পুয়ের্টো রিকো: ৩৬৫ টি ছবি

ফটোগ্রাফার জোসে রড্রিগো মাদেরা [স্প্যানিশ ভাষায়] গত দুই বছরে তার “৩৬৫” দিন নামক প্রকল্পের অধীনে প্রতিদিন একটি করে ছবি তুলেছে। রিভিস্তা ক্রুসে [স্প্যানিশ ভাষায়] তার ২০ টি ছবি সবার উপভোগের জন্য প্রকাশ করার আগে পর্যন্ত , তার এইসব ছবি কেবল মাত্র তার বন্ধুদের ফেসবুকের পাতায় দেখা যেত।

জোসে রড্রিগো মাদেরা নিজের সম্বন্ধে বর্ণনা করছেন এভাবে:

…fotógrafo de profesión y nunca estudió Artes. Estudió Comunicaciones en la Universidad Interamericana y quiere enseñar fotografía. Cree en el matrimonio y se considera de izquierda. Dedica todo su trabajo al hombre de su vida, Emil Alejandro, y a la mujer de su vida, Penelope.

… এক পেশাদার ফটোগ্রাফার যে নিজে শিল্প বিষয়ে পড়ালেখা করেনি। ইন্টারআমেরিকানায় গণ যোগাযোগ-এর উপর পড়ালেখা করেছে এবং ছবি তোলার বিষয়টি শিখতে চেয়েছে। বিবাহে বিশ্বাসী এবং নিজেকে একজন বামপন্থী হিসেবে বিবেচনা করে, তার জীবনের সাথে সম্পৃক্ত পুরুষ এমিল আলেজান্দ্রো এবং তার জীবনের ভালবাসার নারী পেনিলোপ-কে সে তার সকল কাজ উৎসর্গ করেছে।

এখানে তার কিছু নির্বাচিত অসাধারণ ছবির কয়েকটি তুলে ধরা হল।*

পিচার: ১. এমন এক ব্যক্তি যে, একটি বা অন্য কোন কারণে কোন বাঁধা মানে না, অথবা নিজের প্রতি তার যে প্রতিশ্রুতি তা সে পালন করে। ২. যে ব্যাক্তি পাল্টা আহ্বান প্রদান করে না।

দেখ।

লাল প্যান্ট পড়া শিশুটি।

সকালের নাস্তা।

আগস্তিনো একটি ছবি তোলার জন্য নিজেকে প্রস্তুত করছে।

ভুতুড়ে মেঘ।

যন্ত্রণার হাসি।

প্যাঁচানো ।

চোখ।

‘আজুল’-এর মা-টি।

 

• ফটোগ্রাফার এবং রেভিস্তা ক্রুসের অনুমিত ক্রমে এইসব ছবি পুনরায় প্রকাশ করা হল। মূল যে ভাষায় প্রকাশ হয়েছে সেখান থেকে ছবির শিরোনাম গুলো গ্রহণ করা হয়েছে (তবে ব্যাতিক্রম কয়েকটির শিরোনাম ইংরেজীতে লেখা হয়েছে)।

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .