কুয়েত: হ্যাশ ট্যাগ ব্যবহার করার কারণে কি একজন টুইটার ব্যবহারকারীকে জেলে পাঠানো হতে পারে?

বিশ্বের যে কোন দেশে নেটনাগরিকরা টুইটার ব্যবহার করছে, আর প্রতিদিন, প্রতি ঘন্টা এবং এমনকি কখনো কখনো প্রতি মিনিটে হ্যাশ ট্যাগ তৈরী করা হচ্ছে। কুয়েতে, একজন টুইটার ব্যবহারকারী #بطارية (আরবী ভাষায় যার মানে ব্যাটারী) নামক একটি হ্যাশ ট্যাগ সৃষ্টি করেছে এবং এর ফলে সকল নরকের দ্বার যেন খুলে গেছে।

অনেক টুইটার ব্যবহারকারী মনে করেন যে এই হ্যাশ ট্যাগের জন্য একজন লেখক দায়ী, অনেকে যে টুইটের স্ক্রিনশট তুলে ধরেছে, যাকে অনেকে মনে করছে দেশের শাসককে অপমান করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। তবে এটি এখন আর উক্ত লেখকের টাইমলাইনে দেখা যাচ্ছে না।

এই ‘অপমান’ এর বিষয়টি হচ্ছে যে দেশটির আমীর শেখ সাবা আল আহমেদ আল সাবাহর হৃদযন্ত্রে একটি পেসমেকার বসানো আছে যা ব্যাটারী দ্বারা পরিচালিত।

এদিকে, উক্ত লেখক যাকে এর জন্য দায়ী করা হচ্ছে, সেই মোহাম্মদ আলআজমি, এর সূত্রপাতের স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি এবং তিনি এই ধরনের টুইট পোস্ট করেছেন [ আরবী ভাষায়]:

شششششششش !! ‎‫#بطارية
@abo3asam: শশশশশ! ব্যাটারী

এবং:

١-٢ أنام ملأ جفوني عن شواردها ويسهر الخلق(بهاشتاق)ويختصم أستيقظ الأن على كل هذه الضجة التي يثيرها البعض. ما كتبته بالأمس مقتطفات من مقالي
@আবো৩আসাম: আমি ভালো মত ঘুমিয়েছি এদিকে নাগরিকরা গভীর রাত পর্যন্ত জেগেছে এবং লড়াই করেছে। রাতে কয়েকজন মানুষ যে আওয়াজ তৈরী করেছে আমি সকালে তার শব্দে জেগে উঠলাম। আমি গতকাল যা লিখেছি, তা আমার প্রবন্ধের টুকরো একটা অংশ।

যখন অনেকে ভাবছেন যে ব্যাটারী নামক মূল টুইট হচ্ছে কুয়েতের আমীরকে অপমান করার উদ্দেশ্য, আর তা হলে সেটি কুয়েতি আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।

খুব ক্ষুদ্র একদল ব্যবহারকারীর মধ্যে এই হ্যাশ ট্যাগটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, দৃশ্যত যারা এই বার্তার সাথে একমত পোষণ করেছে। এদিকে, সংখ্যাগরিষ্ঠ টুইটারকারী এই ঘটনাটি ডাইনি শিকারে (মুলত কাউকে ধরার জন্য) পরিণত করতে যাচ্ছেন, তারা দেশের শাসককে অপমান করার মত দুঃসাহসিকতা প্রদর্শনকারীকে জেলে পোরার আহ্বান জানাচ্ছে।

টেলিভিশনের এক উপস্থাপক আবদুলওয়াহাব এলএসসা, টুইট করেছেন:

بوعسم وربعه الى النيابة غدا .. ورونا مراجلكم باجر
ِ@_আবদুলওয়াহাব_: আবো৩আসাম এবং তার সকল বন্ধুকে আগামী কাল আদালতে হাজির করা হবে। তখন দেখব, আপনারা সেখানে কতজন উপস্থিত থাকেন।

একজন আইনজীবী এবং একটি বেসরকারী চ্যানেলের সিইও (প্রধান নির্বাহী) আবদুলআজিজ আলইয়াহইয়া-এর সাথে যোগ করেছেন:

تم طباعة جميع المستندات التي أرسلوها لي جميع المغردين الشرفاء ضد الحثالة المتهجمين على صاحب السمو ‎‫#بطارية
@ আজিজআলইয়াহইয়া: আমীরকে অপমান করা উক্ত ছারপোকার বিরুদ্ধে পাঠানো সেই সম্মানিত টুইটার ব্যবহারকারীর সকল নথি প্রিন্ট করেছি।

আরেকজন আইনজীবী এবং সাংবাদিক হুসাইন আলআবদুল্লাহ, লিখেছেন:

المغردين أصحاب هاشتاق ” بطارية” للنيابة العامة غدا، وجهاز أمني رصد كل التغريدات المعيبة بالذات الأميرية
@এইচআলআবদুল্লাহ: ব্যাটারী নামক সকল টুইটার হ্যাশ ট্যাগ ব্যবহারকারীকে আগামীকাল আদালতে পাঠানো হবে এবং নিরাপত্তা বাহিনী রাজ নিন্দা বিষয়ক সকল টুইটের উপর নজর রাখছে।

সবশেষে, হামাদ আলনাকি, যিনি নিজেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য এবং বাহরাইনের নাগরিকদের রক্ষাকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন, তিনি বলছেন:

لن ننسى هاش تاق ‎‫#بطاريه‪‏ ‎‫#بطارية‪‏ ‎‫#البطاريه‪‏ ‎‫#البطارية‪‏ التعدي على مقام حضرة صاحب السمو امير البلاد لن يمر مرور الكرام
@আলানাকি৮৮: আমীরকে যারা অপমান করেছে তাদের আমরা ছেড়ে দেব না! ব্যাটারী নামক হ্যাশ ট্যাগটিকে আমরা ভুলব না!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .