চীনঃ নাগরিকরা, শারীরের অঙ্গ বিক্রির উপর সরকারী নজরদারীর আহ্বান জানাচ্ছে

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) নিশ্চিত করেছে যে [চীনা ভাষায়] চীনে এখন প্রকাশ্যে মৃত নাগরিকদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যের শরীরের ব্যবহার করা হচ্ছে। চাইনীজ পিপলস পলিটিকাল কাউন্সুলেটিভ কনফারেন্স-বা সিপিপিসিসি-এর একটি দলীয় সভা, যা ৭ মার্চ ২০১২ তারিখে অনুষ্ঠিত হয়, সেখানে এই বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।

২০০৬ সাল থেকে চীনের সরকার এই বিষয়টি অস্বীকার করে আসছে যে ফাঁসির আসামীর শরীর থেকে অঙ্গ নিয়ে তা জীবিতের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে। এর আগে সরকার বিষয়টিকে পশ্চিমা প্রচার মাধ্যমের অভিযোগ বলে উড়িয়ে দিয়ে এসেছে।

তবে এখন, এমওএইচ-এর উপ পরিচালক অবশেষ স্বীকার করলেন যে প্রয়োজনীয় মানব অঙ্গ দান করার পরিমাণের অভাবে প্রাণদণ্ডে মৃত অপরাধীর শরীর এখন চীনে মানব অঙ্গ প্রত্যঙ্গের প্রধান উৎসে পরিণত হয়েছে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় এক পত্রিকা কাইজিং–এ উন্মোচিত হয়ে পড়া এক পরিসংখ্যানে জানা গেছে চীনে বছরে গড়ে প্রায় ১০,০০০ টি অঙ্গ মানব শরীরে প্রতিস্থাপন করা হয়, আর বর্তমানে প্রায় ১.৫ মিলিয়ন (পনের লক্ষ) নাগরিক অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে। ব্যাপক চাহিদার কারণে, বাজারে অবৈধ ভাবে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টি শুরু হয়েছে।

কাইজিং-এর সংবাদ অনুসারে:

সরবরাহ কম কিন্তু চাহিদা বেশী হওয়ার কারণে বিশেষ কয়েকজন এই ব্যবসায় অনেক বেশী লাভ করছে; যে সমস্ত ব্যক্তিরা অঙ্গ দান করে, তারা তাদের দান করা কিডনীর জন্য ২০,০০ ইউয়ান পায়, অপরদিকে যারা এই কিডনী গ্রহণ করে তারা এর জন্য বেশীর ভাগ সময় ২০০,০০০ ইউয়ানের বেশী অর্থ প্রদান করে থাকে। দাতাকে প্রদান করার পর অবশিষ্ট টাকা ডাক্তার, হাসপাতাল এবং দালালের মধ্যে ভাগ হয়ে যায়। লাভের পরিমাণ অত্যন্ত বেশী হওয়ায় বিশাল সংখ্যক দালাল এখন দেশীয় বাজারের জন্য এই কাজ করছে না, পাশাপাশি তারা অবৈধ অঙ্গ প্রতিস্থাপন অপারেশনের জন্য বিদেশীদের চীন ভ্রমণের সুযোগ করে দিচ্ছে।

এই ভাবে অবৈধ অঙ্গ প্রতিস্থাপনের যে যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে তা গত বছর আইপ্যাডের জন্য এক কিশোরের কিডনী বিক্রি বা সেনজেনের এক নাগরিক তার একটি কিডনী বিক্রি করে দিয়ে তা পুনরুদ্ধার করার মত কাহিনীর জন্ম দিয়েছে।

অপরাধীদের মৃতদেহ থেকে অঙ্গ সংগ্রহ করা হচ্ছে এই সংবাদ স্বীকার করে নেওয়ার পরপরই, অনেক নেট নাগরিক দাতাদের কাছ থেকে অঙ্গ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করার চুক্তি সম্পর্কে প্রশ্ন তুলেছে, যেমন একজন ওয়েবো ব্যবহারকারী শুয়ে চুয়ান, প্রাণদণ্ডে দণ্ডিতদের সাথে অঙ্গ প্রতিস্থাপনের যোগসূত্রের কারণে বিস্ময়ে হতবাক [চীনা ভাষায়]:

1、利益是明摆着的,多杀多赚?2、收入归谁?——太可怕了。

১. এখানে লাভের হিসাবটা পরিষ্কার। যত বেশী প্রাণদণ্ড প্রদান করা হবে, তত বেশী এই ব্যবসায় লাভ হতে থাকবে। ২ লাভের টাকা কার কাছে যায়? — এটা খুব বেশী ভীতিজনক একটা বিষয়

সাংহাই থেকে শিয়ে ইয়োপিং এই ঘটনায় বিস্মিত [চীনা ভাষায়]:

思考:1、器官移植是否经过了死囚家属同意;2、没有家属的死囚遗体,其器官移植由哪个机构决定;3、死囚遗体无家属认领时,谁享受了其器官移植所产生的收益。

এখন চিন্তা করার সময় এসেছে: ১. মৃতের পরিবার কি অন্যের দেহে অঙ্গ প্রদান করার জন্য অপারেশনের অনুমতি প্রদান করে? ২. যাদের কেউ নেই, প্রাণদণ্ডে দণ্ডিত সেই সব আসামীদের পক্ষে কোন প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত প্রদান করে যে কি ভাবে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হবে? ৩. যদি পরিবার মৃতের দেহ দাবী না করে, তাহলে তার অঙ্গ প্রতিস্থাপনে কারা লাভবান হয়?

মানবাধিকার আইনজীবী লিয়ু শিয়াইওয়া প্রশ্ন করেছে [চীনা ভাষায়] তাদের যে পরিস্থিতিতে রাখা হয় সেই পরিস্থিতিতে আদতেই কি তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের গ্রহণ করার অধিকার আছে:

我认为被判处死刑的罪犯完全处于弱势地位,为了防止司法机关强迫罪犯捐献器官,为了让家属相信是罪犯自愿捐献器官,在与死刑犯签订捐献器官协议时,应当通知其家属到场见证

যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত, জেলখানায় তাদের কোন দর কষাকষির ক্ষমতা নেই। কারা কর্তৃপক্ষকে অপরাধীর অঙ্গ দান করতে বাধ্য করার বিষয়টিকে প্রতিরোধ করার জন্য, পরিবারের সদস্যদের অঙ্গ দান চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত রাখতে হবে

মেনাগলিক্সমেনাং, আগামীতে চীনে [চীনা ভাষায়] অঙ্গ প্রতিস্থাপনের উপর আরো পদ্ধতিগত ভাবে নজরদারির আশা করছেন:

公开承认使用死囚器官,增加透明度,尊重公众的知情权,尊重死囚的自主选择,制定更加严密和科学的器官使用法律规范和程序,切断非法器官移植的利益链条

মৃত্যুদণ্ডের মাধ্যমে মৃত্যু বরণ করা অপরাধীদের দেহ থেকে অন্যের দেহে প্রতিস্থাপনের জন্য থেকে অঙ্গ গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টি প্রকাশ্যভাবে স্বীকার করে নেওয়ার ফলে তা হয়ত পদ্ধতিগত ভাবে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টির উপর আরো স্বচ্ছভাবে নজরদারির ঘটনাকে আরো উন্নত করবে। জনতার জানার অধিকার আছে, এবং যে সমস্ত অপরাধীর প্রাণদণ্ড প্রদান করা হয়েছে, এই বিষয়ে তাদেরও সিদ্ধান্ত নেবার তাদের অধিকার রয়েছে। কর্তৃপক্ষকে এমন এক আইন তৈরী করতে হবে যা অঙ্গ প্রতিস্থাপনকে সীমাবদ্ধ করবে এবং অবৈধ অঙ্গ সংস্থাপন নেটওয়ার্ককে ধ্বংস করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .