সিরিয়া: এক বছরের রক্তপাত বন্ধের প্রচারাভিযান

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার প্রতিবাদ ২০১১/১২-এর অংশ।

Zeinab from Egypt joins the campaignমিশর থেকে জেয়নাব প্রচারাভিযানটিতে যোগ দেন

১৫ই মার্চ, ২০১১-তে আরম্ভ হওয়া সিরীয় বিপ্লবের সাথে সাথে সহিংসতার এক বছর পূর্তিতে একটি প্রচারাভিযান শুরু করা হয়েছে সারাবিশ্বের বরেণ্যব্যক্তিবর্গ (সেলিব্রিটি), নেতৃস্থানীয় টুইটার ব্যবহারকারী এবং এনজিওসমূহের (সিআইএইচআরএস, এফআইডিএইচ, ইত্যাদি) বিশ্বব্যাপী আন্দোলন সংগঠিত করার জন্যে, যেন তারা বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সেখানকার রক্তপাত বন্ধ করার বিশাল আহবান জানান।

জনগণকে স্বাক্ষরসহ নিজ ভাষায় “সিরিয়ার জন্যে ঐক্যবদ্ধ হোন” অথবা “এক বছরের রক্তপাত বন্ধ করুন” লিখে তার ছবি তুলে প্রচারাভিযানটির ফেসবুক পাতায় আপলোড করতে উৎসাহিত করা হচ্ছে। যত বেশি সম্ভব প্রতিক্রিয়া পেতে প্রচারাভিযানটি ব্রাজিল থেকে ইন্দোনেশিয়া থেকে আরববিশ্ব পর্যন্ত চলছে।

১৫ই মার্চ টুইটারে #ইউনাইটফরসিরিয়া-এর পাশাপাশি বিশ্বের বরেণ্যব্যক্তিবর্গের একটি ভিডিও চালু হবে।

বৈশ্বিক আহবানটির সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের “সিরিয়ার জন্যে ঐক্যবদ্ধ হোন এবং এক বছরের রক্তপাত বন্ধ করুন” আহবান জানিয়ে ফিনান্সিয়াল টাইমসে বিশ্বের ৫০জন নেতার একটি খোলা চিঠি প্রকাশিত হবে।

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার প্রতিবাদ ২০১১/১২-এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .