ইকুয়েডর: কিটোতে জীবনের জন্যে মিছিল

২২ মার্চ তারিখে জীবনের জন্যে মিছিল কিটোতে প্রবেশ করে।  এটা রাজধানী থেকে ৭৫ কিলোমিটার দূরে লাকাতুঙ্গার উদ্দেশ্যে সোমবারে চলে যাওয়ার [স্প্যানিশ] পর মিছিলটিতে সে সময়ে থাকা অন্ততঃ ১,০০০ অংশগ্রহণকারী এতে যোগদান করার জন্যে কিছু আদিবাসী প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানিয়ে সাকিসিলি’র [স্প্যানিশ] উদ্দেশ্যে যাত্রা অব্যাহত [স্প্যানিশ] রাখে, যেই সমাবেশস্থলে তারা কিটোতে প্রবেশের কৌশল উদ্ভাবন করবে।

মঙ্গলবারে এটা সাকিসিলি থেকে ইকুয়েডরের রাজধানীর একই প্রদেশ পিচিনচা’তে অবস্থিত মাচাচি [স্প্যানিশ] অভিমুখে রওয়ানা হবে। সেখান থেকে এটা উইয়াম্বিকো’তে গিয়ে বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিটোর দক্ষিণে গুয়ামানি’র [স্প্যানিশ] একটি কলিসিয়ামে রাত্রিযাপন [স্প্যানিশ] করবে।


জীবনের জন্যে মিছিল

জীবনের জন্যে মিছিল

ইতোমধ্যে দেশের অন্যান্য অংশের প্রতিনিধিরা যেমন এমারেলদাস থেকে বিভিন্ন এক্টিভিস্ট [স্প্যানিশ] এবং জঙ্গী দল যারা রবিবার তাদের এলাকা ছেড়েছে এবং ইম্বাবুয়েরা ও ওতাভালো [স্প্যানিশ] থেকে মঙ্গলবারে রওনা হওয়া আদিবাসী বিভিন্ন প্রতিনিধিরা কিটোতে আসার প্রস্তুতি নিচ্ছে।

কিটোর মেয়র ঘোষণা দিয়েছেন [স্প্যানিশ]  মিছিলটি ২২শে মার্চ দুপুর ২টা থেকে পার্কে ডেল আরবোলিতোতে থাকতে পারবে। ফলে শহরটির শৃঙ্খলা বিধানের জন্যে প্রায় ৩,২০০ পুলিশের ব্যবস্থা করা হয়েছে [স্প্যানিশ]।  যদিও সরকারের একজন একজন মন্ত্রী বলেছেন [স্প্যানিশ]  বিক্ষোভটি কোন বাঁধার সম্মুখীন হবে না, মিছিলটির বিরুদ্ধে পদক্ষেপগুলো খুবই তৎপর  এবং প্রেসিডেন্টও মৌখিক আক্রমণ [স্প্যানিশ] করেছেন। কিটোর কাছাকাছি বিভিন্ন শহর যেমন সান্তো ডোমিঙ্গো’তে [স্প্যানিশ] শহরের খোলা জায়গাগুলো ভরে ফেলার উদ্দেশ্যে সরকার সমর্থকদের রাজধানীতে নিয়ে আসতে সরকারী সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

এবং সেভাবেই উভয়পক্ষের বিক্ষোভকারীদের অনুরোধে [স্প্যানিশ] আইন প্রয়োগকারীরা নিশ্চিত করবে যে কোন গণ্ডগোল হতে না পারে এবং পাচামামার সম্মানে প্রস্থানের আগের আনুষ্ঠানিকতা হিসেবে মিছিলটি গুয়ানামি ছেড়ে চলে যায় কিটোর দক্ষিণে নগরের কেন্দ্রের দিকে, আরো সুনির্দিষ্টভাবে পার্কে ডেল আরবোলিতোর উদ্দেশ্যে।

মিডিয়া আগে থেকেই নগরে একই সাথে চলা নানা ধরনের [স্প্যানিশ] মিছিলগুলো কাভার করছে [স্প্যানিশ]। (এখানে ২২শে মার্চের মিছিলের একটি বিশদ বিবরণ [স্প্যানিশ] দেখুন)। ত তারপরে তারা বুঝতে পারে  জীবনের জন্যে মিছিলটি পুলিশের একটি বিশাল দল পরিবেষ্টিত হয়ে পার্কে ডেল আরবোলিতো’তে পৌঁছেছে [স্প্যানিশ]।

ইকুয়েডরের টুইটারমণ্ডল মিছিলটির নোট নিচ্ছিলো আর সরকারের সমালোচনা করছিল। নিচের কীওয়ার্ডগুলোর অধীনে অনেক টুইট পাওয়া যাবে: #মার্চাস২২এম [স্প্যানিশ] #মার্চাসইসি [স্প্যানিশ] #মার্চাস_ইসি [স্প্যানিশ] #মার্চাসইন্ডিজেনাস [স্প্যানিশ] #২২এম  [স্প্যানিশ] এবং আরো অনেক; আবার সরকারি ক্ষেত্রে নিচের কীওয়ার্ডগুলো ব্যবহার করছে: #পোর্লাডেমক্রেসিয়া [স্প্যানিশ] এবং #নোপাসারান [স্প্যানিশ], যদিও কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে প্রতিটি দল উপরে উল্লেখিত কীওয়ার্ডগুলো স্বতন্ত্রভাবে ব্যবহার করছে।

আদিবাসী এক্টিভিস্ট মনিকা চুজি (@মনিকাচুজিi)  রিপোর্ট করেছেন:

No importó la lluvia, igual caminamos mojaditos desde Uyumbicho hasta Guamaní. Almorzamos pan con atun y agua pero llegamos dignos a Quito.

বৃষ্টি কোন ব্যাপার না, আমরা ভিজে ভিজেই হেঁটেই চলেছি, উইয়াম্বিকো থেকে গুয়ামানি পর্যন্ত। দুপুরে আমরা রুটি, টুনা মাছ এবং পানি খেয়েছি। তবুও আমরা মর্যাদার সাথেই কিটোতে উপস্থিত হয়েছি।

নেলসন পিয়েদরা (@নোপিয়েদরা)[স্প্যানিশ] লিখেছেন:

#Ecuador [es] Los Mesías de las redes sociales de este país con tweets “políticamente correctos”. El silencio también es violencia.

#ইকুয়েডর [স্প্যানিশ] এদেশের সামাজিক নেটওয়ার্কের উদ্ধারকর্তারা “রাজনৈতিকভাবে সঠিক টুইট” করেছেন। নীরবতাও একধরনের সহিংসতা হতে পারে।

@প্লুরিন্যাসিওনালেস [স্প্যানিশ] মিছিলটির উপস্থিতির নিচের ছবিগুলো পোস্ট করেছেন:

#22m [es] #conaie [es] Imágenes de la llegada de la Marcha a Quito http://dlvr.it/1Lh1gM [es] #marchavida [es]

#২২এম [স্প্যানিশ] #কোনেই [স্প্যানিশ] মিছিলটি কিটোতে পৌঁছানোর http://dlvr.it/1Lh1gM [স্প্যানিশ] ছবি #মার্চাভিদা [স্প্যানিশ]

ইতোমধ্যে ইকুয়েডরের প্রেসিডেন্সির (প্রেসিডেন্সিয়া_ইসি) টুইটার একাউন্টটি জানিয়েছে:

Presidente #Correa [es] advierte que grupos opositores quieren generar violencia en marchas previstas para hoy #Quito [es]

প্রেসিডেন্ট #কোড়েয়া [স্প্যানিশ] সাবধান করেছেন যে মিছিলের বিক্ষোভকারী দলগুলো আজকে সহিংসতা উস্কে দেয়ার পরিকল্পনা করে রেখেছে #কিটো [স্প্যানিশ]

কিটোর  সাংবাদিক সুসানা মোরান(@সুসানাএমঅর্গ) [স্প্যানিশ] রিপোর্ট করেছেন:

@marchavida [es] pasó el puente de Guajaló, en el sur de Quito. Ha sido un recorrido tranquilo #marchas22m [es]

@মার্চাভিদা [স্প্যানিশ] [জীবনের জন্যে মিছিল] কিটোর দক্ষিণে গুয়াজালো সেতু অতিক্রম করেছে। এটি একটা শান্তিপুর্ণ যাত্রা ছিল #মার্চাস২২এম [স্প্যানিশ]

জননীতি এবং আদিবাসী জনসাধারণের অধিকার সম্পর্কিত সংবাদ এবং কাহিনী পোস্ট করা টুইটার পাতা @সেপদি [স্প্যানিশ] এর ব্যবহারকারী মার্কো তিতুয়ানা থেকে একটি ছবি পুণঃটুইট করেছে:

ECUADOR. RT @elmarko34: [es] “Correa, minero, el agua es lo primero” corea la @marchavida [es] q llega dsd el norte http://yfrog.com/kewjutkj [es]

ইকুয়েডর। পুণঃটুইট @এলমার্কো৩৪ [স্প্যানিশ]:@মার্চাভিদা [স্প্যানিশ] উত্তর থেকে এসে সুর তোলে “খণি খোদক কোড়েয়া, প্রথমে পানি আসে” http://yfrog.com/kewjutkj [স্প্যানিশ]

ইকুয়েডরের রাজধানীতে মিছিলটি আসার কারণে সারাদিন ধরে অর্থনৈতিক এবং সামাজিক অধিকার কেন্দ্র @সিডিইএসইকুয়েডর) [স্প্যানিশ] –এর বিবরণটি আপডেট করা হয়েছে:

Nos informan q gente d Esmeraldas, d los manglares, compañeros afrodescendientes se suman a la marcha! Exigimos agua y vida!

এসমারেলদাস এবং ম্যানগ্রোভের জনগণ, এবং আফ্রিকীয় বংশোদ্ভূত আমাদের ভাই এবং বোনেরা আমাদের মিছিলে যোগ দেয়ার খবর এসেছে! আমরা পানি এবং জীবন চাই।

@দেরেকোসমিনাদোস [স্প্যানিশ] ইকুয়েডরে খণিবিরোধী একটি দল সমালোচনার জবাব এবং আগমনের বিভিন্ন কল্পনা ভাগাভাগি করেছে এই টুইটটির মতো:

No somos 4 no somos 10, Correa economista, aprende a contar bien #marchavida [es] http://yfrog.com/objyhgtpj [es]

আমরা ৪ জন নই আমরা ১০ জন, অর্থনীতিবিদ কোড়েয়া ঠিক করে গুণতে শিখুন #মার্চাভিদা [স্প্যানিশ] http://yfrog.com/objyhgtpj [স্প্যানিশ]

এছাড়াও একটি ছবিসহ এবং সরকারী বিভিন্ন কথাকে নির্দেশ করে সাংবাদিক ফার্ণান্দো আসতুদিলো (@ফারআসতুদিলো) [স্প্যানিশ] রিপোর্ট করেছেন:

Correa en P Sto Domingo dice q marcha indígena es un fracaso y q no reunieron ni 4mil Vía @Sugeyhajjar [es] http://yfrog.com/nu5hgumj [es]

প্রেসিডেন্ট কোড়েয়া সান্তো ডোমিঙ্গোতে বলেছেন যে আদিবাসী মিছিলটি ব্যর্থ এবং চার হাজারও আসেনি। @সুগিহাজার [স্প্যানিশ] হয়ে http://yfrog.com/nu5hgumj [স্প্যানিশ]

জাইমে প্লাজা (@জেপ্লাজাইকু)[স্প্যানিশ] এবং নেলসন পিয়েদ্রা (@নোপিয়েদরা) [স্প্যানিশ] কিটো’তে আগত লোকদের সংখ্যা বিষয়ক এসব রিপোর্ট উদ্বৃত করেছেন:

A eso d las 14:30 la marcha indígena q salió desde Zamora Ch. llegó a El Arbolito. Son miles. #marchas22m [es] http://pic.twitter.com/Zni1hgRZ [es]

বেলা আড়াইটার দিকে জামোরা Ch. ছেড়ে আসা আদিবাসী জনগণের মিছিলটি এল আরবোলিতো’তে আসে। তাদের  সংখ্যা ছিল হাজার হাজার। #মার্চাস২২এম [স্প্যানিশ] http://pic.টুইটার.com/Zni1hgRZ  [স্প্যানিশ]

#Ecuador [es] “los cuatro pelagatos”, que salieron de El Pangui, Llegaron a #Quito [es] multiplicados como peces, como el maíz.

#ইকুয়েডর [স্প্যানিশ] “চারজন কেউ না” এল পাঙ্গুই ছেড়ে  #কিটো [স্প্যানিশ]-তে এসেছে অগণিত মাছের মতো, শষ্যের মতো।

@দেরেকোসমিনাদোস [স্প্যানিশ] এই বার্তাটির সাথে আরেকটি ছবি সম্প্রচার করে:

#marchavida [es] llego a quito – SIN PLATA DL ESTADO, PURO PUEBLO ORGANIZADO!!! http://yfrog.com/mmdcncvj [es]

#মার্চাভিদা [স্প্যানিশ] সরকারী টাকা ছাড়াই পুরোপুরি  সংগঠিত হয়ে জনগণ কিটো’তে এসেছে!!! http://yfrog.com/mmdcncvj [স্প্যানিশ]

এছাড়াও সংবাদপত্র লা হোরা (@লাহোরাইকুয়েডর) [স্প্যানিশ] মিছিলটির বিভিন্ন ছবি পোস্ট করেছে::

#Marchas22M [es] Foto panorámica de la #marchaindígena [es] http://yfrog.com/g0aamjxj [es]

#মার্চাস২২এম [স্প্যানিশ] #মার্চাইন্ডিজেনা [স্প্যানিশ]-এর সুদৃশ্য ছবি http://yfrog.com/g0aamjxj [স্প্যানিশ]

এদিকে ইন্ডিমিডিয়া ইকুয়েডর (@ইন্ডিমিডিয়াইকুয়েদো) [স্প্যানিশ] ঘোষণা করে:

Esperamos objetividad de los medios tanto publicos como privados #marchavida [es] sobre pasa lo previsto http://pic.twitter.com/mrATtx0K [es]

আমরা সরকারী এবং বেসরকারী মিডিয়া থেকে নিরপেক্ষভাবে আশা করি #মার্চাভিদা [স্প্যানিশ] প্রত্যাশা অতিক্রম করেছে http://pic.twitter.com/mrATtx0K [স্প্যানিশ]

এবং ডেভিড রোজেরো (@ডেভিডরোজেরো) [স্প্যানিশ] ঘোষণা করেছেন::

El gran derrotado del día de hoy es el autoritarismo, la sobradez, el insulto, el atropello y sobre todo el miedo! #MarchadelosPueblos [es]

আজকের সবচেয়ে বড় পরাজিত হলো স্বৈরতন্ত্র, অহংকার, অপমান, নিগ্রহ, ক্রোধ এবং বিশেষভাবে ভয়! #মার্চাডেলোসপুয়েবলোস [স্প্যানিশ]

নিচের ছবিগুলো (টুইটার) ব্যবহারকারী ভ্যালডি ক্রুজ (@ভ্যালডিক্রুজ) [স্প্যানিশ]-এর, যিনি অনুগ্রহ করে অনুমোদন [স্প্যানিশ] দিয়েছেন এগুলো এখানে ব্যবহারের জন্যে:

#marchavida empieza su recorrido al centro de Quito

#মার্চাভিদা কিটোর কেন্দ্রের দিকে যাত্রা শুরু করেছে

#marchavida cerca de Guajalo

#মার্চাভিদা গুয়াজালোর কাছাকাছি

La #marchavida llega a la Villa Flora

#মার্চাভিদা’টি ভিলা ফ্লোরাতে পৌঁছেছে

#marchavida llega al arbolito

#মার্চাভিদা আরবোলিতোতে পৌঁছেছে

La lluvia acompaña a la #marchavida

বৃষ্টি #মার্চাভিদা’কে শুভেচ্ছা জানিয়েছে

এছাড়াও ইউটিউবে কিছু ভিডিও রয়েছে:



সন্ধ্যায় পুলিশ জাতীয় সংসদ এলাকায় প্রবেশের সময় মিছিলটিকে আটকে দিলে অংশগ্রহণকারীরা প্রবেশ করতে চাওয়ার প্রতিক্রিয়া [স্প্যানিশ] জানতে প্রবল বৃষ্টির [স্প্যানিশ] মধ্যে পার্কে এল আরবোলিতো’তে অপেক্ষা করে। ইন্ডিমিডিয়া ইকুয়েডর (@ইন্ডিমিডিয়াইকুয়েদো) রিপোর্ট করেছে:

Pese a los ofrecimientos de @fcorderoc [es] [Asambleísta] la policía no permite el paso a la #marchavida [es] a la asamblea nacional. http://twitpic.com/8zwtlh [es]

@এফসিঅর্ডারওসি [স্প্যানিশ] [এসেম্বলিম্যান]-এর প্রচেষ্টা সত্ত্বেও পুলিশ #মার্চাভিদা  [স্প্যানিশ]–কে জাতীয় সংসদ এলাকার ভিতর দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না। http://twitpic.com/8zwtlh  [স্প্যানিশ]

এর ফলে কিছু সংঘর্ষ হয়, যেমন আমাজনীয় প্রতিবেশিক সংগঠনের একাউন্ট লা হোর্মিগা রিপোর্ট করেছে ((@সিনচিহোর্মিগা) [স্প্যানিশ]]:

Pequenos incidentes se registran en el parque de el arbolito entre indigenas y policias! http://twitpic.com/8zwzdh [es]

আদিবাসী এবং পুলিশের মধ্যে এল আরবোলিতোতে ছোটখাটো কিছু ঘটনা ঘটছে! http://twitpic.com/8zwzdh [স্প্যানিশ]

যাইহোক সবকিছু যখন ঠিক মতো এগিয়ে যাচ্ছিলো, তখন ইকুয়েডরের পুলিশ বাহিনীর টুইটার একাউন্টটি (@পুলিশিয়াইকুয়েডর) [স্প্যানিশ] টুইট করেছে:

Elementos policiales organiza la comitiva que pasará a la #AsambleaNacional [es] http://pic.twitter.com/dE4deDsO [es]

পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিনিধিদের সংগঠিত করছে #এসেম্বলেয়ান্যাসিওনাল-এর [স্প্যানিশ] [জাতীয় সংসদ] ভিতরে যাওয়ার জন্যে http://pic.টুইটার.com/dE4deDsO [স্প্যানিশ]

পরিস্থিতি খারাপ হয়ে যায়। গ্যালো পেরেজ (@গ্যালোপেরেজ) [স্প্যানিশ] এবং ভ্যাল্ডি ক্রুজ (@ভ্যালডিক্রুজ) [স্প্যানিশ] নিচের ছবিগুলোসহ টুইটগুলো শেয়ার করেছে:

Llega segunda tanqueta #marchas22m [es] http://yfrog.com/kg9bheej [es]

দ্বিতীয় আরেকটি সশস্ত্র গাড়িটি এসেছে #মার্চাস২২এম [স্প্যানিশ] http://yfrog.com/kg9bheej [স্প্যানিশ]

La policia lanza gas a #marchavida [es] http://twitpic.com/8zx3v0 [es]

পুলিশ #মার্চাভিদা [স্প্যানিশ]-এর দিকে কাঁদানে গ্যাস ছুঁড়েছে http://twitpic.com/8zx3v0 [স্প্যানিশ]

অবশেষে প্রতিনিধিদলটি ভিতর দিয়ে সংসদের দিকে চলে গেল। যেমন @দেরেকোসমিনাদোস [স্প্যানিশ] রিপোর্ট করেছে:

Fuerte control policial impid paso d #marchavida [es] pronunciarc ante @asambleaecuador  [es] Dirigentes pasaron..Miles d personas aun en l #Arbolito [es]

ভীষণ পুলিশী নিয়ন্ত্রণ #মার্চাভিদা [স্প্যানিশ]-কে @এসেম্বলেয়াইকুয়েডর [স্প্যানিশ] পার হয়ে যেতে বাধা দিচ্ছে। নেতৃবৃন্দকে যেতে দেয়া হয়েছে। হাজার থেকে গিয়েছে #আরবোলিতো-তে [স্প্যানিশ]

যদিও টুইটার রিপোর্টগুলো বলছে তাদেরকে সাথে সাথেই ভিতর দিয়ে যেতে দেয়া হয়নি:

@DerechosMinados [es]: La @asambleaecuador [es] no recibe ni a los dirigentes ni al mandato de la #marchavida! [es] #ecuador [es] #Quito [es]

@দেরেকোসমিনাদোস [স্প্যানিশ]: @এসেম্বলেয়াইকুয়েডর [স্প্যানিশ] #মার্চাভিদা‘র [স্প্যানিশ] নেতৃবৃন্দ এবং এর মিছিল উভয়কে (ভিতর দিয়ে যেতে দিতে) অস্বীকৃতি জানিয়েছে! #ইকুয়েডর [স্প্যানিশ] #কিটো [স্প্যানিশ]

@marchavida: [es] #marcha [es] por el agua se reúne para decidir la mejor forma de entregar sus propuestas a la Asamblea.

@মার্চাভিদা [স্প্যানিশ]: পানির জন্যে #মার্চা [স্প্যানিশ] সবচেয়ে ভালভাবে সংসদে তাদের প্রস্তাবগুলো পেশ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে একসাথে হয়েছে

@galoperezc [es]: Inician fuertes enfrentamientos entre marcha y policía #marchas22m [es] http://yfrog.com/oepzcotj [es]

(@গ্যালোপেরেজ) [স্প্যানিশ]:  বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে #মার্চাস২২এম [স্প্যানিশ] http://yfrog.com/oepzcotj [স্প্যানিশ]

@PoliciaEcuador [es] Policías heridos con lanzas en las afueras de la #AsambleaNacional [es]  http://pic.twitter.com/0APvsiTi [es]

#এসেম্বলেয়ান্যাসিওনাল [স্প্যানিশ]-এর বাইরে বর্শার আঘাতে আহত পুলিশ @পুলিশিয়াইকুয়েডর [স্প্যানিশ] http://pic.টুইটার.com/0APvsiTi [স্প্যানিশ]

অবশেষে সংসদ নেতৃবৃন্দকে গ্রহণ করেছে, যেমন দিয়েগো প্যালেরো (@ডিপ্যালেরিজমো) [স্প্যানিশ] এবং লুপিতা আমায়া (‏@লুপিতাআমায়া)‏  [স্প্যানিশ] রিপোর্ট করেছেন:

Algunos dirigentes lograron llegar hasta la entrada de la asamblea luego de los incidentes #marcha22M [es] http://pic.twitter.com/DUL18GYX [es]

ঘটনার সময় কিছু কিছু নেতা সংসদের প্রবেশপথের ভিতর দিয়ে যেতে পেরেছিলেন #মার্চাস২২এম  [স্প্যানিশ] http://pic.টুইটার.com/DUL18GYX [স্প্যানিশ]

Presidente de la Asamblea Cordero recibe a Dirigentes indígenas de la #marcha22M [es]

‏ সংসদের সভাপতি কর্ডেরো #মার্চাস২২এম [স্প্যানিশ] আদিবাসী নেতৃবৃন্দকে গ্রহণ করেছেন

মারিয়া ফার্ণান্দেজ ইয়ানেজ (@ফারিয়ানেজ) পার্কে ডেল আরবোলিতোতে অপেক্ষমাণ মিছিলকারীদের কী হয়েছিল তা রিপোর্ট করেছেন এবং পরে একটি ছবি ভাগাভাগি করেছেন:

@feryanez [es]  Se espera la resolución q de la comisión q esta en la asamblea para decidir q hacer con los indígenas agolpados en el arbolito #marcha22M [es] @UNquito [es] http://yfrog.com/gy43702838j [es]

@ফারিয়ানেজ [স্প্যানিশ] তারা আরবোলিতোতে জড়ো হওয়া আদিবাসী জনগণের কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্যে সংসদীয় কমিশনের ঘোষণাটি জানার জন্যে অপেক্ষা করছে   #মার্চা২২এম [স্প্যানিশ] @ইউএনকিটো [স্প্যানিশ]

@feryanez Se prendió la fiesta en el arbolito. La gente baila al ritmo de la Coya,#marcha22M@UNquitohttp://yfrog.com/gy43702838j

@ফারিয়ানেজ [স্প্যানিশ] এল আরবোলিতো’তে উৎসব শুরু হয়েছে। জনগণ কয়া ছন্দে নাচছে। #মার্চা২২এম [স্প্যানিশ] @ইউএনকিটো [স্প্যানিশ] http://yfrog.com/gy43702838j [স্প্যানিশ]

সবশেষে ভেরোনিকা সালগাদো (@ভেরোসালগাদো) [স্প্যানিশ] একটি লিংক দিয়েছেন যেখানে আদিবাসী নেতা এবং সমবেত জনগণের মধ্যেকার আলোচনাগুলো সরাসরি দেখা যাচ্ছে:

Siga en vivo el diálogo de la @asambleaecuador [es] con la dirigencia indígena a través de @laradioasamblea [es] http://tinyurl.com/6s6ng4n [es] #marcha22M [es]

সরাসরি @এসেম্বলেয়াইকুয়েডর [স্প্যানিশ]-এর সাথে  আদিবাসী নেতাদের কথোপকথন অনুসরণ করুন @লারাডিওএসেম্বলায়ে [স্প্যানিশ] হয়ে http://tinyurl.com/6s6ng4n  [স্প্যানিশ] #মার্চাস২২এম [স্প্যানিশ]

আমরা ইকুয়েডরে বড় মাত্রার খণিজ আহরণের বিরুদ্ধে সংগ্রামের প্রতিশ্রুতি দেয়া এই মিছিলটি সম্পর্কে নাগরিকদের করা বিভিন্ন প্রতিক্রিয়া এবং রিপোর্ট পর্যবেক্ষণ অব্যাহত রাখবো।

এই পোস্টটির আদি সংস্করণটি হুয়ান আরেলানো’র ব্যক্তিগত ব্লগ [স্প্যানিশ]-এ প্রথম প্রকাশিত হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .