পুয়ের্তো রিকো: ইন্ডি সঙ্গীতের নয়নাভিরাম দ্বীপমালা

পুয়ের্তো রিকোতে স্বতন্ত্র শব্দ আবিষ্কারের নিয়মিত প্রচেষ্টার অংশ হিসেবে সঙ্গীত ব্লগ পুার্তো রিকো ইন্ডি তাদের সর্বপ্রথম ভিডিও ধারাবাহিক আর্কিপেলাগো (দ্বীপমালা) প্রকাশ করে। দ্বীপটির সবচেয়ে সম্ভাবনাময় কিছু কিছু শিল্পীর স্থানীয় স্বতন্ত্র সঙ্গীত দৃশ্য ধারণ করে রাখাই এই ধারাবাহিকটির উদ্দেশ্য।

আর্কিপেলাগো (দ্বীপমালা) আজ পর্যন্ত তিনটি সঙ্গীত অধিবেশন প্রকাশ করেছে এবং প্রথমবারে জন্যে মোট ১২টি শেষ করার পরিকল্পনা করছে ২০১২ সালের মধ্যে। প্রতিটি পর্বে অন্তর্ভূক্ত থাকছে সরাসরি স্টুডিও চিত্রধারণ এবং সাক্ষাৎকার অংশ।

প্রথম পর্বটিতে রয়েছে প্রগতিশীল পাংক ত্রয়ী-শক্তি ক্যাম্পো-ফর্মিও। ব্যান্ডটি তাদের ডিস্কোগ্রাফি থেকে  কয়েক জোড়া গান শেয়ার করেছে। কিন্তু অপ্রকাশিত “লা মোকোসা”-এর আকস্মিক রেকর্ডিংটি সত্যিকারভাবেই এর ফ্যানদের একটা গুরুত্বপুর্ণ শ্রবণ অভিজ্ঞতায় পরিণত করেছে। এছাড়াও পুয়ের্তো রিকো ইন্ডি পরীক্ষামূলক রক চতুর্থক ট্যাক.দে এবং গায়িকা-গীতিকার মিমা উপস্থাপিত বহুল প্রশংসিত ডোমিনিকান গায়িকা-গীতিকার রীতা ইন্ডিয়ানা রচিত “ঐগো ভয়েসেস”-এর একটি এক্যুস্টিক সংস্করণ সম্বলিত একটি অধিবেশন চিত্রায়িত করে।

আর কোনো ঝামেলায় না গিয়ে, গ্লোবাল ভয়েসেস আর্কিপেলাগোর চিত্রায়িত করা প্রথম তিনটি অধিবেশন (ধারাবহিকভাবে: ক্যাম্পো-ফর্মিও, মিমা এবং ট্যাক.দে) উপস্থাপন করছে। সাক্ষাৎকারগুলোতে সঙ্গীতশিল্পীর সৃজনশীল প্রক্রিয়া এবং স্থানীয় স্বতন্ত্র সঙ্গীত দৃশ্যের মতো বিভিন্ন বিষয় রয়েছে যাতে করে কোনো একভাবে প্রতিটি শিল্পীর চরিত্রের কিছুটা অংশ উপস্থাপন এবং দর্শকদের সঙ্গীতের অন্তরালের লোকদের সাথে পরিচিত করা যায়।

সাক্ষাৎকারগুলো স্প্যানিশ ভাষায় হলেও সঙ্গীত তো বিশ্বজনীন (ভাষায়)। উপভোগ করুন!

আর্কিপেলেগো’র আগামী পর্বে থাকবে পুয়ের্তো রিকোর স্থানীয় গন্ডি অতিক্রম করে ২০১১ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বীকৃতি পাওয়া এবং বিশ্ব ভ্রমণ করা দল দাভিলা৬৬৬

আর্কিপেলেগোর বর্তমান পর্বগুলো দেখতে ভ্রমণ করুন puertoricoindie.com/sesiones এবং  youtube.com/puertoricoindie এবং সর্বশেষগুলোর খোঁজ রাখুন তাদের সামাজিক নেটওয়ার্ক সাইট twitter.com/puertoricoindie এবং facebook.com/puertoricoindie-এর মাধ্যমে।

এই পোস্টের লেখা পুয়ের্তো রিকো ইন্ডির প্রেস বিজ্ঞপ্তি থেকে সংকলিত। ছবিগুলোর সৌজন্যে পুয়ের্তো রিকো ইন্ডি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .