মৌরিতানিয়াঃ “সর্বশেষ আশার মিছিল” নামক পদযাত্রা যা নৌয়াকচটে এসে শেষ হবে, তার যাত্রা

মৌরিতানিয়ার একটিভিস্টরা পায়ে হেঁটে ৪৭০ কিলোমিটারের এক পদযাত্রার উদ্যোগ গ্রহণ করেছে, যে যাত্রার শুরু হবে নৌয়াদিহিবৌ নামক এলাকা থেকে, আর রাজধানী নৌয়াকচট গিয়ে তা শেষ হবে। মূলত সরকারের কাছে বেশ কিছু অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কারের দাবীতে এই যাত্রার শুরু। এই পথযাত্রার নাম দেওয়া দেওয়া হয়েছে “সর্বশেষ আশার জন্য এক পদযাত্রা” এবং মৌরিতানিয়ার নাগরিকদের দুর্দশার প্রতি মনোযোগ আকর্ষণ এবং তাদের বেশ কিছু রাজনৈতিক সংস্কারের দাবীর উদ্দেশ্য এই যাত্রা।

ব্লগার আহমেদ জেডায়ু [আরবী ভাষায়] এই পদযাত্রা সম্বন্ধে ব্লগ লিখেছেন। তিনি উল্লেখ করছেন যে বেশ কিছু একটিভিস্ট, তাদের সাথে ব্লগার, ইউনিয়নের কর্মী, শিক্ষক এবং যারা তাদের কাজ থেকে বরখাস্ত হয়েছে, তারা এই পদযাত্রায় অংশ নিয়েছে। তিনি লিখেছেন যে এই পদযাত্রা মার্চের মাঝামাঝি নৌয়াকচটে এসে পৌঁছবে, যদি না তার আগে তা রাজধানীতে এসে পৌঁছায়।

এই পদযাত্রায় অংশগ্রহণকারীদের দাবী হচ্ছে:

ضمان الحد الأدنى لحرية التعبير السلمي للناشطين بالمدينة.
2- فتح حوار مباشر و جاد مع السلطات العليا للبلد لوضع حد نهائي لمعاناة مواطني أحياء الترحيل( الجديدة و أحزمة البؤس) بحيث يضمن تسوية موضوعية للسكن و التموين تليق بالمدينة كعاصمة اقتصادية و قطب للتنمية.
3- نطالب بتسهيل دمج المهنيين الشباب في القطاعات ذات الصلة، انطلاقا من التزايد الطردي للمواقع الشاغرة في الإدارات و المؤسسات الجهوية و المركزية العمومية منذ عدة سنين في مختلف هذه القطاعات مثل: قطاعات الصيد و المعادن و المتواجدة بالعشرات، و الناتجة عن تقاعد الموظفين و انتشار العقدويين و الطابور الثالث داخل هذه المؤسسات، رغم رفع السن القانونية اللازمة لولوج الوظيفة العمومية إلي 40 سنة و تواجد الطاقات الشبابية المؤهلة لذلك.
4- نطالب بإعلان الحكومة عن زيادة معتبرة في الأجور في القطاعين العام والخاص لتخفيف وطأة الغلاء المعيشي للطبقة النشطة

৪৭০ কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রার শুরুর স্থানে দাঁড়িয়ে একটিভিস্টরা, ছবির কৃতিত্বঃ আহমেদ জেডায়ু-এর।

১.শহরগুলোতে নুন্যতম পর্যায়ের শান্তিপূর্ণ মিছিল করার স্বাধীনতা প্রদান করতে হবে
২.শহরাঞ্চলে নাগরিকরা যে সমস্যায় ভুগছে সে বিষয়ে সরকারে উচ্চ পর্যায়ের নেতাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার দাবী, সরকারের কাছে দাবী, শহরটিকে যেন নতুন উত্তম স্থানে স্থাপন করা হয়। এই আলোচনার উদ্দেশ্য হবে বাসস্থান এবং সেবা প্রদান, যে শহর হবে দেশের অর্থনৈতিক রাজধানী এবং উন্নয়নের কেন্দ্র।
৩. আমরা প্রশিক্ষিত তরুণদের তাদের দক্ষতা অনুসারে পেশার সাথে যুক্ত করার দাবী জানাই, তাদের যেন সরকারের বিভিন্ন বিভাগে ক্রমশ বাড়তে থাকা শূন্য পদে নিয়োগ প্রদান করা হয়, যেমন মৎস বিভাগ এবং খনিজ সম্পদ বিভাগে, যা মূলত কর্মচারীদের অবসর গ্রহণের মাধ্যমে সৃষ্টি হয়েছে।
৪.জীবন যাত্রার ব্যায় বেড়ে যাওয়ায় শ্রমিক শ্রেণীর উপর তৈরি হতে থাকা চাপ কমিয়ে আনার জন্য আমরা সরকারি এবং বেসরকারি শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবী জানাচ্ছি।

তাদের দাবীর মধ্যে যুক্ত রয়েছে রাস্তায় স্তুপ করে রাখা আবর্জনা সরানো এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বেকার যুবকদের জমি প্রদানের মত বিষয়, যাতে নিশ্চিত হয় যে উক্ত যুবকরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে।

আরব বিশ্বের অন্যান্য দেশের মত, মৌরিতানিয়ার একটিভিস্টরা আরব বসন্তের বিপ্লবের সাথে, প্রায় এক বছর ধরে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের দাবীতে বিক্ষোভ করে আসছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .