আর্জেন্টিনা: “আমি বিদ্যালয় নয়, শিক্ষায় বিশ্বাস করি”

এডুকেশন ভিভা (লাইভ শিক্ষা) প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তাদের প্রথম ভিডিও “আমি বিদ্যালয় বিশ্বাস করি না, আমি  বিশ্বাস করি শিক্ষায়” মুক্তি দিয়েছে। সাবটাইটেল করা ভিডিওটিতে ২০ জনের বেশি পুরুষ এবং নারী সশব্দে শিক্ষাব্যবস্থা এবং এর সাথে তারা শিক্ষা বলতে কী বিশ্বাস করেন তার পার্থক্য বুঝিয়ে দিয়ে একটি  কবিতা পড়েছেন।

¿Qué pasa si te digo que saber no necesariamente es comprender?
Que conocimiento es importante,
pero solo absorber información nos hace más ignorantes.
Comprender es haberlo vivido y experimentado.
Saber es simplemente poder acumularlo.
La Educación sirve para crecer y desarrollarnos,
la Escuela para aprobar el examen y graduarnos como esclavos.

কী হয় যদি আমি আপনাকে বলি যে জানা মানে সব সময় বুঝতে পারা নয়?
যা খুবই গুরুত্বপূর্ণ তা হলো জ্ঞান,
কিন্তু শুধু তথ্য হজম করে আমরা আরো মূর্খ হয়ে যাই।
বুঝা মানে তার মধ্যে বসবাস এবং অভিজ্ঞতা অর্জন করা।
জানা মানে এটা শুধু জমা করতে পারা।
শিক্ষা আমাদেরকে বিকশিত এবং উন্নত হতে দেয়,
বিদ্যালয় শুধু পরীক্ষা পাস করায় আর দাসত্বের স্নাতকত্ব দেয়।


তাদের প্রচারণার মাধ্যমে তারা আরও বেশী মানুষের কাছ থেকে তাদের কবিতাটির ভিডিও প্রত্যুত্তর পেতে চেষ্টা করছেন। কবিতাটি পরিষ্কারভাবে বুঝার এবং তারা তাদেরকে ভিডিওগুলিতে ক্রিয়েটিভ কমন্সে মুক্তি পাওয়া একই সঙ্গীতটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ভিডিওটির দ্বিতীয় একটি অংশ ভবিষ্যতে মুক্তি পাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .