙ্গে কাজ করতে হবে।

অপরাধের উপর একটি যৌথ রাজনৈতিক সমাবেশ হতে পারে? অন্ততঃ সেখানে প্রচুর লোক তো থাকবে।

নির্বাচনী এলাকাগুলোর অফিসে আশেপাশের অপরাধ পর্যবেক্ষণ চালু সম্পর্কে কী বলেন?

আমি মনে করি না শহুরে নবায়ন ২.০ অপরাধ সমস্যা সমাধানে কাজ করবে, ঠিক যেমন শহুরে নবায়ন ১.০ কাজ করেনি।

আকর্ষণীয় স্লোগানের চেয়ে দেশের আরো বেশি কিছু প্রাপ্য।

এছাড়াও ব্লগটি প্রধানমন্ত্রী হিউবার্ট ইনগ্রাহাম এবং ও বিরোধীদলীয় নেতা পার্সিভাল ক্রিষ্টির নীতি সুপারিশমালা নিয়ে প্রশ্ন এবং ফলাফল তুলনা করেছে

প্রত্যাশিতভাবেই ইন্টারনেট এবং সামাজিক মিডিয়া নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ (যা রাজনৈতিক সত্ত্বাগুলোর নিজেদের বার্তাগুলো ছড়িয়ে দেয়ার জন্যে টুইটারের মত বিভিন্ন মাইক্রো ব্লগিং সাইট ব্যবহার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে) করে দিয়েছে। বাহামা নির্বাচন ২০১২ সাইট নেটনাগরিকদের তাদের সফল প্রার্থী বেছে নেয়ার সুযোগ দিয়েছে এবং এই পোস্টটি ফেসবুকে আলোচনা কীভাবে ফলাফলে প্রভাব ফেলতে পারে তা পরীক্ষা করেছে।

এই “ভোট দান “ পোস্টে ব্যবহৃত থাম্বনেইলের ছবি ক্যালিফোর্নিয়া মহিলা ভোটার লীগের একটি কৃতজ্ঞতা ২.০ মৌলিক (সিসি বাই ২.০) সৃজনশীল সাধারণ লাইসেন্সের আওতায় ব্যবহৃত। ক্যালিফোর্নিয়া মহিলা ভোটার লীগ ফ্লিকার ফটোস্ট্রীম পরিদর্শন করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .