ইন্দোনেশিয়া: জাকার্তার গভর্নর নির্বাচনে উত্তাপ ছড়িয়ে পড়েছে

ইন্দোনেশিয়া সার্ভে সার্কেল পরিচালিত কে জরিপে দেখা যাচ্ছে যে বর্তমান গভর্নর “ফাউজি” ফোক বোয়ো জাকার্তার আগামী গভর্নর নির্বাচনে এগিয়ে আছেন। জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী। নাচরোয়ি রোমলির সাথে জুটি বাঁধা ফোক (তার জনপ্রিয় নাম) উক্ত জরিপে ৪৯.১ শতাংশ ভোট পেয়েছে, এতে দেখা যাচ্ছে তার নির্বাচনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। এদিকে আরেক জনপ্রিয় প্রার্থী জুটি জোকো উইডোডো এবং বাসুকি তাজাহা পুরনামা, ১৪.৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

তবে অনেক জাকার্তাবাসী যা অনুভব করে, এই জরিপ ঠিক তার বিপরীত চিত্র প্রদর্শন করেছে। অনেকে মনে করে করেন যে ফোক জাকার্তার মূল সমস্যা, যানজট এবং পয়ঃনিষ্কাশন-এর ঠিক মত সমাধান করতে পারেনি।

@PokijanAcil Kl sy bisa jalan 1km naik mobil, 1,5 jam. Thanks to macet jakarta. RT @tempodotco: Foke: Sy Bs Lari 10 Km Krg dr 1jam http://bit.ly/HujO4W

@@পোকিজানআসিল““গাড়িতে করে আমি এক কিলোমিটার রাস্তা ১ ঘন্টা ৩০ মিনিটে পাড়ি দেই। এর জন্য যানজটকে ধন্যবাদ”। প্রার্থীর মেডিকেল টেস্ট-এর ক্ষেত্রে ফোক বলছেন যে, তিনি এক ঘন্টার কম সময়ে দশ কিলোমিটার পাড়ি দিতে পারেন।

@adicumi_ratis Mari bersama-sama kita dukung “FOKE MENJADI MANTAN GUBERNUR DKI JAKARTA”

আদিকুমি _ রাটিস “আসুন ফোককে সমর্থন করি, যাতে সে জাকার্তার প্রাক্তন গভর্নরে পরিণত হয়।
জাকার্তার গভর্নর ফাউজি “ফোক” বোয়ো।

জাকার্তার গভর্নর ফাউজি “ফোক” বোয়ো। ছবি ইস্ট ওয়েস্ট সেন্টারের ফ্লিকার পাতা থেকে নেওয়া।

@ ট্ট্রিওমাকান২০০০, এর কাছ থেকে এক বাজ মুল্যায়ন এসেছে, যে ইন্দোনেশিয়ার রাজধানী হিসেবে জাকার্তার ক্রমশ অবনমনের বিষয়ে টুইট করেছে।

jakarta adalah kota besar satu2nya di dunia yg gubernurnya menghilangkan lapangan sepakbola dan gantikannya dengan hotel

“জাকার্তা হচ্ছে বিশ্বের একমাত্র বড় শহর যেখানকার গভর্নর ফুটবল মাঠের স্থানে হোটেল নির্মাণ করেন। “

Jakarta adalah satu2 kota besar didunia yg minim transportasi massal. Hanya busway yg jadwalnya tak teratur, sumpek dan tak manusiawi

“জাকার্তা হচ্ছে বিশ্বের একমাত্র বড় শহর যেখানে গণপরিবহণ ব্যবস্থার সংখ্যা একেবারে স্বল্প। যাতায়াতের জন্য কেবল বাস সহজলভ্য, কিন্তু যার সময়ের কোন ঠিক নেই। আর এই সমস্ত বাস ভিড়ে ভর্তি থাকে এবং এর পরিবেশ অমানবিক। “

Jakarta adalah satu2nya kota besar di dunia yg punya hutan kota kuramg dari 10% luas kotanya. Standar intenasional 40%

” জাকার্তা হচ্ছে বিশ্বের একমাত্র বড় শহর যেখানে সবুজ এলাকার পরিমাণ ১০ শতাংশ। আন্তর্জাতিক আদর্শ অনুসারে শহরে ৪০ শতাংশ এলাকায় গাছপালা থাকতে হবে।”

Jakarta juga adaalah kota besar di dunia yg ada Mal di pusat kota yg berjarak hanya 2 meter dari jalan utama ( mal semanggi)

“এছাড়াও জাকার্তা এমন এক বড় শহর, যেখানে শহরের কেন্দ্রস্থলে বিশাল বাণিজ্য বিতান (মল) অবস্থিত এবং তার অবস্থান প্রধান সড়ক থেকে মাত্র ২ মিটার দুরে (সেমাঙ্গি নামক মল)। “

Jakarta adalah satu2nya kota besar didunia yg tidak sediakan trotoar yg manusiawi utk warganya, taman/hutan kota pun minim, parkir apalagi [continued] Sarana gedung2 itu seperti : parkir, tempat ibadah, taman dst…sgt minim bahkan sering tidak ada. Dizinkan semua karena suap ke pemprov DKI

“জাকার্তা হচ্ছে বিশ্বের একমাত্র বড় যেখানে নাগরিকদের চলাচলের জন্য যথেষ্ট ফুটপাথ নেই, নেই প্রয়োজনীয় উদ্যান, এবং গাড়ি রাখার স্থান, একই সাথে [চলছে] ভবনসমূহে নেই নানান সুবিধা, যেমন, গাড়ি রাখার স্থান,প্রার্থনা কক্ষ, গণ মানুষের পার্ক ইত্যাদি…প্রায় অবিশ্বাস্য এক ব্যাপার। এখানে সকল কিছুর করার অনুমতি আছে কারণ সরকার দুর্নীতিপরায়ন।”

ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ব্লগিং সম্প্রদায়ের ব্লগ কোম্পাসিনায় লেখা এক পোস্টে সেয়ান্দ মুনির মন্তব্য করেছেন, তিনি বুঝতে পারছেন না, কেন ফোক আরেকটি মেয়াদে নির্বাচন করার ব্যাপারে আত্মবিশ্বাসী

Tak ada sedikit pun prestasi Foke selama memimpin Jakarta. Tak ada rintisan perbaikan dan pembangunan apalagi pengatasan masalah-masalah rutin di Jakarta.

Apakah ini semata-mata benar dugaan orang orang bahwa pencalonan itu berkaitan dengan duit setoran balon ke partai?

“তার এই মেয়াদকালে ফোকের কোন অর্জন নেই। কোন উন্নতি নেই, কোন উন্নয়ন নেই, আর জাকার্তার নিয়মিত সমস্যাগুলোর কথা নাই বললাম। অথবা এই বিষয়টি সত্য যে, নাগরিকরা ভাবছে যে নির্বাচনে প্রার্থী বাছাই হবে দলে তার অবদানের ভিত্তিতে।?”

আরেকজন ব্লগার সিপিলিয়াং, এমনকি আরো কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

…Namun Foke tidak memanfaatkan kesempatan itu. Jakarta tambah semrawut. Bahkan untuk meneruskan pembangunan saja tidak. Gubernur berkumis ini malah membuka proyek-proyek baru yang penuh dengan uang setoran. Foke tidak berfokus pada pembangunan manusia Jakarta, yang tentu bukan masyarakat asli saja….

…Lupakan Fauzi Bowo, sekarang kita punya alternatif pilihan yang lebih baik.

“… কিন্তু ফোকের আর কোন সুযোগ নেই। জাকার্তা এখনো আরো বিশৃঙ্খল নগরীতে পরিণত হয়েছে। এমনকি ফোক ক্রমাগত উন্নয়ন চালিয়ে যেতে সক্ষম হয়নি। তার বদলে এই সমস্ত গোপন নতুন উন্নয়ন প্রকল্প টাকার পরিপূর্ণ “শ্রাদ্ধ” ঘটাচ্ছে… ফাউজি বোয়োকে ভুলে যান। আমারা এখন ভালো প্রার্থী পেয়েছি।”

জাকার্তার গভর্নর নির্বাচনে ছয়টি নির্বাচনী জুটি পাওয়া গেছে। জুটিবদ্ধ অন্য প্রার্থীরা হচ্ছে এ্যালেক্স নুয়েরদিন- ননো সাম্পোনো, হিদায়াতনুর ওয়াহিদ- দিদিক রাচিবিন; এর সাথে যুক্ত আছে দুটি স্বাধীন প্রার্থী জুটি, আর তারা হচ্ছে হেনদারদাজী সোয়েপেনদি- আরিজা পাতিরা এবং ফয়সাল বাসরি-বিয়াম বেনইয়ামিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .