আরব বিশ্বঃ এমনকি ভালবাসা দিবসও যেখানে ভিন্ন

আজ ভালবাসা দিবস! যদিও আরব বিশ্বের একটা বৃহৎ অংশে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও সেখানে এই দিবসটি বিস্মৃত হয়নি।

সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়াসের হারেব টুইট করেছে

ইয়াসেরহারেব: আমি এই সব ভালবাসা দিবসে বিশ্বাস করি না। সত্যিকারে ভালবাসার জন্য কোন দিবসের প্রয়োজন নেই,সত্যিকারে ভালবাসাই নিজেই নিজেকে প্রকাশ করে#ভ্যালেন্টাইন

সৌদি আরব, যেখানে ভালবাসা দিবসের সকল প্রকার উদযাপন নিষিদ্ধ, সেখান থেকে আবদুল্লাহ আল রাশেদ লিখেছে [আরবী ভাষায়]:

لا أريد أن احتفل بهذا اليوم .. أحرقوا كل أعيادهم وأعطوني مجتمعاً لا يشوه الحب .. لا يحاصر القلب ! ‎#valentine‏
@ আলরাশিদ: আমি দিনটাকে উদযাপন করতে চাই না। তাদের সকল উৎসব পুড়িয়ে দাও এবং এমন একটি সমাজ দাও যে সমাজ ভালবাসাহীন…এবং হৃদয়কে গ্রেফতার করে না।

এবং রামু সালাম রসিকতা করেছে:

@রামিসালামে: হে সৌদি আরবের টুইটারকারীরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আগামীকাল ভালবাসা দিবসে আমরা কি লাল মাংস খাওয়া থেকে বিরত থাকব?

আইয়াদ জোয়দে ব্যাখ্যা করছে কেন, সৌদি আরবে এই ধরণের প্রশ্ন বাস্তবসম্মত। সে টুইট করেছে:

@ইয়াদজে:ভালবাসা দিবস, যে দিন সৌদি আরবের নাগরিক বিশেষ এক রঙের পোশাক পড়লে তাদের জেলে যেতে হতে পারে

এদিকে সুলতান এ্যাঙ্গারি স্মরণ করেছেন যে [আরবি ভাষায়]:

سوف نضحك يوماً ما..بأنه كان بيننا أُناس يمنعون إهداء الوردة الحمراء أو حتى بيعها وشراءها في يوم محدد من ايام الله! ‎#Saudi‏ ‎#Valentine‏
@এ্যাঙ্গরিসুলতান:আমরা এক সময় হাসব এই কারনে যে, আমাদের মধ্যে এমন একদল লোক রয়েছে, যারা বছরের একটি বিশেষ দিনে লাল গোলাপ কেনা নিষিদ্ধ করেছে।

সৌদি আরবে ভালবাসা দিবসের সকল প্রকার উদযাপন নিষিদ্ধ। ভালবাসা দিবসে নৈতিকতা রক্ষা এবং পাপ প্রতিরোধের জন্য রাস্তার ধারের দোকানগুলোতে হামলা চালানোর জন্য এক কুখ্যাত কমিশন রয়েছে, যারা সেদিন দোকানদারদের, লাল গোলাপ, হৃদয়ের প্রতীক, বেলুন এবং কিছু মোড়ানোর জন্য লাল কাগজের ব্যবহার সহ ভালবাসার সকল প্রকার প্রতীক সরিয়ে নিতে বাধ্য করে।

Egyptian Nermeen Edrees finds a heart drawn on her red car

মিশরীয় নাগরিক নারমিন ইদ্রিস তাঁর লাল গাড়ির মাঝে এক হৃদয়ের প্রতীক খুঁজে পায়। ছবির কৃতিত্ব নারমিন ইদ্রিসের, টুইটারে ছবিটি প্রদর্শিত হয়েছে।

এই অঞ্চলে ঘটনা এগিয়ে চলছে, নারমিন ইদ্রিস কাজের শেষে আবিষ্কার করে যে তাকে বিস্ময়কর ভাবে স্বাগত জানানো হয়েছে, তিনি টুইট করেছেনঃ

@নারিমানইদ্রিস: কেউ একজন আমার গাড়ির মধ্যে একটা হৃদয়ের চিহ্ন আঁকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 😀

এদিকে বাহরাইনে আজ ব্যাপক গণবিক্ষোভের সূচনার এক বছর পূর্তি, এটি তথাকথিত আরব বসন্তের ধারায় শুরু হয়, যা তিউনিশিয়া, মিশর, লিবিয়া, সিরিয়াকে এবং ইয়েমেনের মত কিছু রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়ে গেছে।

সেখানে, ব্লগার মাহমুদ আল ইউসুফ, আজকে বিকেলে মানবাধিকার কর্মী নাবিল রাজের আটকাদেশের বিষয়ে মন্তব্য করেছে, তিনি বলেন:

@মাহমোদ:# ফ্রিনাবিল, এই চমৎকার ভালবাসা দিবসে বাহরাইনের টুইটে আরেকটি হ্যাশট্যাগ যুক্ত হল। @ নাবিলরাজব

অনেকটা অপ্রথাগত ভাবে গঠিত আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এ্যানোনিমাস একই সাথে বাহরাইনের জন্য একটা উপহার প্রদান করেছে। মাবাধিকার কর্মী মারিয়াম আল খাওয়াজা এই বিষয়ে টুইট করেছে:

@মারিয়ামআলখাওয়াজা: শুভ #ভ্যালেন্টাইন ডে” এ্যানোনিমাস সেই সব কন্ট্রাক্টরদের সাইট হ্যাক করে ফেলেছে, যারা বাহরাইনের সরকারের সাথে কাজ করে# ফেব১৪

এবং সবশেষে, মিশরে ফিরে আসা যাক, যেখানে মোহাম্মদ এল দাহশান হয়ত বিপদে পড়তে যাচ্ছেন। তিনি দাবী করেন:

@এলদাহশান: হ্যাঁ! আমি সারাদিন ভালবাসা দিবস নিয়ে কোন কথা না বলে কাটাতে সক্ষম হই… ওহ, এটা খুব বাজে ঘটনা হল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .