বলিভিয়া: সান্তা ক্রুজ মেয়রের বিচরণশীল হাত

এবারই যে প্রথম সান্তা ক্রুজ-এর মেয়র পার্সি ফার্নান্দেজ অসদাচরণ করতে গিয়ে ভিডিওতে ধরা পড়েছেন তা নয়। এবারেরটি ২৯শে মার্চ জনগণের সামনে, তার সাথে ছিলেন বরখাস্ত হয়ে যাওয়া সিটি কাউন্সিলের সদস্যা ডিজায়েরি ব্র্যাভো। জড়ো হওয়া জনতার সামনে বক্তৃতা দেয়ার জন্যে ব্র্যাভো উঠে দাঁড়ালে (ভিডিও) টেপে পরিষ্কারভাবে ফার্নান্দেজের হাতকে ব্র্যাভোর পিছনের প্রান্তের কাছাকাছি দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে তিনি তার হাত দিয়ে ছুঁয়ে দিতে চেষ্টা করছেন, যা দেখে সবাই বিশ্বাস করেন ফার্নান্দেজ কাউন্সিলের সদস্যার যৌন হয়রানী করেছেন। তার এই উদ্ভট আচরণের সাথে আরো যোগ হয়েছে যখন ফার্নান্দেজকে আশেপাশে বসে থেকে অন্যান্যদের সাথে হাসতে হাসতে তার হাতে চুমু দিতে এবং আদর করতে দেখা দেখা যাচ্ছে।

অনেকেই জনসমক্ষে নারীদের সাথে ফার্নান্দেজের দেখানো সন্দেহজনক আচরণের একটি বৈশিষ্ট্যের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। শহরটির নতুন একটি গণপূর্ত প্রকল্প পরিদর্শনের সময়ে নাম না জানা একজন সরকারী কর্মচারীকে ২০১০ সালের আরেকটি ভিডিওতে মুখে দীর্ঘ চুমু দিতে বাধ্য করতে দেখা যাচ্ছে [স্প্যানিশ]।

স্বাভাবিকভাবেই বলিভিয়ার ব্লগাররা রাগান্বিত এবং বিস্মিত এমন একটি অবস্থা কীভাবে ঘটতে বা ঘটতে থাকতে পারে। হাভিয়ের বাদানি (@জেবাদানি)) ফার্নান্দেজকে জাতীয় বিড়ম্বনা মনে করেন এবং অবাক হন কেন “ক্রুসেনো’রা (সান্তা ক্রুজের অধিবাসীরা) এই শুয়োরটিকে কর্তৃপক্ষ হতে এতো সায় দিয়েছে? [স্প্যানিশ]”

যাই হোক, অনেকেই আশ্চর্য হন কেন ব্র্যাভো সাথে সাথেই ফার্নান্দেজকে বকা অথবা তাকে স্পর্শ করতে মেয়রকে বাধা দেন নি। ইনেস পুন্টো নামের ব্লগার লা মালা পালাবরা ব্লগে সাম্প্রতিককালে নারীদের প্রতি রাজনীতিবিদদের আচরণে যথেষ্ট হতাশা ব্যক্ত করেন [স্প্যানিশ] এবং মনে করেন ব্রাভোর এই ধরনের আচরণ প্রতিরোধে রুখে দাঁড়ানো উচিৎ ছিল।

Somos la mofa de las otras vaginas que mientras le agarran el culo a Desirée, ésta le sujeta cándida la manita a Percysconi (el nuevo Berlusconi de Santa Cruz), y a la par somos la lástima de los hombres que dicen: “si se deja”, vaya burla. ¡Pero dale un revés pues, que no está para uno! Desireé, no me amargues el día como lo hiciste hoy, por dignidad renuncia o mándale a comer mierda al viejo-verde de tu lado.

আমরা অন্য-যোনিদের উপহাসের পাত্র, যে সময় তিনি ডিজায়েরির পশ্চাদদেশ চেপে ধরেছেন সে সময় তিনিও পার্সিস্কোনি’কে (সান্তা ক্রুজের নতুন বার্লুস্কোনি’কে [সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী]) চুমু দিতে তার হাতে এগিয়ে দিয়েছেন। আমরা ঐসব পুরুষদের করুণার পাত্রী যারা বলে, “যদি সে তাদের দিতো..,”  একই বিদ্রূপ। তার তাকে আঘাত করা উচিৎ ছিল! ডিজায়েরি, আপনি আজকে যেরকম করেছেন সেরকম আমার দিনটি নষ্ট করে দিবেন না। আত্মমর্যাদার জন্যেই আপনার পদত্যাগ করা উচিৎ অথবা আপনার পাশের বুড়ো লোকটাকে বিষ্ঠা খেতে বাধ্য করেন।

টুইটার ব্যবহারকারী @ আরবোর্ক লিখেছেন [ম্প্যানিশ]:

El silencio de Desirée me duele más que el silencio cómplice de Mujeres Creando y colectivos femeninos en Bolivia a manoseo de Percy.

বলিভিয়ার [নারীবাদী গ্রুপ] মুঘেরেস ক্রেয়ান্দো (নারী নির্মাণ) এবং নারীবাদী সংগঠনগুলোর নীরবতার চেয়ে আমাকে পার্সি’র (কূ)কর্ম সম্পর্কে ডিজায়েরির নীরবতা বেশি ব্যাথা দিয়েছে।

সাংবাদিক এবং টুইটার ব্যবহারকারী মেরি ভাকা (@মেরিভাকা) ব্রাভোর প্রতি আরোপ করা কিছু কিছু সমালোচনার জবাব দিয়েছেন  [স্প্যানিশ]।

Sólo veo que crucifican a Desirée (está bien, debió darle una bofetada), pero, el depravado es Percy. No perdamos de vista eso

আমি তাদের শুধুমাত্র ডিজায়েরিকে বলির পাঁঠা বানাতে দেখছি (ঠিক আছে, তার থাপ্পর মারা উচিৎ ছিল), কিন্তু পার্সি তো চরিত্রহীন। তার থেকে দৃষ্টি সরাবেন না।

পাশেরই একজন সংসদ সদস্য দাবি করেন যে ফার্নান্দেজ শুধু ব্রাভোর প্যান্ট পরিষ্কারের চেষ্টা করছিলেন  [স্প্যানিশ] কারণ তিনি একটি ময়লা চেয়া্রে বসে ছিলেন। যাই হোক, একদিন পরে ফার্ণান্দেজ  তার আচরণের জন্য ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন যে তার কাউকে চটানোর ইচ্ছে ছিল না। তিনি আরো বলেন যে প্রায় ২০ বছর বয়সের পার্থক্যের কারণে ফার্নান্দেজ আসলেই ব্র্যাভোর পিতা হতে পারতেন, যার প্রত্যুত্তর দেন জিমেনা ফ্লোরেস (@জাইমেফ্লোরেসেসস) [স্প্যানিশ]:

#Percy dice que #Desire es “como su hija”. pero no recuerdo que mi padre me ande manoseando, su disculpa es tan inapropiada como su acción.

পার্সি বলেছেন যে ডিজায়েরি “তার মেয়ে মত,” কিন্তু আমি আমার নিজের বাবাকে কখনো তার হাত দিয়ে এরকম আচরণ করতে দেখিনি, তার [ফার্নান্দেজ] কৈফিয়ৎ তার আচরণের মতোই অযথার্থ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .